নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

ও সময়

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭



সময়টা এলোমেলো
আমার অগোছালো বিছানার চাদরের মত
টেবিল জোড়া লাল নীল খয়েরি যত
প্রয়োজনীয় বইগুলো
এলোপাতারি, ছেঁড়া, ছড়ানো ছিটানো
তার পড়ে থাক পুরানো ভুল ভ্রান্তির মত
কেন গোছানোর বৃথা আয়োজন
তারচেয়ে বরং আজ এই সময়
এ বিছানারই এক কোণে
একটা বালিশ চেপে থাক বুকের নিচে
আর আঙুলে পরুক ধরা
একটা কলম আর কয়টা পাতা
একটা কবিতা খুব সুখের ঘোষণা লিখুক
জ্বলজ্বলে চোখে ভাসুক আগামী নতুন সুর
এক আধটা দুপুর পুড়ে খাক হয়ে যাক রোদে
কতটুকু ঋণ আর বাকিটা শোধে
কেটে যাক দুই একটা জীবন
ও আমার সময়
ও কাটাকাটি কবিতার খাতার পাতা, দিনে দিনে ক্ষয়
শুধু কিছু কবিতার জন্ম দিও ফুরাবার আগে
প্রতিটা নতুনে সাদা আলোর আহ্বানে
ও আমার সময় । । ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই, এক দুপুরের এলোমেলো ভাবনা কবিতায় বন্দী করার চেষ্টা করলাম

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৭

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল, তবে ঠিক উপভোগ করতে পারিনি আজকে।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রক্তিম দিগন্ত। সীমাবদ্ধতাটুকু আমার,

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন। মনটা খারাপ হয়ে গেল। হৃদয় দিয়ে লিখেছেন পড়ে মনে হল।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

মেহেদী রবিন বলেছেন: সময়কে তালুবদ্ধ করার চেষ্টা। ধন্যবাদ আপনাকে

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

প্রথমকথা বলেছেন: সুন্দর লিখেছেন। ভাললাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.