নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

পথিকের গান

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:০৭




হাজার পথ পরিক্রমায় আমি পথিক
জীবনভর শুধু খুঁজেছি নিগূঢ় অর্থ জীবনের;
ঘুরেছি মর্ত্যলোকে,শোকে-
তাপে পুড়েছি,দগ্ধ হয়েছি সূর্যালোকে। আর-
তারই মাঝে পেয়েছি সন্ধান আদি প্রচ্ছন্ন সে জ্ঞানের।
মিলেছি জনে জনে,পথে
পথে কখনও জিপসি,কখনও আরব
বেদুইনরা হয়েছে সঙ্গী, কখনও সরব
হয়েছি সমুদ্র কল্লোল-কলতানে;
কখনো চলেছি যাযাবর হয়ে দিনভর,করেছি মরুতেই
পদসন্ধি,কখনো বা দিশা ভুলেছি, অমানিশায়
হয়েছি বন্দী,কখনও অসীম জলে
করেছি সন্তরণ,কখনোবা মেরুতে তুষার-হিম শীতে
হেঁটে গেছি প্রাণপণ,কখনো
হারিয়েছি ঘন বন মাঝে,ভেসেছি পর্বতভাঙা ঝর্ণায়,
থামিনি সূর্য অস্তে,খেলেছি গোধূলি আলোক বর্ণায়
রাঙা সুন্দরতম আকাশের সনে
ছুটেছি দিগ্বিদিক,ভেঙ্গেছি প্রস্তর সম বাঁধা যত
ছিল সম্মুখ পানে,পাহাড়ের মত পাঁচিল কত
পেরিয়ে গিয়েছি অমোঘ টানে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:১১

অরুনি মায়া অনু বলেছেন: কথামালা বেশ সুন্দর | তবে লাইন গুলো এলোমেলো মনে হল আমার কাছে |

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:১৯

মেহেদী রবিন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। এলোমেলো ভাবে মনে আসা ,তাই একটু এলোমেলো লেগেছে হয়তো। ভবিষ্যতে আরো যত্নবান হবো। ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনের মানে কি ????

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২

মেহেদী রবিন বলেছেন: ছুটে চলা। কোন কারনেই থেমে না যাওয়া।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১

মেহেদী রবিন বলেছেন: এত পুরানো লেখা কিভাবে খুঁজে পেলেন ! ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.