নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Error 404! Blogger Not Found!

ফিরে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসা হয় না!

নিওফাইটের রাজ্যে

ভাল লাগে ব্লগিং, প্রোগ্রামিং ও মেকিং :) বর্তমানে কুয়েট ইইই বিভাগের ২য় বর্ষের ছাত্র । আমার সাইট - http://bit.ly/Electroscholars

নিওফাইটের রাজ্যে › বিস্তারিত পোস্টঃ

ইউটিউবে ঢুকতে পারছেন না? :-B এই পোস্টেই ইউটিউব জনিত সকল সমস্যার সমাধান রয়েছে ;) B-) :#) , ডাউনলোডসহ বিস্তারিত :-0

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪

ইউটিউব বন্ধের খবর হয়ত কারো অজানা নয়। অনেকে বলছেন ইউটিউবে তাঁরা ঢুকতে পারছেন আবার আমার মত অনেকেই ঢুকতে পারছেন না। :(( আমি অনেক কে এই ব্যাপারে জিজ্ঞাসা করে জেনেছি তারাও ঢুকতে পারছেন না। আমি তো কোন টিউটোরিয়ালই ডাউনলোড দিতে পারছিলাম না। আগে যদিও https দিয়ে ঢুকা যেত এখন সেটাও বন্ধ করার ফলে ইউটিউব থেকে আমরা অনেকেই পুরোপুরি বিচ্ছিন্ন। তবে যাই হোক, এসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মানে নেই। যারা ইউটিউবে ঢুকে অনন্ত ষ্যাড়ের ভিডু দেখতে পারছেন তাদেরকে অভিনন্দন। আর যারা পারছেন না তাঁরা এই পোস্টটি দেখুন। :#) অনন্ত ষ্যাড়ের ভিডু শুধু অনলাইনে দেখাই না বরং বিভিন্ন কোয়ালিটিতে ডাউনলোড করাও শিখে যাবেন B-) :D B-))



আগেই বলে রাখি আমি এই পদ্ধতিতে 360px এর ভিডিও আটকানো ছাড়াই দেখতে পেরেছি (সবই জ্বলিল ষ্যাড়ের দয়া ;) )



কথা না বাড়িয়ে সরাসরি আমার পোস্ট শুরু করছি।



►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄



প্রথমেই এই লিঙ্ক থেকে Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]

✔এখন ফাইলটি আনজিপ করুন





✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন





✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। :)





✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)



✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।





✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে :D। এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন। আমি আপাতত জ্বলিল ষ্যাড়ের ‘ইশপিড ঢু অর ঢাই’ সার্চ দিলাম :)। বাহ, সার্চ দেওয়ার আগেই ষ্যাড়ের মুভি হাজির। লিঙ্কে ক্লিক করেন।





✔এইবার দেখেন ইউটিউবে ষ্যাড় ব্যায়ম করছেন! :-& :P তাকে ডিস্টার্ব কৈরেন না কইলাম X(





✔ষ্যাড় ব্যাম করতে থাকুন আর আপনারা ইউটিউবে ভিডু দেখতে থাকুন। ;)

ষ্যাড়কে দেখলেই তো আর হবে না। হাড্ডিতেতো ষ্যাড়ের মুভির ধূলা রাখা চাই! তাই না? :)। চলুন দেখি এবার ডাউনলোড করবেন কীভাবে। :D



►►ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করবেন:◄◄

এখানেও আল্ট্রাসার্ফকে লাগবে, তাই সফটওয়্যারটা ক্লোজ না করে নিচের কাজগুলো করুন। :)



যদি ভিডিও IDM দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফায়ারফক্সের জন্য Flashgot নামের একটি অ্যাডন ইন্সটল করতে হবে। 8-|



►►►Flashgot ইন্সটলেশন:◄◄◄



এই লিঙ্কে যান , (গুগল ক্রোম ইউজাররা এই অ্যাডন টি ব্যবহার করে দেখতে পারেন) Add to Firefox বা Download যাই আসুক না কেন তাতে ক্লিক করুন:





❖এবার নতুন উইন্ডো আসলে Install এ ক্লিক করুন:





❖ফায়ারফক্সে অ্যাডন ইন্সটল হয়ে গেলে রিস্টার্ট দিন:





❖ফ্ল্যাশগট ইন্সটলেশন কম্প্লিট!



►►►ভিডিও ডাউনলোড ও জাভা ইন্সটলেশন:◄◄◄



■যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটার লিঙ্ক কপি করুন:





■এবার কিপভিড এ যান, লিঙ্কটি পেস্ট করুন ও Download এ ক্লিক করুন:





✰✰✰গুরুত্বপূর্ণ: আপনার পিসিতে যদি জাভা ইন্সটল করা না থাকে কিংবা ব্রাউজারে জাভা অফ করা থাকে তাহলে নিচের কথা বলবে- ‘Java has not installed or has been disabled’ (যাদের জাভা ইন্সটল ও অ্যাক্টিভেট করা আছে তাঁদেরকে এরকম কিছুই দেখাবে না, তাই জাভাওয়ালাদের ‘গুরুত্বপূর্ণ’ অংশগুলো না পড়লেও হবে)





✰✰✰গুরুত্বপূর্ণ: ঔ লিঙ্কে ক্লিক করে জাভা ডাউনলোড না করে আপনি এখান থেকে জাভার অফলাইন ইন্সটলার ডাউনলোড দিন। ৩২ বিট আর্কিটেকচারের জন্য জাভার ডাউনলোড লিঙ্ক ; ৬৪ বিট আর্কিটেকচারের জন্য জাভার ডাউনলোড লিঙ্ক। [প্রায় ৩০ মেগাবাইট]



■জাভা ডাউনলোড শেষে ওটাকে ওপেন করুন।





■Install এ ক্লিকান:





■ইন্সটল হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন:





■ইন্সটল শেষে Close এ ক্লিক করুন:





■এবার কিপভিডে গিয়ে আবার লিঙ্ক পেস্ট করুন ও ডাউনলোড এ ক্লিক করুন:





■এখন উইন্ডোজের Security Warning আসতে পারে :P , টিক দিয়ে Ok বাটনে ক্লিকান:





■এবার প্রথমে Loading Java Applet কথাটা আসবে ও পরে কিছুক্ষণের মধ্যে বেশ কিছু কোয়ালিটির জন্য আলাদা ডাউনলোড লিঙ্ক পাবেন :)



■এবার যে কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করুন: (যেহেতু জ্বলিল ভচের মুভি তাই হাই কোয়ালিটিতে ডাউনলোড না দেওয়া ক্ষমার অযোগ্য অপরাধ :( )





