নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

হেমন্ত শোন

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১



এই শোন, এসো পাশে, এসো এইখানে
এসো বিবশে দু’দণ্ড পাশাপাশি থাকি
দেখি এই স্বর্ণ দুপুর আগুনে পুড়ে
কত খাঁটি, দেখো নদীটার ওইপারে
সাদা কিছু ধুলো বালি মাটি শুষ্কতার
অভিমানে খসে যাওয়া পাতাটিকে জড়ায়
বলত কি পরিচয়ে এত কাছাকাছি
দখিনাতে তারা কেন একসাথে ওড়ে
আজীবন যারা ছিল প্রজন্ম দূরে?
দেখো প্রসক্ত ইঙ্গিত চোখের কোণায়
বুনে ডাকপাখি ঘনান্তে নিভৃতাচারী
শোন কোমল পালকে ঢাকা অতটুকু
বুকে কত সীমাহীন আহাজারি ধরে
তবু নিযুক্ত হৃদয়ে শুধু জল ডাকে

শোন, শোন কান পেতে, এই হেমন্তের
সুরে কেমন প্রগাঢ় নিয়তিরা ঝরে
পৃথিবীতে কত আলো মাখামাখি আজ
ধানক্ষেতে বাতাসের খাকি রঙ খানি
দেখো নদীটার এইপারে আরো কোন
ডাকপাখি ধুলোবালি বাসা বাধে নাকি।


## অমিল পয়ার

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: সুপ্রিয় মেহেদী রবিন সুন্দর লিখেছেন। :)

ভালোলাগা রেখে গেলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: ## অমিল পয়ার

দ্বারা কি বুঝিয়েছেন!!

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭

মেহেদী রবিন বলেছেন: অমিল পয়ারের ১৪ মাত্রা ধরে লেখার চেষ্টা করেছি

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: হেমন্তের কথাকলি ভালো লাগলো ।

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২

মেহেদী রবিন বলেছেন: পরিকে হেমন্তে স্বাগতম। শুভেচ্ছা

৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
পয়ার ভাল লেগেছে!

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.