![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনামিকা,
মহাকাল আবদ্ধ আজ বাসন্তী দিন, ঈশিকার হাওয়ার অনুরাগ তোমার দীপ্ত নিঃশ্বাস
আর প্রশ্বাসের শব্দের মতনই গভীর ব্যাঞ্জনায় প্রাচীন হৃদয়ে সাধছে একটি না গাওয়া
গান, একটি না মেলা সুর। একটি না দেখা সুখ অনেক দিনের মতন, ঈশানের কোণে
ছায়াছবি; পেয়ালায় কিছু আরো আসক্ত চুমুক গোনা ব্যর্থতার আহাজারি আজও
এই জগতের বিবাগী নদীর তীরে নিশ্ছন্দ পায়চারি করে ফেরে; মোহনার দ্বিখণ্ডিত বাঁকে
কিছু অতীত দ্বিধার স্মৃতি মুহূর্তেই আততায়ী আজও; দিগন্ত সান্দ্রতায় আর্দ্রতার নির্জলা
মিথ্যে মল্লার বুলি সর্বস্ব সাদা কালো মেঘে কৃষ্ণচূড়ার ভ্রান্ত রঙের প্রলেপন, বড্ড অপচয়
মনে হয়। তবু কৃষ্ণচূড়ারা অক্লান্ত, তা হোক। রাত্রি অন্ধকারে সব রঙই তো কাজলের কালো।
শুধু স্থবির অবসরে একা বলাকার চোখ তীরবর্তী বালুকায় আরো দু’টি কল্পিত পদচিহ্ন দেখে,
পদচিহ্ন পালকে রূপ নিয়ে তার ঘরে ফেরে না, ফেরে রোজকার মত ধূসরিত সন্ধ্যা আলো।
তবুও সে কি তোমার মত ? অনামিকা, তুমি কেমন আছো?
১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯
মেহেদী রবিন বলেছেন: আহমেদ জি এস ভাই,
আপনার প্রতিটা মন্তব্যে উৎসাহ পাই। কবিতায় ভালোবাসা পেয়েছি। ছেড়ে দেবো না।
অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৯
অরুনি মায়া অনু বলেছেন: আঁধারে সব রং কালো জানি, তবুও এই কালো না পেলে জোনাকিরা জেগে উঠেনা |
হয়ত অনামিকা ভাল আছে , ভোরের সমীরণে কুড়িয়ে নিচ্ছে ঝরে পড়া লাল টকটকে কৃষ্ণচুড়া ফুল |
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০০
মেহেদী রবিন বলেছেন: জোনাকির সম্ভাবনা অপার। আর অনামিকারা ভালো থাক, ভালো থাকতেই জীবন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অরুনি মায়া অনু। শুভেচ্ছা।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭
জেন রসি বলেছেন: খুব প্রিয় কেউ অতীতের মতই একই সাথে ভালো এবং বিষন্ন। বর্তমান তাই কিছুটা প্রাপ্তির মাঝেও শূন্য। কারন প্রিয় কেউ অতীতের মতই হারিয়ে গেছে।
দারুন কবিতা।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫
মেহেদী রবিন বলেছেন: বাহ ! অনেক সুন্দর করে বললেন তো ! হয়ত তাদের হারিয়ে যাওয়াতেই অতীত বৈচিত্রময় অসম্ভব সুন্দর মন্তব্য ও লাইকটির জন্যে আপনাকে ধন্যবাদ জেন রসি।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০১
রক্তিম দিগন্ত বলেছেন:
জেন রসি বলেছেন: খুব প্রিয় কেউ অতীতের মতই একই সাথে ভালো এবং বিষন্ন। বর্তমান তাই কিছুটা প্রাপ্তির মাঝেও শূন্য। কারন প্রিয় কেউ অতীতের মতই হারিয়ে গেছে।
আপনার লেখাগুলোর মাঝে এই কবিতাটা বেস্ট ছিল। মন্তব্যে কী লিখব নিজেই বুঝতে পারছিলাম না, রসি ভাই বাঁচিয়ে দিল।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন রক্তিম দিগন্ত।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
লাইক ++
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই মন্তব্য ও লাইকটির জন্যে । শুভেচ্ছা
৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অনামিকার আকাশ যে আজ ভিন্নজনের তরে,
আছে হয়তো সে বেশ!
গাঁথা স্বপ্ন আর গেঁথেও না হে কবি
সময় তো অনেক বয়ে গেল
এখন স্বপ্ন ছিড়ে ফেল।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
মেহেদী রবিন বলেছেন: "দীর্ঘশ্বাস নয় এ তোমার জন্যে
এ আমার অনাহূত প্রেম যারা ঝরে গেছে
কিংবা আজও ঝরে শরতের শেষে,
যে শিউলি ভিজল না ভোরের শিশিরে
শাখে ফুটে তার আর লাভ কি বলো।"
সুন্দর মন্তব্যটির জন্যে আপনাকে ধন্যবাদ। স্বপ্নের ফেরিওয়ালা , শুভেচ্ছা নিবেন।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪
সামিয়া বলেছেন: বেশ সুন্দর হয়েছে
১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল
৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: জী এস ভাইয়ার শেষ কথাটা আরো ভালো হোক দিনকে দিন। হচ্ছে। স্পষ্টত।
অনামিকারা অনেক ভাগ্যবতী। +
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩
মেহেদী রবিন বলেছেন: মন্তব্যে ভালোলাগা, ধন্যবাদ এবং শুভেচ্ছা
৯| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ++++
২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: মেহেদী রবিন ,
একটি না গাওয়া গান, একটি না মেলা সুরের মতোই আর্তনাদ করে গেছে লেখাটি ।
এমন হলে অনামিকা ভালো থাকে কি করে ?
ভালো লাগলো । আরও ভালো হোক দিনকে দিন ।