■এবার ফায়ারফক্সের নতুন উইন্ডো আসবে, Flashgot এ টিক দিন, ড্রপডাউন মেনু থেকে Internet Download Manager সিলেক্ট করুন তারপর OK বাটনে ক্লিক করুন:





■১০-১৫ সেকেন্ড অপেক্ষা করুন, আপনার আইডিএম হাজির হবে এইভাবে ডাউনলোড উইন্ডো নিয়ে B-)





■আমার ইন্টারনেট স্পিড 64kBps তাই আমি সে স্পিড ই পাচ্ছি, ভচের মুভি হওয়াতে 5kBps বেশি পাচ্ছি :D



■এবার আপনাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আশা করি ঘুরঘুর করছে। :P যদি তাই হয় তাহলে নিচের ফ্রিক্যুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস অংশটুকু দেখুন। কিছু প্রশ্নের উত্তর পেলেও পেতে পারেন :)



(আপডেট)আইপি হাইডিং ছাড়াই যেভাবে ভিডিও দেখবেন ও ডাউনলোড করবেন:



■ প্রথমে এই লিঙ্কে যান, http://www.youtube.com লিখুন তারপর Browse বাটনে ক্লিক করুন:





■ দেখবেন ইউটিউব ওপেন হয়েছে, এবার যে ভিডিও দরকার সেটা সার্চ দিন:





■ এখন সার্চ রেজাল্টের যে ভিডিওটি দেখবেন বা ডাউনলোড করবেন সেটার লিঙ্ক রাইট ক্লিক করে কপি করুন:





■ লিঙ্কটি যেকোন অ্যাড্রেস বার বা টেক্স এডিটরে পেস্ট করুন:





■ যেখানে rctea.info আছে সেটা কেটে youtube.com লিখুন:





■ এইরকম হবে তাহলে, সম্পূর্ণ লিঙ্কটি কপি করুন:





■ এখন rctea সাইট টি যেখানে ওপেন করেছিলেন সেখানের অ্যাড্রেস বারের নিচে URL এর পাশে একটা নীল রঙয়ের বক্স আছে, সেখানে লিঙ্কটি পেস্ট করে Enter চাপুন :)





■ এবার ভিডিওটি ওপেন হবে





■ ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারবেন IDM দিয়ে প্রক্সি না বদলিয়েই :)







এটাই ছিল আপডেট :D



►►►ফ্রিক্যুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস:◄◄◄

→প্রশ্ন: সফটওয়্যারটা কি ক্লিন? নাকি জ্বলন্ত ভাইরাসে গিজগিজ করছে? :-<

●উত্তর: হ্যাঁ সফটওয়্যারটা একদম ক্লিন। না হলে জ্বলিল ভচের মুভি নামাতে গেলেই ওয়ার্নিং দিত ‘ভাইরাস ফাউন্ড’ বলে। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কষ্ট করে এখান থেকে ভাইরাস টোটালের রিপোর্ট টা দেখুন। কিছু আন্টি সন্দেহ করলেও বলে দিয়েছে এটা ওদের সার্ভার স্ক্যানিং করে কিন্তু ভাইরাস নয়। :D



→প্রশ্ন: এটা তো আইপি হাইডিং সফটওয়্যার! কত্ত ট্রাই করলাম!! এসব সফট তো নেটের স্পিড এর বারোটা বাজায়, এইসব পুরান জিনিস নিয়া আসেন কেন?

●উত্তর: আমার ব্লগের শিরোনামেই দেওয়া আছে এটা আমার হাবিজাবি লেখার সমাহার। তাই একটু হাবিজাবি জিনিস হজম করতে হবে সেটাই স্বাভাবিক। :P এটাও আইপি হাইডিং সফটওয়্যার! তবে অন্যগুলার মত না যে নেটের স্পিডের ২৫টা বাজাবে। এটি ফ্রি হলেও নেটের স্পিড খুবই ভাল পাওয়া যায়। না হলে ভচের মুভি একবারও না আটকেই দেখতে পেলাম কীভাবে? :-P



→প্রশ্ন: এভাবে আইপি হাইড করলে তো সহজেই বোঝা যায়!

●উত্তর: মোটেও না, এই সফটওয়্যারটা অন্যান্যগুলোর মত নয়। এটা অনেক বেশি সিকিউরড। দেখুন whatismyip সাইট টি বুঝতে পারছে না এখানে প্রক্সি ব্যবহার করা হয়েছে।





প্রশ্ন: আমার নেটের স্পিড কত হলে না আটকিয়েই ৩৬০ পিক্সেলের ভিডিও অনায়াসে দেখতে পারব?

●উত্তর: ন্যূনতম 64kBps হতে হবে। এর নিচে গেলে আটকানোর সম্ভাবনা খুবই বেশি।



→প্রশ্ন: আমি গুগল ক্রোমে কাজটা করতে চাই! কীভাবে করব?

●উত্তর: গুগল ক্রোমের জন্য অ্যাডনের লিঙ্ক দিয়েছি। কাজ না করলে আমি দায়ী থাকব না। :P



→প্রশ্ন: ভিডিও ডাউনলোডের সময়ও কী আল্ট্রা সার্ফ চালু রাখতে হবে?

●উত্তর: অবশ্যই! চালু না রাখলে ডাউনলোড নাও হতে পারে। সবই কি আর জ্বলিল ভচের মুভি নামাবেন যে আইপি হাইডিং বা নেট ছাড়াই মুভি ডাউনলোড করবেন? :P



→প্রশ্ন: আল্ট্রা সার্ফ ওপেন করলেই খালি IE ওপেন হয়! X( এর প্রতিকার কী?

●উত্তর: Ultra Surf>Option এ গিয়ে Open IE Automatically এর টিক উঠিয়ে ওকে দিন। পরের বার আল্ট্রা সার্ফ ওপেন করলে আর এটা দেখাবে না :D



প্রশ্ন: ভিডিও চালু করলে তো IDM সরাসরি আসে ডাউনলোড করার জন্য! এত ফাউল নিয়মে গেলেন কেন?

●উত্তর: হুম, তা আসে। তবে সমস্যা হল আইডিএম জিজ্ঞাসা করে না (অন্তত আমার ক্ষেত্রে জিজ্ঞাসা করে নি) যে আপনি কোন কোয়ালিটির ভিডিও নামাতে চান? যদি আপনি সবই flv এর মিডিয়াম কোয়ালিটি নামাতে চান তাহলে আপনাকে ‘মোস্ট ওয়েলকাম’ জানাই। যদি কোয়ালিটি নিয়ে খুঁতখুঁতে হন তাহলে এই পদ্ধতিই ভাল। এতে আপনার পছন্দমত কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। :)



→প্রশ্ন: ভিডিও এইভাবে ডাউনলোড করে রিজিউম সাপোর্ট পাব?

