![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চলে যাওয়ার পর
আমাকে বলা তোমার খুঁটি নাটি সব কথা
আমার অমনোযোগী দৃষ্টি, ক্ষতিপূরণ গুণে
তোমাকে দেয় নির্ঘুম যত রাত্রি গাঁথা
সেই সব টেলিফোন, বুঝতে না পারা ফিসফিসানি
আরো পনের বছর পরের পরিকল্পনা
তিরিশ বছর পরের কথা ভেবে আধপোড়া
কিছু ফেলে দেয়া সিগারেট, সুস্থ থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা
যারা থেকে গেছে প্রচণ্ড কৌতুক হয়ে আজও
সেই সব কম বয়েসি দ্বিধা, অথবা সতর্কতা
যে সব কারনে আমাদের আর নৌকা ভ্রমণ করা হয়ে ওঠেনি কোনদিন
আকাশে কালপুরুষ তারাগুলো চেনানো হয়নি ঠিক মত কখনই
নিরবচ্ছিন্ন সেই সব বিমূর্ত খসরা আলাপ, যাদের অভাবে
দেখা হয়নি একটা সন্ধ্যাতারার ধীরে ধীরে শুকতারাতে রূপান্তর
তুমি চলে যাওয়ার পর
এসব কিছুর একটা তালিকা করেছি আমি, ভেবেছি
আমার ব্যবহার্য দৈনন্দিনকার যত থালা বাসন
আমার ঘরের সিলিং, ইট, কাঠ, আসবাবপত্র
আর একটা বিশাল পান্ডুলিপিতে লিখে রাখব গাঢ় অক্ষয় কালিতে,
হয়ত একদিন আরো লক্ষ বছর পর কোন একজোড়া
প্রত্নতাত্ত্বিক ধূসর চোখ তাদের কাউকে খুঁজে পাবে
আর বিস্মিত হবে প্রাচীন মানুষের পরিকল্প নির্বুদ্ধিতায়।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - রবিন
০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা
২| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
মেহেদী রবিন বলেছেন: স্বাগতম আমার ব্লগে
৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: মেহেদী রবিন ,
একটি পরিপক্ক কবিতা ।
আমাদের স্মৃতির এই ঘরকন্যার খুঁটি নাটি সব কথা আমরা লিখে যাবো আকাশে - বাতাসে । তারপরে আপনার লেখা কবিতার লাইন জ্যান্ত হবে -
.....একদিন আরো লক্ষ বছর পর কোন একজোড়া
প্রত্নতাত্ত্বিক ধূসর চোখ তাদের কাউকে খুঁজে পাবে
আর বিস্মিত হবে প্রাচীন মানুষের পরিকল্প নির্বুদ্ধিতায়।
সুন্দর এবং সুন্দর ।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৮
মেহেদী রবিন বলেছেন: কবিতার সার্থকতা পাঠকের মননে, কল্পনায়। এত সুন্দর মন্তব্যটির জন্যে ধন্যবাদ জানবেন।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: মেহেদী রবিন ,
প্রতিমন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫২
মেহেদী রবিন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই।
৫| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার। আসলেই চমৎকার।
ভাবের প্রকাশটা ভীষণ ভাল ছিল।
আমি কবিতা ভাল না বুঝলেও এই লেখার কাব্যিক আবহে পুরোপুরিই মিশে গিয়েছিলাম।
আসলেই হয়তো লক্ষ বছর পর, কেউ না কেউ আমাদের নির্বুদ্ধিতা দেখে অবাক হবে।
১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৫
মেহেদী রবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কবিতা আমিও তেমন একটা বুঝিনা। চিন্তে পারি কিন্তু বুঝিনা। অনেক বড় বড় লোকজনও নাকি কবিতা বুঝতেন না। তাই সে আশা ছেড়ে দিয়েছি। আপনার চমৎকার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি!!
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লইক!!
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪
মেহেদী রবিন বলেছেন: অনুপ্রাণিত
৮| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯
মেহেদী রবিন বলেছেন: ওখানেই তো মিশে থাকতে চাই
৯| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫
জুন বলেছেন: মেহেদী রবিন,
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এই তবে মূল ইতিহাস,
ইচ্ছে আর অনিচ্ছায় জমে থাকা কিছু ছাইপাঁশ।
তারপর ও কদাকার কুরূপা একজন সে সব জমিয়ে চলে,
হৃদয়ের গোপন কৌটার মাঝে রাক্ষসীর প্রান ভোমরার মত,
প্রথিত থাকে গহীন কোন এক চোক্ষের নোনা জলে।
অনেক অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায়।
+
১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪
মেহেদী রবিন বলেছেন: ইচ্ছা অনিচ্ছার সেই সব জমে থাকা ছাইপাঁশ
জমা পড়ে যেইসব ছাইদানি ভরে
তাকেই তো জীবন বলে
তাকেই তো জীবন বলে
কয়লা কাষ্ঠের মর্মরধ্বনি আর কোথায় কানে বাজে
চমৎকার আপনার মন্তব্য, অনন্ত শুভেচ্ছা
১০| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়ত একদিন আরো লক্ষ বছর পর কোন একজোড়া
প্রত্নতাত্ত্বিক ধূসর চোখ তাদের কাউকে খুঁজে পাবে
আর বিস্মিত হবে প্রাচীন মানুষের পরিকল্প নির্বুদ্ধিতায় ..
অনেক কথা যাও বলে কোন কথা না বলের মতো- কটি শব্দ যেন ভাবনার গভীর সমুদ্রকে ধরে আছে...
১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মেহেদী রবিন বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভৃগু ভাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্যে।
১১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
গেম চেঞ্জার বলেছেন: দারুণ একটি কাব্য!!
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই
১২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার ভাবনা অসাধারণ!
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভ্রমরের ডানা।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬
কানিজ ফাতেমা বলেছেন: ভীষন কাব্যিক । ভাল লাগলো ।