নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
প্রিয়তমা, তুমিই আমার গান,
তোমার হাসিতে বাজে হৃদয়ের তান।
তোমার চোখে দেখি সোনালী প্রভাত,
তোমার চরণে খুঁজে পাই শান্তির রাত।
তোমার সোহাগে মুছে যায় ক্লান্তি,
তোমার ভালোবাসা আমার অন্তরে প্রান্তি।
তুমি সৃষ্টির সুর, তুমি আলোর গান,
তুমি ছাড়া জীবন আমার থাকে নির্জন প্রান্তর।
তোমার স্পর্শে ফুলের সুরভি,
তোমার নরম হাতে খুঁজে পাই নবজীবনের কবি।
তোমার সাথেই মিলে জীবনের ছন্দ,
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আনন্দ।
তুমি আছো বলেই দিনগুলি হয় সুরভিত,
তোমার প্রেমে জীবনের গতি হয় নবরঙিন চিত্রিত।
তোমার ভালোবাসায় ধন্য আমার প্রাণ,
তুমি আমার জীবনের সর্বত্র গানের সুরের জোয়ার।
# এই কবিতাটির রচিয়তা কে?
০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৪
নতুন বলেছেন: সামনে অনেকেই এমন কবি হয়ে উঠবে।
২| ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ব্লগার চ্যাটজিপিটিকে বললাম, 'তুমি আমার সুর' শিরোনামে একটা প্রেমের কবিতা লিখুন, যাতে অন্ত্যমিল থাকবে। তিনি আমাকে নীচের কবিতাটি দিলেন।
তুমি আমার সুর
তুমি আমার সুর, হৃদয়ে বাজাও,
প্রেমের মধুর গানে হৃদয় সাঁজাও।
তোমার হাসির ঝিলিক, চোখের তারা,
প্রেমের আলোয় ভরল, আমার সারা।
তোমার নামে আমি লিখি গান,
তোমায় নিয়ে বাঁচি, তুমি আমার প্রাণ।
তোমার ছোঁয়ার মায়া, মিষ্টি হাসি,
প্রেমের পথ দেখায়, যেন আকাশি।
তুমি আমার সুর, মনের কোণে বাজে,
প্রেমের মুর্ছনায়, দিন যায় সাজে।
তোমার কথা ভাবি, তোমায় স্বপ্নে দেখি,
প্রেমের সাগরে ভাসি, খুঁজে পাই ঠিকি।
তুমি আমার আলো, তুমি মোর চাঁদ,
প্রেমের মধুর ছোঁয়া, হৃদয় করে বাঁধ।
তোমার মিষ্টি কণ্ঠে, মধুর সুর বাজে,
প্রেমের গানে ভরল, আমার জীবন-মাঝে।
তুমি আমার সুর, তুমি আমার গান,
প্রেমের এই পথ চলি, তুমি মোর প্রাণ।
তোমার ভালোবাসা, হৃদয়ে রাখি সঁপে,
প্রেমের মধুর ছোঁয়ায়, জীবন হোক রঙিন রূপে।
০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৫
নতুন বলেছেন: ভালোই তো।
চিন্তা করুন। আগামী ৫০ বছরপরে কেমন হবে?
৩| ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোই তো হলো
০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৬
নতুন বলেছেন: হুম হঠাত করে সামনে এলে অনেকেই বুঝতে পারবেনা যে এটা চ্যাট জিপিটির রচনা।
৪| ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লেখক বলেছেন: চিন্তা করুন। আগামী ৫০ বছরপরে কেমন হবে?