●উত্তর: সবভাবেই রিজিউম সাপোর্ট পাবেন তবে রিজিউম সাপোর্ট পাওয়ার আগে আল্ট্রা সার্ফ চালু করে নেবেন।



→প্রশ্ন: আমি জাভা ডাউনলোড করেছি কিন্তু তারপরও লিঙ্ক আসছে না। :(

●উত্তর: ফায়ারফক্স হলে Add-ons>Plugins এ যান Java Runtime এর পাশে Enable এ ক্লিক করে ব্রাউজার রিস্টার্ট দিন। এবার ট্রাই করে দেখুন।



→প্রশ্ন: এইভাবে ডাউনলোড করলে স্পিড অনেক কম আসছে :(

●উত্তর: ইউটিউবে ভিসিট দিতে পারছেন আর ডাউনলোড করতে পারছেন তাইই তো বেশি! আরও স্পিড চাইলে একটা AMD কোর আই সেবেন কিনে নেন। মডেম ক্যাবল ছাড়াই 70MBPS :P



→প্রশ্ন: সব ভুয়া, কিচ্ছু বিশ্বাস করি না! :-P

●উত্তর: হ সবই ভুয়া। শটগুলা আমারে জ্বলিল ষ্যাড়ে দিছে। আপনারে তো কই নাই বিশ্বাস করাই লাগবো। :D



→প্রশ্ন: আমার এখানে ইউটিউব ওপেন হচ্ছে। :-P এত ঝামেলা করার মানে কী?

●উত্তর: আমরা যারা ইউটিউব ওপেন করতে পারছি না তাদের জন্য এই পোস্ট! আপনার ওখানে ইউটিউব ওপেন হলে জ্বলিল ভচের মুভি দেখেন গিয়া। ডিস্টার্ব দিয়েন নাতো X(



→প্রশ্ন: KeepVid ছাড়া অন্য কোন সাইট নাই?

●উত্তর: আছে, SaveVid নামে। তবে সেটাতেও জাভা লাগে :-P



প্রশ্ন: লেখা লাল করলেন কীভাবে?

●উত্তর: কমুনা, জ্বলিল ভচে শিখাইসে আর সবাইরে কইতে মানা করছে :D



→প্রশ্ন: আপাতত কোন প্রশ্ন মনে আসছে না।

●উত্তর: যখন মনে প্রশ্ন আসবে তখন জিজ্ঞাসা কইরেন! :P



আর কপি পেস্টের ব্যাপার যেন লিঙ্ক পর্যন্তই থাকে :-0 ;)



►►►ট্রাবলশ্যুটিং:◄◄◄



কাজ শেষে অবশ্যই সফটওয়্যারটিকে Exit চেপে স্বাভাবিকভাবে বন্ধ করবেন নাহলে এটা আপনার ইন্টারনেট কানেকশন ব্লক করে দিতে পারে। যদি সফটওয়্যারটি ঝামেলা করে তাহলে Ctrl+Shift+ESC চেপে টাস্ক ম্যানেজার ওপেন করবেন>Processes এ যাবেন ও u1203 তে ক্লিক করে End task এ ক্লিক করবেন। এবার ব্রাউজার থেকে যেকোন সাইট ওপেন করে দেখুন, তাহলে দেখবেন সমস্যাটি আর নেই। :D







►►►অপ্রাসঙ্গিক বক্তব্য:◄◄◄

আজকে ইউটিউব কালকে গুগল এর পরে নিশ্চয়ই সব কিছুই বন্ধ করে দেবে। :( এরপর পার্সোনাল ব্লগ চালাতে গেলে লাখটাকা ছাড়া নিশ্চয়ই একটা কথাও বলা যাবে না। যারা এইসব নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের প্রোফাইল পিকচার ও ফেসবুক কভার বদলাচ্ছেন তারা আমার বানানো প্রোপিক আর কভার ব্যবহার করতে পারেন। :)











প্রোপিক ও কভারের ডাউনলোড লিঙ্ক [350KB]



প্রোপিকটি ফেসবুক, সামু ও গ্র্যাভাটারে অনায়াসে মিলে যায়। সমস্যা হওয়ার কথা না। আর কভারটা ফেসবুকের কভারের রেজোলিউশন (851*315) অনুযায়ী বানানো হয়েছে। তাই কভারটা কোন বাড়তি ঝামেলা ছাড়াই আপনাদের প্রোফাইলে মিলে যাবে। :)



সেফ হওয়ার পর এই প্রথম পোস্ট দিলাম। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। কারও কোন অসুবিধা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদান্তে-

মন্তব্য ২১০ টি রেটিং +৫৮/-০

মন্তব্য (২১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
এত কাজের পোস্ট অথচ কোন কমেন্টই নাই !!!!!!

আজিব !!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: হুম, ভচের মুভি তো সবার নামানো শেষ! এখন কমেন্ট দিবে কেন? ;) :P

প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আল্ট্রাসার্ফ লোড নিচ্ছে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: ভাই, আমি সব পোস্ট নিজে টেস্ট করে তারপর শেয়ার দেই। এই মাত্র আপনার কমেন্ট পড়ে ডাউনলোড দিয়ে টেস্ট করলাম। ঠিকই আছে। আপনি এক কাজ করতে পারেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেখুন। :)

ধন্যবাদ

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই আমার এইখানে এমনেই দেখন যায় তাইলে আমি কেমনে ইউটিউব আটকাইতে পার হেইডা কন পরে আফনের ফর্মুলা ইউজাইয়া ভিডু দেখুম :>

পুস্টে জলিল ষাড়ের নাম নেওয়ায় কইষা +++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: জ্বলিল ষ্যাড়ের নাম না নিয়া যামু কই বলেন? ;)

সবই ষ্যাড়ের দয়া :D B-)

কইষ্যা প্লাসের জন্য কইষ্যা থ্যাঙ্কস :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮

জুনিয়র রিফু বলেছেন: টেকি পোস্ট দেইখা ঢেকটিউনসের কথা মনে পড়ে গেল, ঐখানে চান্স নিয়ে দেখতে পারেন :P

ইউটিউবের সাথে আমার মনে হয় এক্সট্রা খাতির আছে, মাঝখানে দুই ঘন্টা বাদে সবসময়ই ঢুকতে পেরেছিলাম। তবে বাফারিং জালাতন করে, এইটা থেকে মুক্তি পেলে ভালই হবে, থেন্কু. :-B

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: ঔখানে আমি মাঝেমধ্যে 'বিনুদুন' নিক দিয়ে কমেন্ট দেই! এত্ত বিনুদুন আমি জীবনেও পাই নাই :D B-)

