![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশ তলা বিল্ডিংটা কোন সন্ন্যাসী ছিলো না নিশ্চয়ই
আমি আজও তাই ভাবি, আর
এই ভাবনাটা যদিও আমার নিজস্ব নিতান্তই,
তবুও আমি জোর গলায় দাবি করি সেরকমই।
তা না হলে রূপসী কিশোরীটি যখন তার মাথায় চড়ে বসল
নিদাঘের আলোয় অপলক
চেয়ে থাকা সারি সারি দৃষ্টি দেখল যাকে, বিল্ডিং ছাঁদ কেন দিল না আশ্রয় তাকে ?
কেন ঠেলে দিল নিচে ? কিশোরীটি অযাচিত ভণিতায় নগ্ন ছিল বলে ?
আবৃত আবরণ ছিল না কোন লজ্জায়, সে কারণেই ?
সবুজে কিছু প্রশ্ন অন্ধলোকে, উত্তরো দেই নিজেকে নিজেই।
মানুষের চোখে সূর্যের প্রত্যক্ষ জ্বলন যত না অসহ
তারো থেকে বেশী দুঃসহ
যুবতীর খোলা দেহে আলোর প্রতিফলন,
আয়নার পিছনের খবর রাখতে যায়ই বা কজন ?
তাই যখন বিল্ডিং চূড়া থেকে পতিত দেহটি রাস্তায়
হাড় আর মস্তক ভাঙল, দাঁতে দাঁত চেপে দেখল সবাই
আহাজারিরাই শুধু শব্দ পেল।
পুলিশ-সাংবাদিক-জনতার উচ্চস্বরে বিতর্ক খুঁজল তার্কিক ভাষা
মৃত্যুর চেয়েও কিশোরীর নগ্নতার কারণ হল সবথেকে বড় জিজ্ঞাসা;
সে ঝগড়াটে কোলাহল ভীড়ের সাথে মিশে আমিও খুঁড়ে খুঁটে
দেখলাম তাকে, দেখে পাশের লোকটিকে বললাম,
“আত্মহত্যাই হবে হয়ত”- তারপর জীবিত তৃপ্তিতে বাসায় ফিরলাম
পীচের রাস্তায় ঘসা খেয়ে কিশোরীর দেহ থেকে মুছে গেছে গতরাত্রের ধর্ষকাম;
তা শুধু আমিই জানলাম।
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই। শুভেচ্ছা নিবেন
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। বেশ শক্তিশালী শব্দবুনন। +
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: চমৎকার লাগল। +।
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
মেহেদী রবিন বলেছেন: প্রীত হলাম জেনে। শুভেচ্ছা সুমন দা
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
অরুনি মায়া অনু বলেছেন: নারীদের উপর আক্রমণ বেড়ে গেছে | খুব চিন্তার কথা | আপনার ভাবনায় বিষয়টি এসেছে দেখে ভাল লাগছে | ধন্যবাদ আপনাকে |
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
মেহেদী রবিন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১২
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা
৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: এমন ঘটনাই এখন বেশি ঘটছে।
বাস্তবতার আলোকে লেখাটা মনে আঘাত করে গেল।
১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপু, অনুপ্রাণিত হলাম মন্তব্যে। শুভেচ্ছা।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন:
গল্পটা ফুঁটে উঠেছে ভাল ভাবেই।
কবি হিসেবে এদিক দিয়ে আপনি সফল।
তবে, কবিতায় কাব্য ভাবটা পেলাম না এবার। একটু দুর্বল মনে হল। শুধু কবিতার কাব্যের দিকটায়, মূল ভাবে নয়। আপনার আগের কবিতাগুলো আরো ভাল ছিল।
১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৩
মেহেদী রবিন বলেছেন: আপনার প্রতিটা মন্তব্য আমি মনোযোগ দিয়ে পড়ি। মূল্যবান মন্তব্যটির জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন
৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর হয়েছে। দুর্দান্ত!
১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৫
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরনা ঝুলি ভরলাম। শুভেচ্ছা রইল
৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: জীবনে অনেক প্রশ্নের উত্তর মেলে না।
আপনি ভাল কবিতা লেখেন।
শুভকামনা।
১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮
মেহেদী রবিন বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে বিজন দা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!

ভালোলাগা জানিয়ে গেলাম!