নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

পরজীবি

০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৫



ব্যস্ত শহর মেকী লাল-নীল রোদে পুড়ে
ঘুমহীন যদি কোন একলা রাতের ফ্লাটে
নিউরনে খোঁজ পড়ে আমার দু’কালো ঠোঁট;
ভেবে নিও আমিও সুখটানে পাখা মেলে
দস্যি তোমার খোলা বুকে রাখা নিকোটিনে
পড়েছি অধর কাব্য আরো এক চুমুক।

জানি নাটাই হ্যাচকা টানে ছেঁড়ে কিছু সুতো
তবু শরীর গোপন ভাঁজে চেনা সুর অমৃত
যদি চিলের ডানায় খোঁজো আমাকেই রোজ
বাম স্তন অতলে দেখো কেউ আছে নিখোঁজ ।
যদি মনে পড়ে বিমূর্তে ধূপ-ছায়া ভোরে,
যদি পাশে শোয়া গোঁফটাকে খুব তেঁতো লাগে,
যদি পরজীবি দেহটাকে মনে হয় ভুল
জানলা বাতাসে ভেসো খোলা রেখে চুল।
ক’টিদেশে অনুভবে উষ্ণ আঙুল
অচেতনে পিষো কিছু শুকনো বকুল।

একটি © মেহেদী রবিন রচনা।

ছবি সংগ্রহঃ গুগল।

প্রথম প্রকাশঃ ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯ মিনিট।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অশ্লীল ছবি পোস্ট করা হতে বিরত থাকুন
ছবি ডিলিট করুন

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

মেহেদী রবিন বলেছেন: ইয়ে মানে বলছি যে, ওটা তো একটা চিত্রকর্ম ছাড়া আর কিছু নয়, কী ? অশ্লীলতা তো কবিতায়ও আসে। তবুও তো ওটা একটা কর্ম, কী ? তবুও অনুরোধ রাখবো। অনেক ধন্যবাদ।

২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

কানিজ রিনা বলেছেন: ব্লগেও ওরা ফেসবুকের মত অশ্লিল ছবি
দেওয়ার ক্ষমতা দেখায়। ওরা নির্লজ্জ
অশালীন।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৬

মেহেদী রবিন বলেছেন: ছবিটি আমি সড়িয়ে ফেলেছিলাম। তারপর ভাবলাম কেন ? ওটাকে চিত্রকর্ম হিসেবে কেউ দেখতে পারছে না সেটা তো আমার চোখের দোষ নয় ! যাদের চোখে শিল্পীর তুলির আঁচড় ধরা না পড়ে অশ্লীলত ধরা পড়ে তাদের দায় আমি নিবো না। সেজন্যে আমাকে যতই অশালীন হতে হয় আমি হবো। শুধু উপরের আপুটাকে কথা দিয়ে ফেলেছি তাই পরিবর্তন করছি। কথাগুলো আমার লেখা নিয়ে হলে রাগ করতাম না। বরং খুশিই হতাম। ধন্যবাদ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: বলতে পারিনা কেমন হয়েছে....!!!! "

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভায়া। পড়েছেন তাতেই আমি খুশি।

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +

কবিতায় যদি শরীর উঠে আসে তবে তাকে শিল্প ভাবাই উচিত। তবে সেক্ষেত্রে কবিকেও শৈল্পিক হতে হয়।
ছবিটা কি ছিল যদিও জানি না তবু ২নং কমেন্টটা ভালো লাগে নি। অশ্লীলতা একটু ভিন্ন কিছু।
আপনিও সচেতন হোন।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪

মেহেদী রবিন বলেছেন: ভাইয়া, আমি দুঃখিত। আমি গ্রিক মিথের একটি সিরিজ চালাচ্ছি। ওদের মিথ সংক্রান্ত ভাস্কর্য বা চিত্রকর্মগুলো কি অশ্লীল ? যেখানে মাইকেল এঞ্জেলোর মত শিল্পীরাও জড়িত ছিলেন। আমরা মিথে নগ্নতা খেতে পারি, কিন্তু নিজেদের শিল্পীদের ভাব প্রকাশে নয়। যাই হোক, সুন্দর মতামতের জন্যে ধন্যবাদ। আমি সচেতন হলাম। কবিতায় কোন অশালীন ছবি নয়।

৫| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২

টাইম টিউনার বলেছেন: বন্ধু অসম্ভব ভাল লেগছে কবিতা । এটাও কি মুক্তক ছন্দ ?

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

মেহেদী রবিন বলেছেন: :) স্বরবৃত্ত। মাত্রা অবিন্যস্ত। হা হা । পড়তে গিয়ে ছন্দ পেয়েছো কি না তাই বলো। না পেলেও বলো।

৬| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

টাইম টিউনার বলেছেন: স্বরবৃত্তের এত নিয়ম ,১২, ১২,১২,১৪,১৪,১১,১৪,১৪,১২,১১,১২,১৪,১৪,১৩,১৩,১২, এইভাবে?

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

মেহেদী রবিন বলেছেন: ১২ আর ১৪ তেই সব সাজাবো ভেবেছিলাম। বাকি গুলো পরিবর্তন করি নি শুনতে ভালো লাগে তাই। :)

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

মেহেদী রবিন বলেছেন: নাও, নাও হে নাও। দেখো দেখি গুনে। সব ১২ আর ১৪ হল কি না।

০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মেহেদী রবিন বলেছেন: এখন এটা হয়েছে
১২,১২,১২// ১৪,১৪,১২// ১৪,১৪,১২// ১২,১২,১৪// ১৪,১৪,১২,১২

কী ? ঠিক আছে?

৭| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

টাইম টিউনার বলেছেন: খোলা রেখে চুল এই তাতে ১৩ গুনলাম হাওয়াতে কতো মাত্রা ?

০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মেহেদী রবিন বলেছেন: টিউনার নামের সার্থকতা পাচ্ছি বৈ কি ! নাও হলো এবার ?

৮| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

টাইম টিউনার বলেছেন: বন্ধু বলে ডেকেছি , ছিলাম থাকব আছি ........ কথা হবে মাত্রা বৃত্তে .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.