নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

প্রচ্ছন্নে প্রেম

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮



আমার একটা “ঝর্ণা কলম” হতে ইচ্ছা করে
খুব, সাদামাটা কিন্তু একটা জীবন্ত “ঝর্ণা কলম”;
হৃদয়ের মত, কালিমত ভালোবাসা যার
একমাত্র খাদ্য; সেই হৃদয়ের মত, নিতান্ত
ভালোবাসাহীনতায় যে হারাত শুষ্কতায়;
কালিহীন আমিও থাকতাম পড়ে, বেখেয়ালি
উদ্ভ্রান্ত কোন লেখকের অলসতায় বকতাম
নিয়তির প্রলাপ, ছোট আধারের কোণে একা
হৃদয়ের মত; আবার কখনো, প্রাণ নিব ভরে উঠত
আঠালো কাঙ্ক্ষিত রসে, উপচে পড়ত শরীর
বেয়ে তরলমত অমৃত, নিরব আবেগে
কণ্ঠ বেয়ে এসে জমত অধর রাগে আমায়
সিক্ত করত ভিতর-বাহির; হয়ত তখন
সঞ্চিত প্রেমে নৃত্য জুড়তাম কৃতজ্ঞ মনে
সে লেখকের আঙুলে, ঝরাতাম কালিমত
যত ভালোবাসা হয়েছে আহিত এলো-
মেলো বিচিত্র শব্দমালায় কাগজ অঞ্চলে
প্রতিদানে অর্পণে আঁকতাম কোন কল্পিত
মহাসাহিত্য, নেপথ্যে বাজত নিঃশেষের গান
তবু প্রেমে ভিজে থেমে থেমে অঞ্জলিত
হতাম মানুষের মনে; প্রচ্ছন্নে থেকে কোন
এক হৃদয়ের মত।


একটি © মেহেদী রবিন রচনা।

ছবি সংগ্রহঃ গুগল

প্রথম প্রকাশঃ ১৫/০৮/২০১৬ সময়ঃ রাত ৮ টা ২২ মিনিট।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

টাইম টিউনার বলেছেন: ভালো লাগছে, আবৃত্তি করার ট্রাই করছি। বন্ধু লিখতে থাক।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

মেহেদী রবিন বলেছেন: :) ধন্যবাদ বন্ধু। তুমি আবৃতি করতে পারো ?

২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫

টাইম টিউনার বলেছেন: নাহ , তবে তোমার কবিতা টা পড়ে কেন জানি , আবৃত্তি করতে ইচ্ছা হলো। এই আর কি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

মেহেদী রবিন বলেছেন: ও তাই,! সৌভাগ্য আমার।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৭

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.