নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
শারমিন আর ডানার একুরিয়াম খুব শখ।
ডানা
মাঝে মাঝেই বাহারী মাছ কিনে নিয়ে আসে, বাসায় ছোট্ট কাচের জারে রাখে। আমার খারাপ লাগে যে মাছ গুলিকে বন্দী করে রাখা ঠিক না। আমি ওদের মাঝে মাঝে খাবার দেই। মাছ গুলি এগিয়ে আসে, মাঝে মাঝে কাছে গেলে মনে হয় খাবার চাইছে।
মাছের সমস্যার নিয়ে কিছু ভিডিও দেখতে দেখতে ইউটিউবে একুয়াস্কেপিং এর ভিডিও দেখলাম। একুরিয়ামে বাহারী গাছের মাঝে বাহারী মাছ দেখতে খুবই ভালো লেগে গেলো।
ঠিক করলাম ডানার জন্য একটা বড় একুরিয়াম বানাতে হবে। কিন্তু কিনতে অনেক খরচ। বড় একটা একুরিয়াম বানাতে এখানে ১৫০০-২০০০ দিরহামের ( ৩৫-৫০ হাজার টাকা) মতন খরচ পড়ে যায়।
সালাউদ্দিন ভাই বড় ঠিকাদার এখানে। শারজায় এলুমিনিয়ামের জানালা দরজা তৌরির কারখানা আছে, তার কাছে সাহাজ্য চাইলাম যে তার মিস্ত্রিরা একটা কাচের একুরিয়াম বানিয়ে দিতে পারবে কি না। তিনি বড় একটা একুরিয়াম বানিয়ে দিলেন 50 cm x 50 cm x40 cm, নিজে এসে অফিসে দিয়ে গেলেন। টাকার কথা জিঙ্গাসা করতেই বললো কিসের টাকা । বড় ধন্যবাদ দিলাম ভাইকে।
আমার ৫০০-৭০০ দিরহাম বাইচা গেলো
একুরিয়ামের ট্যাংক এর পরে আসল কাজ। কি মাছ রাখবো আর কি রকমের ডিজাইন হবে। বাপ বেটি দুইজনে মিলা ডিজাইন করতে উপুড় হইয়া শুইয়া কাজ সুরু করলাম।
ফলাফল দাড়াইলো নিজের ছবির মতন।
এখন একুরিয়ামের সাজ সজ্জার জিনিস পত্র কেনার পালা। সব মিলিয়ে ৫৮৫ দিরহাম প্রায় ১৪ হাজার টাকার জিনিস পত্র।
* কাঠের টুকরো ২ টা - দেখতে সুন্দর লাগার জন্য।
* একুয়া সলেল (মাটি) ৬ কেজি- দানাদার মাটি, আস্তে আস্তে গাছের জন্য প্রয়োজনী পুস্টি দেবে।
* সাদা বালি ১ কেজি- সামনে দেখতে ভালো লাগা জন্য।
* পানির ফিলটার ১টা - ঘন্টায় ২০০ লিটার পানি ফিল্টার করতে পারে। শব্দহীন।
* পানির হিটার ১টা- ২৮ ডিগ্রি সে তাপে মাছ ভালো থাকবে তাই সব সময় চলবে হিটার।
* গাছ লাগানোর জন্য চিমটা ১ টা - লম্বা আকৃতির।
* ভালো ব্যাক্টেরিয়া তৌরির জন্য মিশ্রন ১ বোতল- ১০ মিলি প্রতি ২৫ লিটার পানির জন্য।
* এলইডি লাইট ১ টা - রং বদলানো যায় উপরে লাগানোর জন্য।
* সুপার গ্লু ( একুরিয়ামের জন্য আলাদা পাওয়া যায়) ১ টা।
মানুষের সাথে খাতির থাকলে অনেক কাজে লাগে। একুরিয়াম দোকানের লোকের সাথে খাতিরের জন্য প্রায় ৩০০০ টাকা ছাড় দিলো জিনিসের গায়ে লেখা দাম থেকে। আবার ৩ রকমের গাছ ফ্রি দিয়ে দিলো।
এবার সবকিছু সেটআপ করার পালা। প্রথমে ভেতর বাইরে কাচের দেয়ার গুলি ভালো করে পরিস্কার করে নিলাম। গাছের টুকরো গুলি মাঝ খানে রাখলাম। কাঠির টুকতো যেন ভেসে না জায় তাই পাথরের টুকরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। আমি প্রথমে লাগাইনি তাই পানি দেবার পরে একটুকরা ভেসে উঠিছিলো পরে সুপার গ্লু কিনে এনে পরের দিন লাগিয়েছিলাম।