আপনে তো ভচ মানুষ। আপনার লগে খাতির থাকবো না তো কি জ্বলীলের লগে খাতির থাকব?? ;) :P

বাফারিং একটুও জ্বালায় নাই ভাই! ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ৩৬০ পিক্সেলে :#)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪০

মনুমনু বলেছেন: Amar ze IE te open holo ---darun to

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: হবেই তো, সাফারি ব্রাউজারেও ওপেন হবে। ;) তবে ডাউনলোডের জন্য ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করাই ভাল। :)

ধন্যবাদ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬

কেএসরথি বলেছেন: ট্রাই করে দেখি!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫১

নিওফাইটের রাজ্যে বলেছেন: ট্রাই করার পর ফিডব্যাক দিলে খুশি হতাম ;) :)

ধন্যবাদ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬

মিনহাজুল হক শাওন বলেছেন: মিয়া পুরাই উড়ে গেলাম পোস্ট দেখে। মাথাই খারাপ।

প্লাস দিলাম এবং প্রিয়তে নিলাম।

কিপিটাপ!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

নিওফাইটের রাজ্যে বলেছেন: থ্যাঙ্কস ভাই :) :) :) :D B-)

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০

জুনিয়র রিফু বলেছেন: ভচের মুভি ৮০১০পি এইচডি তে দেখতাম ছাই... B-))

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: এহে! :-0 B:-/ জ্বলিল ভচের মুভির ইয়েলো রিপই তো কমপক্ষে 1080*420=453600 পিক্সেল!! আপনি এত কম রেজুর মুভি পাইবেন কই?? :(

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

গেমার বয় বলেছেন: + সহ প্রিয়তে নিলাম !!! :( :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: তাতো বুঝলাম! মন খারাপ কেন? :(

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩

দূর্যোধন বলেছেন: এক্সিলেন্ট!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৬

নিওফাইটের রাজ্যে বলেছেন:

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪

গেমার বয় বলেছেন: আপাতত সারিকা লিন্ক ইউজ করতেসি, সো ট্রাই করার কোন উপায় নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: সারিকা লিঙ্ক আবার কী!! :-* পরে ট্রাই করে জানাইয়েন :) !:#P

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭

গেমার বয় বলেছেন: আপনার পোস্টটি সেপ্টেম্বর ২০১২ আলাদিন পোস্ট সংকলনের অন্তর্ভূক্ত করা হইল !!! :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১

নিওফাইটের রাজ্যে বলেছেন: আপনার এই আলাদিন আলাদিনের জন্য আমার পক্ষ থেকে অনেক আলাদিন রইল। :) :D

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



কেমন পরিশ্রম করত হল এই পোষ্ট দিতে?? ;) আপাতত প্রক্সি দিয়ে চালাচ্ছি। তারপরও আপনার এই পদ্ধতি অবশ্যই ট্রাই করব। :)




ব্লগার চিনতে মনে হয় তেমন ভুল করিনি। পোষ্ট প্রিয়তে নিয়ে রাখলাম। ভালো থাকবেন আশা করছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০২

নিওফাইটের রাজ্যে বলেছেন: হুম, পরিশ্রম দিলাম বেশ। তাও অবশ্য লোডশেডিংয়ের সময়টুকু ;) :P


ট্রাই করার পর একটা ফিডব্যাক চাই কিন্তু! :)

ভাল থাকবেন এবং ধন্যবাদ। :D

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪

গেমার বয় বলেছেন: দেখো অবস্থা, সারিকালিংক কি তা জানে না !!! :D :D :D

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: জানিনা তো! ;) :D :D

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

নিওফাইটের রাজ্যে বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫

জেবাল বলেছেন: মজা প্লাম। আমি হাইড মাই এস দিয়া কাম চালাই :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০২

নিওফাইটের রাজ্যে বলেছেন: হাইড মাই অ্যাস দিয়া শুধু হাইডই হয়। কিন্তু ভীষণ স্লো :P ;)

এইটা ব্যবহার করে দেখেন! :)

ধন্যবাদ।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩

বিভ্রান্ত??? বলেছেন: কি যে উপকার করলেন ভাই। এক কথায় প্রিয় তে নিলাম। সত্যিই খুব কাজের পোস্ট। আমার অবশ্য ভচের রেডিও ভাষণ টা নামানোর ইচ্ছা আছে। :D

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ! ভচের রেডিও ভাষণের ৫ মিনিটের mp3 লাগলে এইটা ডাউনলোড করতে পারেন। গানার অংশটুকু আছে ;)

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৮

বাহলুল বলেছেন: ভাই আপনার এটা দিয়েও ডুকতে পারছি না

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: কন কি ভাই! যে ট্রাই করছে তারই হইছে :(

এইমাত্র ঢুকলাম।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯

কালো হিমু বলেছেন: পিলাচাইয়া গেলাম +++

B-) B-) B-) B-) B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধইন্ন্যা!! :D :D :) B-)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৩

যশোরের পোলা বলেছেন: পিলাস ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: থ্যাঙ্কস ;)

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



কাম হয়নাই!!! ;) কইসা মাইনাছ + + + + + + + + + + + + + + + +







বুইঝা লন!!! ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: এইভাবে ভিসিটরদের কনফুজ করার জন্য আপনারে কইষ্যা মাইনাছে মাইনাছ ;) X( :P

তয় শটের মত আইডিএমের অপশনডা সবসময় পাই না। :(

ফিডব্যাক দেওয়ায় ধইন্ন্যাবাদ :D

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০

দেশের পোলাপাইন বলেছেন: ভাই পারছি .......... :D :D :D :D
অসংখ্য ধন্যবাদ....

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: যাক দেশের পোলাপাইন যখন পারছে আর কারও সমস্যা হওয়ার কথা না! :P ;)

মোস্ট ওয়েলকাম B-)

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আমি আইপি হাইডাইয়া ঢুকতেছি। এখন কুনো প্রবলেম হচ্ছে না। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৬

নিওফাইটের রাজ্যে বলেছেন: কুন সফটওয়্যার দিয়া? :) পোস্টটা আপডেটাইতাম :D

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯

বাজপাখি বলেছেন: হয়েছে। অসাম, আপনি এই জিনিস পাইলেন কই।
আপনাকে অনেক ধন্যবাদ এবং +++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: ভাইরে! জ্বলিল ভচের এত রেফারেন্স দিলাম তাও আপনি কন কই থেকে পাইলাম!! :-& :| :-/ :-*

প্লাসের জন্য ধইন্ন্যা। প্লাচগুলো ভচের কাছে পাঠানো হচ্ছে ;)

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

বাহলুল বলেছেন:

আমার কম্পুতে কুন সমস্যা আছে মনে হয়, এত চেস্টা করলাম

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১

নিওফাইটের রাজ্যে বলেছেন: কম্পুতে সমস্যা না। :|

পোস্টটা আপডেট দিলাম। ট্রাবলশ্যুটিং অংশটা একটু কষ্ট করে দেখুন। পোস্টের শেষে দিয়েছি। :)

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২

সংগ্রামী অলস বলেছেন: ++++++

চব টিক আচে। কিন্টু চ্পিডের অবস্হা শুবিদার না মামু!!!! কাগঝে-খলমে মিলি না।

hide my ass ই টিক আচে। তয় আবার ডাউনলোডন যায় না....

