নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮



আমার সকল প্রাণ অস্তিত্ব জুড়ে
অদম্য এক চিৎকার চাপা পড়ে;
নিয়তঃ সেই বাড়ন্ত চিৎকারে
কত দুঃখ-কষ্ট রাগ যে জমে
ফুসছে গোপন ধ্বংসী অভিলাষে !
কবে, কী এক অসীম শক্তিত্রাসে
দেহ-মন ফুঁড়ে অবিনাশী তোড়ে
বেজে উঠে বলবে, “না, না, মানি নে,
আমি মানি নে” এই লোকালয় ঘরে
ভিতর-বাহির, পশ্চাৎ চারিপাশে
ঘুনে খসা চুনে রুদ্ধ কানুনে
অগ্নি ধরুক ঝরুক বজ্রাঘাতে
রক্তলোভী পশুর তল্লাটে;
স্বার্থসিদ্ধ কারাগার বাঁধনে
টেনে-হিঁচড়ে আয়ুকাল ক্ষয়ে
এই যে জীবন একে জীবন বলে ?
অথচ মোর জন্ম জগত ‘পরে
মুক্তাকাশের গাংচিল হব বলে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ নিপাত যাক ........


সুন্দর হয়েছে

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২

মেহেদী রবিন বলেছেন: দুঃখ নিপাত যাক।

ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো ..... :)

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মেহেদী রবিন বলেছেন: আমিও কবিতা লেখায় নতুন। ছন্দ জ্ঞান কম। তবে আস্তে আস্তে শিখছি।

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা ভাললাগল...♡

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

টাইম টিউনার বলেছেন: অক্ষর বৃত্ত নাকি মাত্রা বৃত্ত? অস্তিত্ব অক্ষর বৃত্তে তিন মাত্রা আর মাত্রাবৃত্তে ৫ মাত্রা , মাত্রাবৃত্তে পর্বে পর্বে ভাগ করে লিখতে হয় আমি আজকে তা শিখলাম।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

মেহেদী রবিন বলেছেন: এই যে, আমিও একটু আগে শিখলাম। কবিতাটা ঈষৎ পরিবর্তন করে দিলাম। এটা এখন স্বরবৃত্তে লেখা ৪-৪-২ পর্ববিন্যাসে সাজানো। আমি আরো একটি লেখার খোঁজ পেয়েছি যেখানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত সম্পর্কে ডিটেইলস বলা আছে।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মেহেদী রবিন বলেছেন: কবিতার কথা: তিন প্রকার ছন্দ

এই যে লিংক। আশা করি কাজে দেবে। ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ , আমার লাস্ট কবিতা হাসি , পরে দেখেন ত , মাত্রা বৃত্তে লিখেছি ।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মেহেদী রবিন বলেছেন: অবশ্যই। আপনার সাথে মোটামুটি একটা সম্পর্ক হয়েই গেল। ধন্যবাদ আপনাকে। আপনার লেখা পড়েই ছন্দ জালে আটকা পড়েছি। এবং এজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

টাইম টিউনার বলেছেন: ওকে বন্ধু হয়ে গেলাম

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

মেহেদী রবিন বলেছেন: ওকে।

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতার ছন্দ ও বিষয় ভাবনাগুলো। সম সাময়িক ঘটনাগুলোর সাথে দারুণ মানিয়েছে। লিখে চলুন সতত।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মানুষের ভালোবাসা মাঝে যে প্রেরণাশক্তি তাইতো আগামীর পথ চলার প্রেরণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.