আমাদের করা ডিজাইনের মতন কাঠ পেলাম না, যেটা কাছাকাছি আসলো সেটাই নিলাম।
তারপরে একুয়াসয়েল দিয়ে মেঝেটা বানাতে হবে, আমি দুটা পাহাড়ের মতন উচু করেছি, পেছনে একটু বেশি মাটি দিয়েছি গাছ লাগানোর হন্য। সামনে কম দিয়েছি যেখানটাতে ফাকা থাকবে।
ফিল্টার, হিটার লাগিয়ে আস্তে আস্তে পানি দিয়ে ভরতে হবে। পুরো ভরে নিয়ে ভালো ব্যাক্টেরিয়ার মিশ্রন ২০ মিলি দিয়ে দিলাম।
তারপরে ২৪ ঘন্টা পরে পানি পরিস্কার হতে শুরু করলে ডানা আর শারমিন মাছ এই একুরিয়ামে দেবার জন্য অস্থির হয়ে গেলো।
তারপরে প্রথমে একটা ব্যেটা ফিস দিলাম, বেচারা খুবই খুশি, আগের কাচের জারে চুপচাপ থাকতো, এখানে সব জায়গা ঘুরে দেখতে লাগলো।
কয়েক ঘন্টা পরে বাকি মাছ গুলি দিয়ে দিলাম। গাপ্পি এবং টেরা আর সাকার ফিস দিয়ে দিলাম।
আপাতত কাজ শেষ, গাছ, মাছগুলি পুরোপুরি সেট হতে কয়েক মাস সময় লাগবে।
ইনিস্টাগ্রাম ভিডিও:-
https://www.instagram.com/reel/Ce3C4BzDd4e/?utm_source=ig_web_copy_link
বছর খানেক পরের ভিডিও
https://www.instagram.com/p/CrGJkLqOrnt/
১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যিই শখের তোলা ৮০ টাকা!
ডানা, শারমিন ও তার বাবাকে
শুভেচ্ছা সুন্দর শখের জন্য।
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯
নতুন বলেছেন: এই একুরিয়ামের খচরা মেলা টেকা, প্রতিমাসে ও খরচা আছে
৩| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বাপ বেটিকে অভিনন্দন। খুবই ভালো লাগছে একুরিয়ামটি
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
নতুন বলেছেন: ধন্যবাদ আপুনি
৪| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ডানার জন্য শুভকামনা।
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১
সোনাগাজী বলেছেন:
মাছগুলো কি স্হানীয়?
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০
নতুন বলেছেন: একুরিয়ামের মাছ বিভিন্ন দেশ থেকে দুবাইতে আসে, অল্পকিছু হয়তো স্থানীয় ভাবে ব্যবসায়ীরা ব্রিড করে থাকে।
৬| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১
নতুন বলেছেন: ওমা রানু ভাই, আমি পচা পোস্ট কেন দেব?
৭| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৫২
আহমেদ জী এস বলেছেন: নতুন,
বাবা-মেয়ের দুর্দান্ত অভিযান! আদি থেকে অন্ত পর্য্যন্ত ষ্টেপ বাই ষ্টেপ ছবি দেয়াতে বেশী ভালো লাগলো।
সুন্দর একুরিয়াম! "ডানা" এবার ডানা মেলে নাচছে নিশ্চয়ই .....
শুভেচ্ছা সবাইকে।
১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪২
নতুন বলেছেন: ইচ্ছা ছিলো ইউটিউবের ভিডিও ও বানাবো কিন্তু ঝামেলা মনে হলো তাই শুধু কিছু ছবি তুলে রেখেছিলাম।
ডানা খুবই খুশি।
৮| ১৬ ই জুন, ২০২২ রাত ৮:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এই একুরিয়ামের খচরা মেলা টেকা, প্রতিমাসে ও খরচা আছে।
নতুন ভাই হিসাব করে দেখেছেন কি,
তোলা ৮০ টাকা না
তার চেয়ে বেশী!