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: কি বলেন মামু! :|

আইডিএম এর স্পিড তো দিলাম। তাও সন্দেহ হয়? ;)

ফায়ারওয়ালে দেখেন তো অন্য কোন প্রোগ্রাম নেট ইউজ কর্তাছে কিনা? আমার পিসিতে কিছু অ্যাপ্লিকেশন প্রায়ই নেট ইউজ করে। সেকারণে স্পিড কম পাইতাম। সেগুলারে পরে ফায়ারওয়াল দিয়া ব্লক করার পর এখন স্পিড ভালই পাই। :D

এই দেখেন, 'ইউ পম গানা'- ডাউনলোড দিলাম

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৭

আধখানা চাঁদ বলেছেন: প্রিয়তে নিলাম। +++++ ও দিলাম। আরো কিছু লাগবে ?! /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: এত কিছু চাই-ই তো নাই! :D B-)

ধন্যবাদ :)

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০

আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: প্রিয় তালিকায় যুক্ত করার বাটনটা কেনো জানি খুইজা পাইতাছি না :-* :#) :-* :#) :P :P :P

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১২

নিওফাইটের রাজ্যে বলেছেন: জ্বলিল ষ্যাড় নিয়া গেসে তাইলে!! :( :(( :(( :(( X((

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৩

বাংলার চাঁদ বলেছেন: ভালা কইরা শুন জানা, দাড়িপাল্লা ব্লাগার সহ সব নাস্তিকদেরকে সামু ব্লগ থেকে ব্যান না করা হলে তোমাকে জুতার মালা দেয়া হবে

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫২

নিওফাইটের রাজ্যে বলেছেন: :| :|

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৬

উণ্মাদ তন্ময় বলেছেন: কামের পুস্ট :)

প্লাসে প্লাসে প্লাসান্বিত+++++++++++++++++++++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫০

নিওফাইটের রাজ্যে বলেছেন: কামের পুস্ট মানে! :-0 জ্বলিল ভচের নাম লইলেই শত আকাইম্মা পুস্ট কামের হইয়া যায়। B-) B-)) ;)

পিলাচের জন্য থ্যাঙ্কু। :D

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

হেডস্যার বলেছেন:
নাহ ! পাইল্লাম না :((
ভিডুই চালাইতে পাইল্লাম না।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০০

নিওফাইটের রাজ্যে বলেছেন: দেশের পোলাপাইন পারল আর হেডস্যার পারল না! :( এইডা কিসু হৈল?

আপনি এই লিঙ্কে গিয়া ইউটিউব এর লিঙ্ক দিয়া ব্রাউজ করেন। ভিডু দেখতে পারবেন ১০০% গ্যারান্টি! :)

আমি এইমাত্র টেস্টাইলাম। পোস্টটা আপডেটামুনে। :D

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৪

নাসিম বিন জসিম বলেছেন: আমি আর কি কমু পুরা চুখাম । :D :D :D :D :D
এই পিলাস লন ।

+++++++++++++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ জসিম ভাই! :) :) :)

পোস্টখানা আপডেটাইলাম :D B-)

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

উদ্ভাসিত বলেছেন: ধইন্নাপাতার শুভেচ্ছা ভা :-B

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: মোস্ট ওয়েলকাম :-B ;) :)

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৯

কামরুল হাসান শািহ বলেছেন: ++++

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ। B-) :D

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫

প্রৌঢ় বলেছেন: ++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :) :D B-)

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৭

দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: অসাম সালা..... প্রথমে অবিশ্বাস হইছিল। পরে রিস্ক নিয়া দেখি মামা তো কাম বানায়া দিসে। এহন আমি তুমিটিউবে ডুইবা আছি। তা ধইন্যবাদ। এখুন যাই, ব্যস্ত, টিউবের কাজ শেষ করি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: অবিশ্বাসের কথাটা কিন্তু 'Frequently Asked Questions' অংশে দিছিলাম :P :P

'→প্রশ্ন: সব ভুয়া, কিচ্ছু বিশ্বাস করি না! :-P
●উত্তর: হ সবই ভুয়া। শটগুলা আমারে জ্বলিল ষ্যাড়ে দিছে। আপনারে তো কই নাই বিশ্বাস করাই লাগবো। :D '

যান যান, ভচের ভিডু নামান! B-) ;)

৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৮

দ্যা অক্সি সেভেন বলেছেন: ধইন্যা rctea এর লাইগা :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধইন্ন্যাটা 'স্বপ্নচারী মোকাররম' ভাইর প্রাপ্য, উনার একটা কমেন্টে সাইটের খোঁজ পাইছিলাম। ;) :)

মোস্ট ওয়েলকাম B-)

৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০২

হাসান যোবায়ের বলেছেন: পুরাই উড়াধুরা পোস্ট। :D :D :)
আমার কামে লাগবো। এতদিন tor Browser দিয়া অনেক কষ্টে দেখছি। :(

তয় এত বড় পোস্ট দেখে আম পাবলিক দৌড় দিব।
++++++ এবং প্রিয়তে। :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: যার কামে লাগব তার কষ্ট হইলেও পড়ব :-P

প্লাস আর প্রিয়তে নেওয়ার জন্য ধইন্ন্যা B-)

৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬

সাগর ঢাকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ B-) B-)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: অসংখ্য 'মোস্ট ওয়েলকাম' B-)

৪০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

তামিম ইবনে আমান বলেছেন:


ইউটিউব কম চালাই। তবে আজ একটা কাজ ছিল। ঢুকতে পারলাম না :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: কেন ভাই, সফটওয়্যার ছাড়াও আপডেট অংশ দিছি তো। ঔটা ট্রাই করেন। :|

৪১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮

অচেনা_পথিক বলেছেন: Ultra Surf নামানোর সাথে সাথে আমার Trend Micro এন্টি ভাইরাসে খেয়ে ফেলেছে । যারা যারা ব্যবহার করছেন তারা একটু বুঝে সুঝে ব্যবহার কইরেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