যদিও অনেক খাপছাড়া খাপছাড়া ভাব আছে, তবু বলবো, ব্লগে আমরা এর চাইতে আরো অনেক নিম্ন মানের কবিতা পড়ে থাকি। সেই তুলনায় ব্লগার চ্যাটজিপিটি আপু এখনই ধন্যবাদ পেতে পারেন। এ থেকে আমার ইম্প্রেশন হচ্ছে, আগামীতে ব্রেইন খাটিয়ে কবিতা লেখার দরকার পড়বে না, কবিরা শুধু তাদের মনোভাব বা অনুভূতি ক্লু আকারে দিবেন, অমনি কবিতা বেরিয়ে আসবে গড়গড়িয়ে। কারো যদি কবিতা পড়ার ইচ্ছে হয়, কোনো নির্দিষ্ট কবির কবিতা খোঁজার দরকার নেই, তিনিও শুধু বলবেন, আমি একটা গভীর ছাঁকা খাওয়া প্রেমের কবিতা পড়তে চাই, অমনি কবিতা এসে হাজির হয়ে যাবে
কিন্তু সব কবিতার প্যাটার্ন বা এক্সপ্রেশন এক-সময় একই রকম হয়ে যাবে, যদিও এখনো কবিদের স্বকীয় কবিতায়ও যে তেমন স্বাতন্ত্র্য আছে, তাও না। তারপর চ্যাটজিপিটি আপু যখন সমগ্র অনলাইন ইনপুট তন্নতন্ন করে খেয়েদেয়ে শেষ করে ফেলবেন, তখন হয়ত আর নতুন কোনো কবিতাই পাওয়া যাবে না
কিন্তু সেইদিন আসতে আমাদের অজানা কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততদিন কবিতার অন্য রূপ হয়ত পয়দা হয়ে যাবে, বা অন্য ডিভাইস থেকে হয়ত আরো ভালো কিছু চলে আসবে।
এভাবে গল্প, প্রবন্ধও তৈরি হতে থাকবে। গত কয়েকদিন ধরে কোনো ব্লগার যে-সব পোস্ট পাবলিশ করছেন, ওগুলো ব্লগার চ্যাটজিপিটি আপুরই তৈরি করা বলে মনে হচ্ছে। আরো কেউ কেউ চ্যাটজিপিটি থেকে লিখেছেন, তবে তারা অবশ্য ক্রেডিট চ্যাটজিপিটিকেই দিয়েছেন।
০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
নতুন বলেছেন: লেখায় সাহাজ্য তো নিতেই হয়। তবে পুরা সাহাজ্য নিয়ে ব্লগে নিজের নামে দেওয়া ঠিক না।
আমি এই লেখা দুটি করেছি পরিক্ষামুলক। অবশ্য বানান ঠিক করতে সামনে ব্যবহার করো পুরো দমে।
AI এ সাহাজ্যে লেখায় অনেক তথ্য খুব দ্রুত পাওয়া যাচ্ছে, তাই লেখার মান আরো ভালো হবে।
৫| ০৯ ই জুন, ২০২৪ রাত ৮:০৮
প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার কবিতা
০৯ ই জুন, ২০২৪ রাত ৯:২৬
নতুন বলেছেন: সব চ্যাট জিপিটির কামাল...
৬| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:২০
ঢাবিয়ান বলেছেন: চ্যটজিপিটি শেষকালে আপনাকেও কবি বানায়ে ছাড়লো
০৯ ই জুন, ২০২৪ রাত ৯:২৫
নতুন বলেছেন: চ্যটজিপিটি দিয়া আজ মেলা কিছু করচি।
ট্রেনিং প্লান বানাইলাম, কবিতা লিখলাম, কমেন্টের জবাব দিলাম, বানান ঠিক করাইলাম।
৭| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৯
এম ডি মুসা বলেছেন: আমি আগে পড়িনি।এই কবিতাটি
১০ ই জুন, ২০২৪ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: এটা চ্যাট জিপিটির লেখা।
কবিতা লেখা আমার কাজ না
৮| ১০ ই জুন, ২০২৪ রাত ৮:০৬
মিরোরডডল বলেছেন:
চ্যাটজিপিটি দিয়ে লেখা কবিতা আর একজন কবির লেখা কবিতার মাঝে এটাই পার্থক্য, এই যে এই কবিতাটা পড়লাম, এর মাঝে কোন ইমোশন নেই যা হৃদয়ের সাথে কানেক্ট করতে পারে
১০ ই জুন, ২০২৪ রাত ৮:০৯
