![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কোন দিন
কোন মুহূর্তে আনমনা স্মৃতিদের ভিড়ে
যদি কোন এমনই এক রোদহীন শীতের ভোরে
আমাকে খোঁজ তুমি
জেনো সেই কুয়াশায় কলই শাকের মাঠে আমি থাকি।
সোনা রঙ ঝরা পাতায় শিশিরের উৎসবকামী
পড়ন্ত হিম বিন্দুতে পৃথিবীর ছায়া যখন
অশান্ত চোখের তারায় বিম্বিত সূর্যের মতন
তাদের ক্ষণিকের প্রসারিত বুকে অঙ্কিত হয়
যখন দিগন্তের বাসন্তি সর্ষেরাও ফুলেল উত্তরায়
তোমার হাসির মত হাসে,
যখন খেজুরের রসে
সিক্ত শালিকের ঠোঁট আরো কয়েক চুমুকে ভাসে
আমি থাকি সেইখানে
ভেজা পাতায় ধোঁয়ার গন্ধ ছড়ানো আগুনে
কৃত্রিম রোদে খালি গা শিশুটির দারিদ্রতায়
অথবা সেই ছানি চোখ প্রাচীনের মুমূর্ষুকায়
শতাব্দীর পুড়ানো চাদরের মত আমি থাকি
আর তোমার শরীরে
চিরদিনের মত সঞ্চিত নরম ওম খুঁজে ফিরি।
২৮-১০-১৬ ভোরঃ ০৮ঃ৩০ মিনিট
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
মেহেদী রবিন বলেছেন: কবীর ভাই, অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ ও শুভেচ্ছা
২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সোঁদা গন্ধে প্রেম প্রেম অনুভব। সুন্দর। +
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
মেহেদী রবিন বলেছেন: সোঁদা গন্ধটা খুব প্রিয় ধন্যবাদ দিশেহারা রাজপুত্র
৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! অনন্য সুন্দরর লেখা.,,, অভিনন্দন
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
মেহেদী রবিন বলেছেন: আপনাকে ধন্যবাদ এমন উদ্দীপক মন্তব্যের জন্যে। শুভেচ্ছা
৪| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
শরতের ছবি বলেছেন:
বেশ ভাল । জীবনানন্দের কবিতার গন্ধ পেলাম ।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২২
মেহেদী রবিন বলেছেন: তাই !! ধন্য হলাম। অসংখ্য ধন্যবাদ মন্তব্যটির জন্যে
৫| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫১
জিসান অাহমেদ বলেছেন: দারুণ লিখেছেন।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ জিসান আহমেদ। শুভেচ্ছা নিবেন
৬| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৯
ক্লে ডল বলেছেন: আমি যে কথাটি বলতে যাব দেখি ব্লগার শরতের ছবি বলে দিয়েছেন।
ভাল লাগল কবিতাটি।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ও শুভেচ্ছা
৭| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালোলেগেছে।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যটির জন্যে। শুভেচ্ছা নিবেন
৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার পরতে পরতে অনিন্দ্য হিমেল পরশ! শতভাগ ভাল লাগা!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৮
মেহেদী রবিন বলেছেন: ভালো লাগায় থাকতে পেরে ধন্য। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা
৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৯
ডঃ এম এ আলী বলেছেন: শতাব্দীর পুড়ানো চাদরের মত আমি থাকি
আর তোমার শরীরে
চিরদিনের মত সঞ্চিত নরম ওম খুঁজে ফিরি।
অনেক ভাল লাগার কবিতাদের মধ্যে একটা ।
শুভেচ্ছা রইল
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪২
মেহেদী রবিন বলেছেন: খুব ভালো লাগছে আপনার মন্তব্যটি পড়ে। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা
১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ ভালো লেগেছে!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৮
মেহেদী রবিন বলেছেন: তাহলে শীতের ভোরে ভালো লাগায়ও আমি থাকি
১১| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮
নীলপরি বলেছেন: সুন্দর শব্দ চিত্র । ভালো লাগলো ।
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
মেহেদী রবিন বলেছেন: নীলপরির ভালো লাগায় থাকতে পেরে ধন্য। ক'জন পারে !
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন!