![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবিনি শেষে কলমে ডুববো
কোনদিনো, বিধবারঙা শুন্যতায় শুষ্ক-
জমিনে নিঝুম রাত্রি নামাবো
কালিখচিত এলোমেলো কিন্তু অমলিন
কিছু ভাবনা আঁকার প্রতারণায়।
ভাবিনি কখনো কোন বন্ধু 'ভাবে নিশ্চুপ
হয়ে হাঁটতে হবে;আঁটকে যাবে গলা
অনিচ্ছায় অপ্রকাশ্য যত না বলা কথায়।
তাই আজ কত আগ্রহী আমি রোজই-নির্জনে
কোন খিড়কি বদ্ধ দুয়ার-ঘরে
মাথাগুঁজে বসে দিনের বেলায় নির্বাসনে
ছন্দ খুঁজি নিজেরই কথামালায়;
এরই মাঝে কোন কোন দিনে ভূমিষ্ঠ হয়
একটি দু’টি কবিতা অথবা গল্পাকারে
বুভুক্ষে জমে থাকা কথা এক বুক।আর তাতেই-
যেন উষ্ণতায় গলে আমার এ জমাট হৃদয়।
তাই আজ আমি জানি শ্লোকে কেন লোকে
বলে- “কবিরা বড় নিঃসঙ্গ হয়”;কিন্তু আসলে
জানে না কেউ প্রকৃতির হেঁয়ালি কোথায় !
কবি কখনো মজে না নিঃসঙ্গতায়;
বরং সঙ্গহীনতায় কিছু কবির জন্ম হয়।।
কপিরাইটঃ মেহেদী এইচ রবিন।
ছবি সংগ্রহঃ গুগল।
২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫০
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫
অনর্থদর্শী বলেছেন: Poetry arrived in search of me. I don't know, I don't know where it came from, from winter or a river. I don't know how or when... (Pablo Neruda)
৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:২২
মেহেদী রবিন বলেছেন: মাঝে মাঝে একাকীত্ম থেকে আসে বৈ কি !
৩| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:৩১
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৫
অরুনি মায়া অনু বলেছেন: নি:সঙ্গ মানুষের অন্যতম সঙ্গী হতে পারে একটি কলম
৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৯
মেহেদী রবিন বলেছেন: অবশ্যই। আর কলমের মত সঙ্গী পেয়ে গেলে আর কে নিঃসঙ্গ থাকে বলুন? ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৫| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:২৪
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: প্রলাপ একাকীত্বের একমাত্র সন্তান
নাম আপনি থুতেই পারেন কবিতা
তা তো রাজা বাদশাও দেয়
তারচে ভালো সস্তা বাদাম গিলি।
আসলে একাকীত্ব কখনোই কবিতা নেখার অনুপ্রেরণা হতে পারে না, হলে তা কবিতা হয় কী করে? কিচ্ছু করার নেই, ভাল লাগছে না ধুর, উফ উফস...বিরক্ত হয়ে লিখছি যা তা কবিতা ডাকা যায়?
৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৭
মেহেদী রবিন বলেছেন: অথচ আমার ধারণা ছিলো, একাকীত্ম আর বিরক্তি দুটো আলাদা ধারণা। সঙ্গী থাকা অবস্থায় মানুষ বুঝি বিরক্ত হয় না ? আমার কাছে একাকীত্ম মানে বিরক্তি নয়। আমার কাছে একাকীত্ম মানে বিরহ। আপনার বোঝায় হয়তো একটু ভুল হচ্ছে। আমি বিরক্তি না বরং বিরহ থেকে লিখছি। কাছের বন্ধুটি যখন পাশে নেই তখন নিজের মাঝে জমা হওয়া অব্যাক্ত কথাগুলো প্রকাশে অগত্যা কবিতার আশ্রয় নেয়ার মাঝে আপনি বিরহ না পেয়ে কেন বিরক্তি পেলেন সেটা আপনার সাইকোলজি।।
আপনি বলছেন "একাকীত্ব কখনোই কবিতা লেখার অনুপ্রেরণা হতে পারে না"। আপনার বেশীরভাগ কবিতা ঘৃণা নির্ভর। আপনার কাছ থেকে অন্ততঃ আমি অনুপ্রেরণা শিখবো না। সে আমি যত সস্তাই হই না কেন।
৬| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে +
৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪০
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: হা হা হা... যে যা বুঝতে চায়! আপনি তো দেখি মন্তব্যের মর্ম উদ্ধারেই ব্যার্থ হয়েছেন, দমকল পাঠাই? প্রসঙ্গ তো ভিন্নই ছিল, আপনি তা ব্যক্তিগত ভাবে নিলেন যে!
চমৎকার প্রতি উত্তর হতে পারতো, কবিদের চট করে চটে গেলে চলে?
নিজেকে সস্তা ভাবলে প্রেমও সস্তা হয়ে যায়।
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
মেহেদী রবিন বলেছেন: উপদেশ মনে থাকবে। ধন্যবাদ।
৮| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২
টাইম টিউনার বলেছেন: সঙ্গ হীনতায় কিছু কবির সৃষ্টি হয় । সেই বলেছেন ।
০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা।