নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

ইরাবতী

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬



সারিবদ্ধ সুতোর জোড়াতালি কারুকাজে
রিক্ততার চিত্রবাহী পাদুকার সুখতুলি খাঁজে
একরাশ বুনোঘাস দলিত মত্থিত হল
নীল রং শরতের পলাতক ভোরে।

পিছু ফিরে দেখলো না কেউ; তার বিলুপ্ত অবকাশে
চিল ডানা মেঘরাশি ছুটে চলে যায় রোদে সাদা ব্যস্ত সহিসে,
ছায়াপথ জুড়ে পড়ে থাকে পথিকের পাদুকার রেশ, আর কিছু অতীত অবশেষ
ভবিষ্য উপদেশে ঝুলি ভরা থাকে; বাদ বাকি আশ্রিত কাগজের জমি খসখসে,
নৈশব্দ গাহনে চাপা মায়াবী নিরুদ্দেশে পাড়ি দেয়
জমা হয়ে সময়ের খাকি খামদেশে ।

দুই তীরে ইরাবতী গোলপাতা কাশফুল বুনে তারপরও
লোর স্নানে হাতছানি দিয়ে ডেকে বলে, “এসো, সংসার করো,
তোমাতে আমাতে আর আমাদের জলস্রোতে
জ্যোছনার রাত ফুল ঢেউ ভেঙ্গে স্বপ্নালু হবে সব কূলে,
শতদল নির্যাসে নবীন পত্ররাশে সাজবে মলিন যত
প্রকৃতি হয়েছে ক্ষত নির্ঝরা বেসামাল শেষ মেঘমাসে।“

ছবি সংগ্রহঃ নেট।

একটি © মেহেদী রবিন রচনা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!

//নৈশব্দ গাহনে চাপা মায়াবী নিরুদ্দেশে পাড়ি দেয়
জমা হয়ে সময়ের খাকি খামদেশে ।//


ভাল থাকুন। সবসময়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। স্বাগতম সেই সাথে। শুভ কামনা রইলো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: আপনার লেখা প্রথম পড়লাম। ভালো লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

মেহেদী রবিন বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম সুমন ভাই। আমি আপনার লেখা পড়ি। ভালো লাগে লেখাগুলো। আপনার ভালো লাগা সৌভাগ্য আমার।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭

জেন রসি বলেছেন: কবিতায় কিছু খন্ড খন্ড দৃশ্য আছে। বিচ্ছিন্ন আবার একই সাথে কানেক্টেড। কবিতা ভালো লেগেছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

মেহেদী রবিন বলেছেন: গুণীদের স্বভাবই এই। দু'কথায় আমার কবিতারও রিভিউ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে জেন রসি। আপনি আমার খুবই পছন্দের টপিক নিয়ে সুন্দর করে লিখেন। মুভি রিভিউ। আমাকে আপনার পাশেই পাবেন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

আমিই মিসির আলী বলেছেন: এসো, সংসার করো!

আহা! কবিতা যেন নয়, মধু!


ভালো লাগছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

মেহেদী রবিন বলেছেন: "এসো,সংসার করো"

আহ্বান মধুর মতই, তবে একটু ব্যঙ্গ হলেও মন্দ কি !

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

গেম চেঞ্জার বলেছেন: শেষ শরতের একটা প্রতিবিম্ব মনে হলো!

আপনার কবিতা লেখার হাত তো দারুণ!!
:)
(+)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। অসংখ্য শুভকামনা জানবেন।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

মেহেদী রবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকবেন।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: পিছু ফিরে দেখলো না কেউ; তার বিলুপ্ত অবকাশে
চিল ডানা মেঘরাশি ছুটে চলে যায় রোদে সাদা ব্যস্ত সহিসে,


লাইনটা পড়ে অনেক ভালো লাগলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

মেহেদী রবিন বলেছেন: খুব ইচ্ছা হয় ভাই যদি ওভাবে উড়ে গিয়ে বিলীন হয়ে যেতে পারতাম !

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

অদৃশ্য বলেছেন:



বাহ্... চমতকার লিখা... খুবই ভাল লাগলো আমার... সময় করে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে আশাকরি ... শুভকামনা ...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

মেহেদী রবিন বলেছেন: সবসময়ের জন্যে আমন্ত্রিত থাকলেন। আমি চাই আপনি দৃশ্যমান হোন সবার চোখে।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ লিখেছেন। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

মেহেদী রবিন বলেছেন: আপনার প্রশংসা পেতে ভালো লাগে রাজপুত্র ভাই।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: দারুন +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই কবিতা পড়ার জন্যে। শুভকামনা জানবেন।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

মেহেদী রবিন বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। স্বাগতম এবং ধন্যবাদ একসাথে।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭

nilkabba বলেছেন: সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা জানবেন।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সারিবদ্ধ সুতোর জোড়াতালি কারুকাজে
রিক্ততার চিত্রবাহী পাদুকার সুখতুলি খাঁজে
একরাশ বুনোঘাস দলিত মত্থিত হল
নীল রং শরতের পলাতক ভোরে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

মেহেদী রবিন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারাক

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: খুব ভাল লাগল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

মেহেদী রবিন বলেছেন: কিছু মানুষের প্রশংসা প্রাপ্তির খাতার উপরের দিকে, দাদা, অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.