নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

অন্য ছবি

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১২



অথচ পশ্চিমাকাশে ফুটেছিল কিছু সাত কোটি রং
রংতুলি কথা দিয়ে ডুবেছিল সাত কোটি রং-এ;
ক্যানভাসে ছিল এক অষ্টাদশীর নিমন্ত্রণ, তাই
পটসঙ্গীতে বেজেছিল রাখালিয়া আমন্ত্রণ।
সেই সুরে অদূরের বনে, দখিনায় কেঁপেছিলো চাপা গুঞ্জনে
কিছু কাঁঠালিলতা আরো ঘন হয়ে জড়িয়েছিল গাছে।
তারই ফাঁকে ফাঁকে একে বেঁকে চলে গিয়েছিল পালেস্বরী;

ওখানে, পালেস্বরীর পাড়ে পা ডুবিয়ে অষ্টাদশী আর
আমার জড়াজড়ি করে বসবার কথা হয়েছিল
নৌকা গুনবার ছলে, ঘন কাশফুলাড়ালে;
ডাহুক তার চকিত চাহনিতে থেমেছিল,যেন গুনতো কারো
ভেজা চুম্বনে গাঢ় পড়ন্ত ঝড়ের কিছু তাল-লয়-ছন্দ।
মেঘে আর আকাশে পেষা ‘গূঢ় আলিঙ্গনে কিছু
কদমও উঁকি ঝুকি দিয়েছিল শাখ-পাতাড়ালে।
মাছরাঙা ওত পেতে ছিল কাছেই চোখের প্রণয়ে।

সবই এসেছিলো সেই রং-তুলির পূর্বাভাসে,
সাত কোটি রং-এর ঝরা নির্ঝরে
কিন্তু কোথায় যেন শিল্পীর মহা মানসপটে, কী এক
ছবি লেপ্টেছিল অষ্টাদশীর চোখের কাজলে;
আর তাতেই অভিমানী এলোমেলো আচড়ে
রংতুলি কথা রাখে নি।



একটি © মেহেদী রবিন রচনা।

ছবি সংগ্রহঃ গুগল

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪

টাইম টিউনার বলেছেন: ভালোলাগা রেখে গেলাম বন্ধু, এত ভালো লিখ কেমনে ?...

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩১

মেহেদী রবিন বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু। সত্যি আপ্লুত হলাম মন্তব্যে।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৫

নায়না নাসরিন বলেছেন: ভালোলাগলো কবিতা ++++

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২

মেহেদী রবিন বলেছেন: সৃষ্টির প্রতি মানুষের ভালোবাসা দেখার চেয়ে বড় কোন আনন্দ আছে বলুন ? অসংখ্য ধন্যবাদ আপনাকে

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫

সিক্ত শ্রাবণ বলেছেন: খুব ভাল হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ অনেক। ভালোবাসা রইলো।

৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩০

নয়ন বিন বাহার বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। ভাললাগা....

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫১

মেহেদী রবিন বলেছেন: আর আপনার জন্যে থাকলো ভালোবাসা

৫| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

আমি দ্রোহ বলেছেন: ভাল লাগছে....

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.