নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

কলঙ্ক !

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

ফিসফাস হুশহাশ,
কানাকানি চলছে,
চুপচাপ শুনশান,
নিরবতা ভাঙছে।
হায়-হায় মরি-মরি
তাইবলে এইসব!
জাত বুঝি এই গেল
বুঝলে কি ভাইসব?
জয় রাম জগজিৎ
চিন্তিত পুরোহিত,
এখন কি হবে হায়
আছে কি কোন বিহিত?
পাকা পাকা চাপ দাড়ি
মাথা নাড়ে মোল্লায়,
কি আজব! কি গজব!
জামানা যে গোল্লায় !
"কেয়ামত খুব কাছে,
এই হল আলামত",
বলে যায় মাওলানা,
সায় দেয় কেরামত ।
সবশেষে ‌গিন্নীরা
জোট বাঁধে গোপনে,
এমন দেখিনি বাপু,
শুনিনি কোন কালে।
এ হাটে আর ও ঘাটে,
মাঝি বায় মাল্লা,
কলঙ্ক গতি পায়,
বায়ু দেয় পাল্লা।

রটে চলে রটনা,
অপরের ঘটনা,
এমন সরস কিছু,
বারেবারে আসে না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮

ইকরাম উল হক বলেছেন: অসাধারণ

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৯

কল্লোল পথিক বলেছেন:




বাহ!বাহ! দারুণ।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৭

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: রটে চলে রটনা,
অপরের ঘটনা,
এমন সরস কিছু,
বারেবারে আসে না
- না আসাটাই ভালো!

৪| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

সিগনেচার নসিব বলেছেন:


বেশ লাগল !

৫| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন লেখনি। শুভকামনা রইলো।

৬| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:০১

মেহেদী রবিন বলেছেন: অন্যের ঘটানো ঘটনার উপর বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণ থেকে কাঁদা মাখা-মাখি করে আমরা যেভাবে সেটাকে রটনায় রূপান্তরিত করি সে কথাই আমি একটু মজা করে বলার চেষ্টা করেছি। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.