১৬ ই জুন, ২০২২ রাত ৮:৩৯
নতুন বলেছেন: বর্তমানের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ে টাকার সাথে দিরহামের বিনিময় হার, আমার দৈনিক কামলার মুজুরি, দুবাই সংসার খরচ, ভবিষ্যতের জন্য সন্চয় এবং মুদ্রাস্ফিতির হিসেব মাথায় রাখলে হিসাব মিলাইতে কস্ট হবে।
তাই সহজ হিসা্ব হইলো শখের তোলা ৮০ টাকা
৯| ১৬ ই জুন, ২০২২ রাত ৯:৫১
জুল ভার্ন বলেছেন: আমার বাসায় ৩৬ বছর যাবত একিউরিয়াম ফিস পুষি....আপনি জেনে অবাক হবেন, আমার একটা টাইগার শার্ক ২০ বছর বেঁচে ছিলো।
১৬ ই জুন, ২০২২ রাত ১০:০৯
নতুন বলেছেন: ২০ বছর তো বিরাট ব্যাপার।
আমার গত বছর থেকে একুরিয়াম ভালোলাগা শুরু করেছে।
১০| ১৭ ই জুন, ২০২২ ভোর ৪:১৫
সোহানী বলেছেন: অসাধারন। মেয়ের শখে বাবার ঝাঁপিয়ে পড়া দেখেই ভালো লাগছে। অনেক বড় হোক ডানা।
লিখার স্টাইলটা অনেক ভালো লাগলো। আর ছবি এড করাতে অসাধারন হলো।
এ্যাকুরিয়ামটা সত্যিই সুন্দর।
আমার ছেলের শখে বেশ ক'বছর ছিল এ্যাকুরিয়াম/মাছ/কচ্ছপ। ছেলের শখের ঝামেলা আমাকে পোহাতে হতো, যা সত্যিই কষ্টকর ছিল। তাই এক সময় চাপ্টার ক্লোজ করলাম। এখন ওরা পাখি পোষে।
১৭ ই জুন, ২০২২ সকাল ১০:০৭
নতুন বলেছেন: ডানা আমাদের জীবনের পুরোটা জুড়ে আছে।
আমি ওকে ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্নের বীজ বুনার চেস্টা করছি। যাতে লিডারসিপ স্কিল শেখে, আউটঅফদি বক্স ভাবতে শেখে।
লেখার স্টাইল ভালো লাগলে তো আরো লেখার চেস্টা করতে হবে।
১১| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মিরোরডডল বলেছেন:
বাহ চমৎকার !
বাবা মেয়ের টিমওয়ার্ক ভালো লাগলো ।
ভিডিওটা দেখলাম, মারমেইডের মতো একটা নেচে গেলো শেষে, ওটার নাম কি ?
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
নতুন বলেছেন: এটা আমাদের বর্তমানের প্রজেক্ট।
ডানাকে মোবাইলে কাটুন আর বিভিন্ন সাইন্স প্রজেক্ট বা এই রকমের কিছু দেখতে বলি আর টিকটক জাতীয় ভিডিও দেখতে নিষেধ করি সব সময়।
ঐটা betta fish
১২| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবা পাগল মেয়ে। ভালো লাগলো।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
নতুন বলেছেন: ডানা আমার প্রান-ভ্রমরা
১৩| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:০৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ডান তো বড় হয়ে গেলো।
অনেক সুন্দর, শুভেচ্ছা আপনাদের জন্যে।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:০৭
নতুন বলেছেন: বড় হয়ে যাচ্ছে আর মনের মাঝে একটা কস্টের মেঘ জমা হচ্ছে
মেয়ে বিয়ে করে নিজের সংসারে গেলে তাকে কে ছাড়া থাকা খুবই কস্টকর হয়ে যাবে বাকী জীবনটা ।
১৪| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:১৯
মিরোরডডল বলেছেন:
আমার প্রিয় একটা মুভি । ডানার জন্য ।
অনলাইনে এভেইলেবল থাকার কথা ।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:২০
নতুন বলেছেন: অনেক আগেই দেখে ফেলেছে
১৫| ৩০ শে জুন, ২০২২ রাত ৯:৪৫
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কবে জানি দেখমু রাসেল ভাই গামছা পিন্দা একুরিয়ামে মাছ ধরতে নামছে । মাছ ধরা শেষে কইবো এইযে পদ্মার ইলিশ ধরছি ।
০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩০
নতুন বলেছেন: মাছ আরেকটু বড় হইলে বড়শি আর জাল কিনা আনুম।
https://www.instagram.com/p/CflFsbYDFTD/
১৬| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: বাপ-বেটি'র এ সফল প্রজেক্ট এর জন্য উভয়কে অভিনন্দন!
সোহানী বলেছেন: "অসাধারন। মেয়ের শখে বাবার ঝাঁপিয়ে পড়া দেখেই ভালো লাগছে" - আমারও এ পোস্ট থেকে এই বিষয়টাই সবচেয়ে ভালো লেগেছে।
পোস্টে প্লাস। + +
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০
নতুন বলেছেন: ডানা কে নিয়েই আমাদের জগত এখন
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৮
মিরোরডডল বলেছেন:
নতুন কেমন আছে ?
