![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে থেমে থেকো না অসার বৃক্ষের মত
করোনা ডালপালা মেলে আলোকরশ্মি রুদ্ধ;
শক্ত শিকড় গেড়ো না নরম কমনীয় নিজের
দুঃখকষ্ট গুলো কামড়ে ধরে পড়ে থাকতে;
জেনো বিরহ-কান্নারও আছে পরজীবী
আঁকশি অজস্র, স্থবিরতায় সে মূল ভিজিয়ে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে প্রাণ রসে ভরা তোমার
শক্ত বাকলকেও খুবলে তুলে নিবে নিমেষেই;
ভেবোনা বাতাসের কানেকানে নাকি কান্না
জুড়ে দিলেই তোমার অশ্রু যত বাষ্প হয়ে
পৌঁছে যাবে আকাশের কাছে, আর যায়ও যদি,
যদি হতভাগ্য তোমার আর্ত প্রার্থনায় মেঘ
রাশি ঘন হয়ে ফোঁটা কয়েক বৃষ্টির মত
ক্ষণিক সুখের সৃষ্টি করে ঝরায় তোমার ক্ষুধা
তৃষ্ণায়,তবে জেনে রেখো তা সুধা নয়, কিছু
ভিক্ষা সিক্ত চেতনায় গড়া করুণা মাত্র,
আর কিছু নয়;
তাই বলি আজ, থেকো না ঐ অসার বৃক্ষের মত;
বরং বানে ভেসে যাও, আত্মাভিমুখী সময়ের
স্রোতে পাল তোলা একটা নৌকা হও, অভিযানে
দৃঢ় হাল হও, তীব্র ঝড়ে মাস্তুল হও, জানাও ঐ্
ক্ষিপ্ত বায়ুকে তুমিও কারো চেয়ে কম নও;
বিশ্বাসে তুমি নিজেকেই রেখে ছুটে চলে
যাও,মুক্ত তোমারি গতির ছন্দে আলোড়িত
হও ভেসে থাকো তুমি আগামী জল তরঙ্গে।
ছবি সংগ্রহঃ গুগল।
প্রথম প্রকাশঃ ২০/০৮/২০১৬ তারিখ বিকাল ৩ টা ৪৯ মিনিট।
২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
মেহেদী রবিন বলেছেন: সার্থকতা আমার
২| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
টাইম টিউনার বলেছেন: না হ আমার , আমি সুন্দর করে পড়েছি
২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪
মেহেদী রবিন বলেছেন: হুম বুঝলাম। ধন্যবাদ বন্ধু। অসংখ্য ধন্যবাদ।
৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: কল্পকাহিনীর মত !
সুন্দর লিখেছেন,
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৩
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ ভাই;
৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।
আরো ভালো আপনার হাত দিয়ে বের হবে।
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৯
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই। অনুপ্রেরণা অনেক খানি বেড়ে গেল।
৫| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।
৬| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০০
নোমান প্রধান বলেছেন: ভালো লেখা
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো । অনেক।