নিওফাইটের রাজ্যে বলেছেন: ভাইরাস টোটালের রিভিউ তো দিলাম ভাই। পোস্টটার 'ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস' অংশ দেখুন। কেন অ্যান্টি ভাইরাস খেয়ে ফেলেছে তা জানতে পারবেন :-<

৪২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭

আমি তুমি আমরা বলেছেন: খুব কাজের পোস্ট।++

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ :) :D

৪৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অত্যধিক কামের পুস্ট। আবার জ্বলন্ত দা বার্নিং অনন্ত দা ইনফিনিটি এর নাম পুস্টে লইসেন। পুস্ট তো এমনেই মহিমান্বিত হইয়া গ্যাসে।

তয়, ম্যালা খাটনি মনে কইরা আপাতত ইউটিউব এ নাহয় নাই গেলাম। দেখি, আরো কিছু দিন। অবস্থা বেগতিক হইলে লাগবে কাজে। বুকমার্ক কইরা রাখলাম। মাইনষের কমেন্ট পইড়া বুঝলাম, ইহা ফলপ্রসূ। সুতরাং, অগ্রীম পেলাস।

খোঁজ দা সার্চ করে আমাদের জীবনে ইউটিউবের দা স্পিড আনার জন্য আপনার হৃদয় ভাঙ্গা ঢেউ, আপনার পোস্টে মোস্ট ওয়েলকাম জানানোই সহব্লগারদের প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে। :P :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: আপনার কমেন্টে ভীষণ মাইন্ড করছি। :(

আপনি দেখি জ্বলিল ষ্যাড়ের আমার চেয়েও বড় ফ্যান!! X( X(


ইহা অবশ্যই ফলপ্রসূ। B-) শেষে ঝামেলাহীন ইউটিউব সার্ফিংয়ের পদ্ধতি আপডেটাইসি। সেটাও ট্রাই করতে পারেন। :-B

জ্বলিলীয় একটি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। !:#P :`>

৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

সেভেরাস স্নেইপ বলেছেন: ব্যাপুক কামের পোস্ট! শো-কেসে রাখলাম! B-) B-)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: প্লাসটা পেয়ে ভাল লাগল। :D B-)

৪৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সরাসরি প্রিয়তে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

নিওফাইটের রাজ্যে বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

৪৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১

হাসান রেজভী বলেছেন: ভাই আপডেট করা প্রসেসে সুরু হওয়ার পরপরই an problem occured বলে। কি করব??

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: কিসের আপডেট প্রসেস ভাই? বুঝলাম না। :(

একটু পরিষ্কার করে বলুন তো। :|

৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০২

প্রণব রায়। বলেছেন: ১০০ পিলাচ
এইবার ফিলাছের বাপরেও দিলাম .

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১

নিওফাইটের রাজ্যে বলেছেন: এত্ত পিলাচ!! আবার পিলাচের বাপও!!! :D :D :D

৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

হাসান রেজভী বলেছেন: মানে দ্বিতীয় পদ্ধতির কথা বলছিলাম

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০০

নিওফাইটের রাজ্যে বলেছেন: কাজ করছে ভাই। এইমাত্র চেক করলাম। আপনি অন্য ব্রাউজারে একটু চেক করে দেখুন তো। :|

৪৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
................... কিন্তু আমার তো আই.ডি.এম নাই। অন্য সফটওয়্যার দিয়ে ভিডিও নামাই।

আই.ডি.এম ছাড়া হবে না?

পোষ্টের জন্য ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: অবশ্যই হবে, ব্রাউজারের সাথে দেওয়া ডাউনলোডার দিয়েও হবে। :)

মোস্ট ওয়েলকাম B-)

৫০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৭

নোবিতা রিফু বলেছেন: আরে! চরম পোস্ট তো! এতদিন চোখে পড়েনি কেন? :-*
পিলাচ দিয়া গেলাম :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন:

পিলাচের জন্য ধইন্ন্যা :) :D

৫১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১২

রবি কিরণ বলেছেন: অনেক ধন্যবাদ।এখনই ট্রাই করতেছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২

নিওফাইটের রাজ্যে বলেছেন: ওক্কে! B-) :D

৫২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮

ইমরান ভাই বলেছেন: ++++++++++++ কাম হইসে ভাই।। অশেষ ধন্যবাদ....

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: কাজ না হইয়া যাইবো কই? B-) :P

প্লাসগুলার জন্য ধইন্ন্যা ইমরান ভাই। :) :)

৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০০

মাসুদ০১৯১ বলেছেন: ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: মোস্ট ওয়েলকাম B-) :)

৫৪| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

মিনহাজুল হক শাওন বলেছেন: তুমি মিয়া সেইরকম পাকনা।

→প্রশ্ন: লেখা লাল করলেন কীভাবে?
●উত্তর: কমুনা, জ্বলিল ভচে শিখাইসে আর সবাইরে কইতে মানা করছে :D


হাসতে হাসতে লুখুগে!!!

০৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: জ্বলিল ভচেই সবার আগে পোগামিং ল্যাঙ্গুয়েজ বানাইসে। উনি না শিখাইলে কেমনে শিখমু? ;)

বিকজ,

৫৫| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০০

মিনহাজুল হক শাওন বলেছেন: [color=red]হইলনা[/color]

০৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: প্যাক্টিস মেকস এ ম্যান পাফেক্ট পম গানা :D

৫৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

মিঠুন বলেছেন: ধন্যবাদ ।

০৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: স্বাগতম!

৫৭| ০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Excellent!!

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: B-)) B-)) B-))

ধন্যবাদ। :)

৫৮| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫০

অ্যানোনিমাস বলেছেন: ৪৫ নং প্লাস এবং প্রিয়তে

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ ভাই :) :)

৫৯| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৯

অনন্ত আরেফিন বলেছেন: →প্রশ্ন: লেখা লাল করলেন কীভাবে? :!> :!> :!> :| :P

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: ●উত্তর: কমুনা, জ্বলিল ভচে শিখাইসে আর সবাইরে কইতে মানা করছে :D

৬০| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৩:১৬

চিমা মস্তকে হুল হুল বলেছেন:

কিপভিড থেকে ডাউনলোড হয়না

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: জাভা নেই বোধহয়। আপনি জাভা ডাউনলোড করে ইন্সটল করে ট্রাই করে দেখুন। :)

৬১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৩:১৭

চিমা মস্তকে হুল হুল বলেছেন: কিপভিড থেকে ডাউনলোড হয়না

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: আগের মন্তব্যের উত্তর দ্রষ্টব্য :D

৬২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৩:১৮

চিমা মস্তকে হুল হুল বলেছেন: সবই জ্বলিল ষ্যাড়ের দয়া

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: তা আর বলতে? ;)

৬৩| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫০

রবিন মিলফোর্ড বলেছেন: টেরাই মেরে দেখতেছি । :) :)

১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪১

নিওফাইটের রাজ্যে বলেছেন: অখে :) B-)

৬৪| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৬

বায়স বলেছেন: আমার প্রেজেন্টেশনের জন্য একটা ডকুমেন্টারী ভীষণ দরকার ছিল । ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছি না ভাই :-B :-B :-B :-B :-B
(translator টা কাজ করছে না :| :| :| )

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদের ভাষা 'খোঁজ দ্যা সার্চ' করার দরকার নাই। কাজ হয়েছে কিনা দেখুন :)

৬৫| ১৯ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪২

সাহিত্য প্রেমিক বলেছেন: ডাডা, টোমারে কি বলে জে ঠেনকু ডিবো বুজটে পারচিনা.......

