![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো,
এসো মন-প্রাণে,কথায় আর গানে
এসো, ভরা অভিমানে ভারী দু’নয়নে
এসো, তাপ-খরা দিনে শেষ ভানু ক্ষণে
এসো, কড়া দহনে ঘেমে দখিন পবনে
এসো, ধরা গগনে ভেসে ঘন মেঘ সনে
এসো, ঝরা জলটানে গীত কলতানে
এসো, ত্বরা ফাল্গুনে হৃত ফুলেল বাসনে
এসো;
এসো
জড়া ধরে যায় যদি চিত্ত-হৃদয়
এসো,আর করো না দেরী,
এসো মোর পল্লবী এসো এ শ্যামলছায়;
আমি যে দাঁড়িয়ে একা তব আরাধনায়;
এসো তাড়াতাড়ি,
এসো সুধামৃত হও মম আকন্ঠ তৃষ্ণায়।
একটি © মেহেদী রবিন রচনা।
ছবি সংগ্রহঃ গুগল।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
মেহেদী রবিন বলেছেন: সাড়া না পাই যদি শেষে ? তৃষ্ণা বুকেই যদি যাই মাটিতে মিশে-
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্যে।
২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬
ইমরান আল হাদী বলেছেন: সে আসবে ধীর পায়ে, একটু অপেক্ষায় থাকুন।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
মেহেদী রবিন বলেছেন: আসুক না রিক্সায়! ভাড়া দিলাম আমিই না হয়--
সুন্দর মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ।
৩| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর বিরহের প্রকাশমালা। শুভকামনা।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনাকেও।
৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
সমস্ত দুঃখ নিপাত যাক
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭
মেহেদী রবিন বলেছেন: যাক, যাক, যাক, এসো, এসো
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩
টাইম টিউনার বলেছেন: দুইটা লাইন এর কি দোষ ছিল বন্ধু , "এসো" শব্দ টা হতে তারা বঞ্চিত কেন তিনজন সিঙ্গেল "এসো" সাহেব আছেন দেখছি। একজন বেশি কেন ?
ফানি প্রশ্ন ডোন্ট টেক ইট সিরিয়াস লি
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭
মেহেদী রবিন বলেছেন: কী জানি ! আমিও জানি না কেন এমন হলো ! তবে পরিচালকের ভাষায় বলবো, চিত্রনাট্যের প্রয়োজনে এমনটা করতে হয়েছে। আবেগের অতি বহিঃপ্রকাশ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩১
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: তাড়া কেন কী সে? আসুক ধানের শীষে নবান্নে মিশে-