বাংলাদেশের ট্রিপ কেমন হয়েছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১
নতুন বলেছেন: দেশে ফেরা তো অবশ্যই ভালো লাগে। তবে গরমে কস্ট হয়েছে বেশি। আমি, শারমিন, ডানা সবাই অসুস্থ হয়েছি।
সিলেট ঘুরতে গিয়েছিলাম, ১ রাত থেকে পরের দিন ফিরে এসেছি, গরমে ডানা অসুস্হ হয়ে গেছিলো।
বাড়ীতে কিছু কাজ ছিলো, আত্নীয়দের বাড়ী বেড়াতে বেড়াতে ৩/৪ কেজি ওজন বেড়েছে আমাদের
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬
নতুন বলেছেন: আর ১ মাসে আমার একুরিয়ামের প্রায় সর্বনাস হয়ে গেছে, । এখন মেরামত করছি, অল্পের জন্য সব মাছ মারা যায়নাই।
খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। যে দেখাশুনা করেছে তাদের মাছ পালার অভিঙ্গতা ছিলো না বেশি খাবার দিয়েছে এবং ফিল্টার পরিস্কার করতে পারেনাই তাই খুবই খারাপ অবসস্থা হয়ে গেছিলো।
আরো যদি ১০ দিন পরে আসতাম তবে হয়তো সব মাছ মারাই যেতো।আর ১ মাসে আমার একুরিয়ামের প্রায় সর্বনাস হয়ে গেছে, । এখন মেরামত করছি, অল্পের জন্য সব মাছ মারা যায়নাই।
খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। যে দেখাশুনা করেছে তাদের মাছ পালার অভিঙ্গতা ছিলো না বেশি খাবার দিয়েছে এবং ফিল্টার পরিস্কার করতে পারেনাই তাই খুবই খারাপ অবসস্থা হয়ে গেছিলো।
আরো যদি ১০ দিন পরে আসতাম তবে হয়তো সব মাছ মারাই যেতো।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১
মিরোরডডল বলেছেন:
এই এক সমস্যা । দেশে গিয়ে অসুস্থ হলে মনটাই খারাপ হয়ে যায় ।
অনেককেই দেখেছি দেশে বেড়াতে গিয়ে ওয়েট গেইন করে ।
কিন্তু আমার উল্টো হয় ।
ডে নাইট লং ঘরে বাইরে এতো বেশি ব্যস্ত থাকা হয় যে ওজন একটু হলেও কমে
তাইতো ! এতো সুন্দর অ্যাকোয়ারিয়ামের কি অবস্থা হয়েছে
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২
নতুন বলেছেন: ডানার স্কুল জুলাই আগস্ট ছুটি তাই এখন শীতের সময় যাবার উপায় নাই।
দেশে শীতের সময়ে সব চেয়ে মজা। টাটকা সবজী আর ঠান্ডা আবহাওয়া।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২২
মিরোরডডল বলেছেন:
বাংলাদেশের শীতকালের আবহাওয়া অনেকটা আমাদের এখানে বসন্তকালের মতো ।
দেশে যাবার জন্য আমারও পছন্দ শীতকাল । শুধু সবজি না, মজার মজার পিঠাও হয় তখন ।
বেড়ানোর জন্য পারফেক্ট সময় ।
ক্রিসমাস নিউ ইয়ার্সের সময় ডানার স্কুল থেকে লম্বা ছুটি পায় না ?
আমাদের এখানে দেখেছি ডিসেম্বর জানুয়ারি একটা লম্বা ছুটি থাকে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪
নতুন বলেছেন: সামারে ২ মাস কিন্তু অন্য সময় বেশি হলে ২ সপ্তাহ ছুটি থাকে এখানে।
শারমিন শীতকালই পছন্দ করে সবজি আর পিঠার জন্য।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১
মিরোরডডল বলেছেন:
আজ এই পোষ্টে সুলতানার কমেন্টের পর নতুনের কমেন্ট দেখে out of curiosity থেকে জানতে চাচ্ছি, নতুন কি করে বুঝলো সে অপারেশনের বিষয়ে লিখেছে বা সি-সেকশন রিলেটেড
আজ যখন আইডি খুলে এক মিনিটের মাথায় এই কমেন্ট করে, তখনই আমি ভাবছিলাম,
যেই পোষ্টে লিখেছে এটা এতো ওল্ড যে কোন নটিফিকেশন পাবে না ।
আর যাকে উদ্দেশ্য করে কমেন্ট লিখেছে এটা তার পোষ্ট না, কাজেই কখনোই সে জানবে না এই কমেন্ট ।
আমার মনে হয় এটা একটা টেস্টিং কমেন্ট ছিলো ।
আমার ধারনা ভুল হতে পারে ।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮
মিরোরডডল বলেছেন:
I got it.
নতুনের কমেন্ট পোষ্ট রিলেটেড, পোষ্টদাতা আইরাকে লেখা ।
এখনতো আরও টাসকি খেলাম
সেই ২০১৩ সাহায্য চেয়েছে ।
সেই সময়ে বাচ্চা হলে এখন প্রায় ১০ বছর ।
নতুনের উপদেশ তার পরবর্তী সময়ে কাজে আসবে
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬
নতুন বলেছেন: ঐ বাচ্চাও কো সামুতে ব্লগিং করার বয়স হয়ে গেছে
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: আরে বাহ!!
অভিনন্দন বাপ-বেটিকে।