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪১

নিওফাইটের রাজ্যে বলেছেন: ঠেনকু তো ডিলেনই :D :D

আপনাকেও ঠেনকু মন্তব্য প্রদানের জন্য :D

৬৬| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩০

আমি তুমি আমরা বলেছেন: মাসখানেকতো হয়ে গেল।এবার নতুন পোস্ট দেন।

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪১

নিওফাইটের রাজ্যে বলেছেন: নতুন সিরিজ পোস্ট দেওয়ার ইচ্ছা আছে। সময় পাচ্ছি না :(

৬৭| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৪

রোমান সৈনিক বলেছেন: ;) ;) !:#P !:#P

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: ঈদ মোবারক! প্রবাস জীবন কাটছে কেমন? :)

আপনাদের ঔখানে তো ইউটিউব বন্ধ রাখে নাই :P ;)

ভাল থাকবেন। !:#P

৬৮| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:১০

রোমান সৈনিক বলেছেন: এর লাইগাই তো হাসলাম ব্রো।জীবন চলছে তার গতিতে।ঈদ মোবারক !:#P !:#P !:#P

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৬

নিওফাইটের রাজ্যে বলেছেন: ঠিক কথা :)

নিয়মিত পোস্ট চাই :D

৬৯| ২৯ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩

গ্রীনলাভার বলেছেন:

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৩

নিওফাইটের রাজ্যে বলেছেন:

৭০| ২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২০

টাকশাল বলেছেন: পরিশ্রম করসেন পোস্ট নিয়া... ভালো লাগলো

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ :)

৭১| ২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

তাল্‌হা বলেছেন: ভাইডি!!! মুই আইডিএম ছাড়া বিডু নামাইতাম ছাই।

এহন কিতা করতাম???

সটকাট ফরমুলা দেন।

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: আইডিএম না থাকলে keepvid এ গিয়ে লিঙ্ক পেস্ট করে নরমালি ডাউনলোড দিন। তাহলেই হবে। ধন্যবাদ :)

৭২| ২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত ঝামেলা করার দরকার নাই। হা হা হা। ;) ;) ;)

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: হুম, ইউটিউব এখন প্রায় উন্মুক্ত :(
পোস্টের কার্যকারিতাও শেষ :(( :|

৭৩| ২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

জেমস বন্ড বলেছেন: হটাত করি জলিল সেরের উফর এমুন চড়াইয়া গেলে কেনু তুমি :P :P :P , জাননা না জলিল সেরের ওয়াফ অনেক সুইট :#> :#>

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: পোস্টের তারিখ দেখছেন? তখন তো জ্বলিল জ্বরে সারাদেশ কাঁপতাছিল। বিদেশে থাকেন বইলা বুঝেন না। 8-| :D ;)

ষ্যাড়ের নাম নিছি বইলা আমার পোস্ট ধন্য। :#> :)

৭৪| ২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ইউটিউব সবসময়ই উন্মুক্ত ছিল ;) ;) ;)

আমার আনান্তাকে নিয়ে কেউ কিছু বললে কিন্তু খবর আছে X( X(

২৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

নিওফাইটের রাজ্যে বলেছেন: আজব তো! আমি ভচের নামে বাজে কিছু কইছি? :( :||

ম্যান আই হ্যাভ টু রেস্পেক্ট ইন জ্বলন্ত। আই হ্যাভ ইটিং পুড পম বাংলাদেশ। B:-/ B-)

৭৫| ০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

তুহিন২৭ বলেছেন: অনেক কিছু জানছি, আপনার পোষ্ট থেকে। আপাতত প্রিয় তালিকায় রাখলাম, যদি কোন দিন নেট স্পিড বাড়ে তখন হয়তো স্পিডের সাথে সাথে রুচিও পাল্টাবে, তখন লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য।

০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬

নিওফাইটের রাজ্যে বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য :)

৭৬| ০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪

জাহিদ হাসান বলেছেন: আজ তো ফেইসবুকেই ঢুকতে পারছি না । ভাই কেউ কেউ উল্টাপাল্টা কিছু করেছেন নাকি যার কারনে ফেইসবুকে ঢোকা যাচ্ছে না । এইরকম বলছে -

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: ক্রোম ক্রোম গন্ধ পাওয়া যাইতাছে। :P সাইটের সার্টিফিকেট মনে হয় ব্রাউজার থিকা গায়েব হইয়া গেছে, ফায়ারফক্স দিয়া ট্রাই করে দেখেন B-)

আমি তো এইমাত্র ঢুকলাম। :D

৭৭| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪

জাহিদ হাসান বলেছেন: ফায়ারফক্স দিয়ে ট্রাই করেও লাভ হল না । একই সিস্টেম

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: তাহলে মনে হয় ইন্টারনেট প্রোভাইডার সমস্যা করতেছে। আপনে কী ইন্টারনেট ব্যবহার করেন? তাদের সাথে একবার কথা বলে দেখতে পারেন :)

৭৮| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১২

বিরোধী দল বলেছেন: পোস্ট প্রিয়তে :)

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১১

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :)

ধন্যবাদ :D

৭৯| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫১

সামাজিক জোছনা বলেছেন: দেখা করে গেলাম :D

২২ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: :D :D :D

৮০| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কিন্তু ভিডু ডাউনলোড তো হইতাছে না। :(

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: এইটা ইউজ করেন।

৮১| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৩

অসিত12301230 বলেছেন: দারুন জিনিস।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :)

৮২| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩২

ইকবাল১৫০২ বলেছেন: Thanks

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: Welcome :)

৮৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৬:২৭

tanbir10 বলেছেন: sob gulai dhora :-/ :-/ . web proxy 1bar open hoisilo, seitao dhore felse. apatoto andhare asi :-< :-<

০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০২

নিওফাইটের রাজ্যে বলেছেন: এইখানে গিয়ে চেষ্টা করুন

৮৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৯

জাহিদ হাসান বলেছেন: প্রিয়তে রেখে দিলাম । :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ। :) :D

৮৫| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৪

মুহাম্মাদ আলী বলেছেন: আমিও আবার প্রিয়তে রাখলাম

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: :D :D

৮৬| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৪

মুহাম্মাদ আলী বলেছেন: আমিও আবার প্রিয়তে রাখলাম

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :)

৮৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০১

বিবিবাঁধন বলেছেন: ভাল পোস্ট।

১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ। :)

৮৮| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৮

তারিফ ০০৭ বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

নিওফাইটের রাজ্যে বলেছেন: স্বাগতম :)

৮৯| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১২

রেজোওয়ানা বলেছেন: দারুন!

