নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

আমড়া কাঠের ঢেঁকি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯



এবার বুঝি চুকে গেছি, সমাজ কথা ঋনের খাতায়
এবার যেন তল পেয়েছি, অবুঝগাঁথা মুক্তি কথায়
দ্বন্দ্ব যত যুক্তি লড়াই, জেনে গেছি সব অভিনয়
গোলক ধাঁধায় জগত বাঁধা, ছাঁচে ঢালা সবার হৃদয়;
ছুটছো তুমি ছুটছে সবাই, অনেক আলোয় চোখ ধাঁধালো
আমায় তুমি বুঝবে সে কি ! আস্ত আমড়া কাঠের ঢেঁকি।
জন্ম-বিয়ে-জন্ম-মৃত্যু, খাদ্য-বস্ত্র-শিক্ষা-বাস্তু
পেতেই হবে রুটিন মত, তা না হলে তুই অসভ্য
টাকার মায়া কান্না-কাটি, চাঁদও নাকি ঝলসা রুটি
স্বপ্ন ভাঙে আশার চাপে, আশা থাকে দুর্বিপাকে;
আমি জ্বললাম ইটের ভাঁটায়, অনেক কালোয় রোদ পালালো
বলল তোমায় বুঝবো সে কি ! আমড়া কাঠের আস্ত ঢেঁকি।
নিজের জীবন পরের ফাঁদে, পদচিহ্নে নিশান আঁকে
যখন ঘুড়ির সুতো কাটে, করুন দৃষ্টি চক্ষু পটে
হাজার রঙের আহা উহু, কি যে হল এই বিপাকে
পাঁজর গুলি পিত্তথলির তিক্ত রসে কাব্য লেখে
আমি একা থাকি আমার মত, আগুন তোমার দহন কত
পুড়বে আমায় তুমি সে কি ! আস্ত আমড়া কাঠের ঢেঁকি।।

মূলত এটা একটা গান। আমার লেখা তৃতীয় গান। সুরের কাজ করছি। :)

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

জেন রসি বলেছেন: সেই চিরায়ত দ্বন্দ্ব। বেঁচে থাকার সাথে পারিপার্শ্বিক সবকিছুর দ্বান্দ্বিক রসায়ন।

গান ভালো লেগেছে। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

মেহেদী রবিন বলেছেন: জীবন মানেই দ্বন্দ্ব, ধন্যবাদ এবং শুভকামনা

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: বাহ সুন্দর লাগলো । শুনতে পারলে আরো ভালো হোতো । সামুতে তো অডিয়ো আপলোড করা যায় না , মনে হয় ! যদি যায় , তাহলে করে দিন !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

মেহেদী রবিন বলেছেন: কাজ হয়ে গেলে শোনানোর ব্যাবস্থা করবো :) ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

গেম চেঞ্জার বলেছেন: সুরের কাজ শেষ হলে সাউন্ডক্লাউডে আপ করে দিতে পারেন। অথবা ইউটিউবে। কবিতা ভেবে পড়েছিলাম। ভালোই লাগলো!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: গানটা দারুন হয়েছে !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

মেহেদী রবিন বলেছেন: আমারও পছন্দের

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.