নতুন বলেছেন: **কাচের পুতুল**
তোমার চোখে মধুর আভা,
মিষ্টি হাসিতে হারাই আমি সারা।
তুমি যেন কাচের পুতুল,
নাজুক, কোমল, হৃদয় আমার ভরিয়ে তুলে।
তোমার চুলে ঝরে পড়ে সন্ধ্যার আলো,
তোমার মিষ্টি কথায়, মন হয় একেবারে ভালো।
তোমার হাতে ধরা কাচের পুতুল,
সেই পুতুলেই যেন তোমার মনের গোপন সুর।
তুমি যখন হাসো, ঝরে পড়ে রোদের কণা,
তোমার কোমল স্পর্শে পৃথিবী যেন নতুন প্রহর গোনা।
তুমি কাচের পুতুল, মনের মাঝে রংধনু,
তোমার মিষ্টি ছোঁয়ায় সব দুঃখ ভুলে যাই মুহূর্তে, অনুভব করি নতুন।
তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ,
স্বপ্নের মতো মিষ্টি, সুখের ভরণ।
তুমি কাচের পুতুল, তুমি মনের সুর,
তোমাকে ভালোবেসে জীবন আমার হয় সম্পূর্ণ, হয় পুর।
১০ ই জুন, ২০২৪ রাত ৮:১২
নতুন বলেছেন: মাত্র ৩০ সেকেন্ডে লেখা কবিতায় কি আর আবেগ থাকে।
AI এইখানেই ধরা খাবে মানুষের কাছে।
গান শুনে AI এর কখনো চোখ ভিজে উঠবেনা।
৯| ১০ ই জুন, ২০২৪ রাত ৮:২২
মিরোরডডল বলেছেন:
হা হা হা হা
**কাচের পুতুল** কবিতায় কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে ইমোশন দেয়ার কিন্তু সেটাও আরটিফিশ্যাল ইমোশন
অনেক থ্যাংকস নতুন।
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৪৫
নতুন বলেছেন: আমার মনে হয় চ্যাট জিপিটি আমাদের দেশের পোলাপাইন কবিতা লিখতেই বেশি কাজে লাগাবে।
ব্লগে আরো কবিতা আসবে প্রতিদিন...
আমিও নতুন কবি হিসেবে আত্নপ্রকাশ করবো
১০| ১০ ই জুন, ২০২৪ রাত ৮:৪৪
মিরোরডডল বলেছেন:
এটা একটা জার্মান Sci-fi Romantic comedy মুভি।
একজন সায়েন্টিস্ট একটা রোবট পার্টনার নিয়ে আসে।
এই রোবট অনেক এফোর্ট দেয় কিন্তু ঐযে আগের কমেন্টে নতুন বললো না চোখে পানি আসবে না, সেরকম
দেখতে পারে, আমার ভালোই লেগেছে।
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৫১
নতুন বলেছেন: এই সুক্ষ পার্থক্যটা থাকবেই।
যেমনটা মানুষের হাতের রান্নায় থাকে।
মায়ের হাতের রান্নার যে স্বাদ সেটা বিশ্বের সেরা শেফ একই রেসিপি এবং উপদান দিয়ে রান্না করলেও মায়ের রান্নার স্বাদের মতন হবে না।
মানুষের ব্যক্তিগত একটা ছোয়া আছে সেটা খুবই কল্পিকেটেড, সেটার জন্য যে পরিমান তথ্য দরকার হবে সেটা AI কোথায় পাবে?
১১| ১০ ই জুন, ২০২৪ রাত ৯:০২
মিরোরডডল বলেছেন:
মায়ের হাতের রান্নার যে স্বাদ সেটা বিশ্বের সেরা শেফ একই রেসিপি এবং উপদান দিয়ে রান্না করলেও মায়ের রান্নার স্বাদের মতন হবে না।
absolutely agree.
..........
Love & affection
that makes connection
between two hearts
which is truly rare
এটা কিন্তু AI না
৩০ সেকেন্ডে অধমের লেখা
ভালো থাকবে নতুন।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৬
বিষাদ সময় বলেছেন: কবিতার শিরনাম না পড়েই কবিতাটি পড়ছিলাম, কেমন খাপছাড়া লাগছিল। শিরোনাম পড়ে বুঝলাম এআই মহাশয় এখনও ভাল কবি হয়ে উঠতে পারেননি।