নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

পরপুষ্ট

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬



গত আধ জনমের পাপে আমি জন্মের তরে ডুবে গেছি বোধ হয়
চোখ বুজলে আজও সে পাপেরই প্রায়শ্চিত্ত শোধ হয়
মাথার ভিতরে অনুতাপে যন্ত্রণার ইহলোকে অবিরত
নিরালায় ঘিরে ধরে চারধারে অবেলার মরনের মত।

অদূরের মৃত শান্ত দীঘিতে কখনো অশান্ত লহর মত জাগে
ওবেলায় নিভে গেছে যে প্রদীপ শৈত্যের তিক্ত অনুরাগে
অনুক্ষণে তারও সলিতায় আঁচ লাগে যেন কোন আগুনের !
জানি সে দহনে নেই পরিশুদ্ধি কোন, নেই দগ্ধতা ফাগুণের
কিছু অতীতের খুনে পোকার দল শুধু দেশলাই শলাকায় ভিড়ে
নীলচে আধারে বিদ্রুপে কড়া নেড়ে যায় বেজন্মা সন্তান অধিকারে।

গাঢ় অভিমানে তারা চিরকালীন আয়োজনে আপন পিতৃলয়ে
তল্পি-তল্পা বাঁধে অবাধ্য নাছোড় বাঁধনে; দুঃস্বপ্নের মত ধীর লয়ে
বাজে সাদা শঙ্খের তান, কুয়াশা জঠরে লীন নিদাঘ আর্তনাদে
একা পরপুষ্ট পিতা আহত নষ্ট সময়ের ফাঁদে।


ছবি সংগ্রহঃ গুগল

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

অবনি মণি বলেছেন: ওবেলায় নিভে গেছে যে প্রদীপ শৈত্যের তিক্ত অনুরাগে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৩

মেহেদী রবিন বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশকিছু দিন পর। ভালো হয়েছে কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৫

মেহেদী রবিন বলেছেন: একটু ব্যস্ত ছিলাম। দৈনন্দিন জটিলতা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: দারুন লিখেছেন।

ভালো লাগা+

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাঠকের ভালো লাগার চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

অনর্থদর্শী বলেছেন: সুন্দর। ঝরঝরে অথচ গভীর কবিতা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

মেহেদী রবিন বলেছেন: দর্শীর চোখে সুন্দর হওয়াতেই সার্থকতা। :)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

গেম চেঞ্জার বলেছেন: মোহিত হওয়ার মতো কবিতা! ভাল লাগলো!! (+)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

মেহেদী রবিন বলেছেন: মোহিত করতে পারার আনন্দে অবগাহিত এ মুহূর্তে। :)

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন+++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

মেহেদী রবিন বলেছেন: এতগুলো প্লাস ! ! ! এই প্রথম কেউ দিল আমাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.