তবে কিছুক্ষন পরপর এরর দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আলট্রাসার্ফ, এটার কি সমাধান?

১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

নিওফাইটের রাজ্যে বলেছেন: বুঝতে পারলাম না কেন হচ্ছে :|

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ট্রাই করুন।

৯০| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৯

কাগজ কলম বলেছেন: আসলে ভাই একখান কামের জিনিস দিছেন।
তয় ভালা থাইক্কেন কিন্তু।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নিওফাইটের রাজ্যে বলেছেন: থ্যাঙ্কস ভাই :)

৯১| ২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

আমি রিয়াদ বলেছেন: ভাই আমার নেট স্পিড ১২৮ কেবি/এস...আমার এইখানে ঝামেলা ছাড়া চলব?

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নিওফাইটের রাজ্যে বলেছেন: আমার ৬৪ কেপিবিএসে ঝামেলা ছাড়াই চলছে :)

৯২| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৫

চুপচাপ শুনি বলেছেন: আমার অপেরা তে হয়নি :((

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নিওফাইটের রাজ্যে বলেছেন: গুগল ক্রোম বা ফায়ারফক্স দিয়ে ট্রাই করুন :|

৯৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৪

১০১টি নীলপদ্ম বলেছেন: আমার অপেরা তে-ও ওপেন হয় না :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: অপেরার সাপোর্ট সম্ভবত দেওয়া হয় নি সফটওয়্যারে। আগের ভার্সনগুলোতে শুধু ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া ছিল। ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন :)

৯৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

নোঙ্গর ছেঁড়া বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :) :D

থ্যাঙ্কু

৯৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: স্বাগতম :)

৯৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

আইতাছে বলেছেন: বাপ রে বাপ !!! B:-) B:-) B:-)
যে লেখা লেখছেন !!! B:-) B:-)
মারাত্তকের উপরে যদি কিছু থাকে :P :P

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: :P :P :D :D

ধইন্ন্যা :)

৯৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

ইমরোজিফিকেশান বলেছেন: ওরে চরম পোস্ট!! ষ্যাড় তো জানলে নেক্সট মুভিতে আপনি ভিলেন!!!!!!!!! প্লাস অ্যান্ড সোকেসে!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: থ্যাঙ্কস :D

৯৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

ফার্ুক পারভেজ বলেছেন: ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব/যে কোন ব্লকড সাইট ব্যাবহার করুন শুধু Stealthy এডঅনসটি ইনষ্টল করে। আর কোন সফ্টওয়ার দরকার হবেনা।
লিংক দিলাম শুধু ইনষ্টল করে নিন.....

Click This Link

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: স্টেলথি দিয়ে কাজ হচ্ছে না :(

৯৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রবিন উত্তর কাট্টলী বলেছেন: আমার লিখায় কমেন্ট দিসেন আমি ধন্য। আরও আগে দিতেন আপনার লিখাগুলো আগে পইড়া মজা লুটতাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: :) :)

১০০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

অন্তহীন বালক বলেছেন: প্রিয়তে নেওয়ার অফশন টা পাইতাছি না,
পিলিজ একটু হেল্প কইরেন!!!

++++++++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: পোস্টের শেষে তারা মার্কা একটা আইকন আছে ঔটাতে ক্লিক করলে প্রিয়তে চলে যাবে। ধন্যবাদ :)

১০১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

নওরিন বলেছেন: আমিও প্রিয়তে নিতে পারছি না। ধন্যবাদ আপনাকে পোস্টের জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: পোস্টের শেষে একটা স্টার মার্ক আছে। ওটাতে ক্লিক করলেই হবে। মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ :)

১০২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

পেনড্রাইভ বলেছেন: ভাল পোষ্ট। অনেক ধন্যবাদ। গতকাল চেষ্টা করেছিলাম কাজ হয়েছে। তবে কিছু কিছু ভিডিও play হয়নি। error ম্যাসেজ দেখাচ্ছে বা একটা ত্রুটি আছে পরে আবার চেষ্টা করুন ম্যাসেজ দেখাচ্ছে।

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: এটাতে সমস্যা হলে স্পটফ্লাক্স ডাউনলোড করুন এখান থেকে

১০৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

শাকিল ১৭০৫ বলেছেন: কাজে লাগলো ভাইয়া

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: :)

১০৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: +++++

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: ধন্যবাদ :)

১০৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪

সেই_আমি বলেছেন: ভাই কত বড় পোস্ট, একটু পড়তেই হাপাইয়া গেলাম। X(

তবে পোস্টে পিইইইইইইইইইইইইলাস।

১০৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

এইচ এম মামুন বলেছেন: ১৬ জানুয়ারি থেকে চালু হলো ইউটিউব নীতিমালা এবং এই নিয়ম সব চ্যানেল এর জন্য প্রযোজ্য হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মানে যাদের ইতিমধ্যে মনিটাইজেসন আছে তাদের চ্যানেলও পুনরায় রিভিও হবে। এই নিয়মে বিপদে পড়বেন নতুন চ্যানেল খুলেছেন অথবা যেসব চ্যানেলগুলোতে ভিউ এবং সাবস্ক্রাইবার কম তারা।

কিছুদিন আগেও ইউটিউবের নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছিল তা হলো- আপনার চ্যানেলটি অর্থ উপার্জনের যোগ্য (মনেটাইজেশন ইলিজেবল) হতে হলে কম পক্ষে ১০,০০০ (দশ হাজার ভিউ ) থাকতে হবে। চ্যানেল ১০ হাজার ভিউ হলেই তার জন্য রিভিও শুরু হতো এবং সব ঠিক থাকলে মনেটাইজেশন এনাবল হয়ে যেত। কিন্তু বদলে গেছে সেই নিয়মও।

তাদের ব্লগে লিখেছে – Back in April of 2017, we set a YPP eligibility requirement of 10,000 lifetime views.Starting today we’re changing the eligibility requirement for monetization to 4,000 hours of watchtime within the past 12 months and 1,000 subscribers. We’ve arrived at these new thresholds after thorough analysis and conversations with creators like you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.