![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেশী কিছু চাই না, বেশী কিছু কখনই লাগে নি
অদম্য ভারী মেশিন গান কিংবা দূরপাল্লা মর্টার শেল,
লাগে নি তো;
একটা সেকেন্ড হ্যান্ড স্টেনগান অথবা মান্ধাতা থ্রি নট থ্রি
সাথে হয়ত জং পড়া দু’ডজন গুলি
তাতেই চলেছিল ঢের
কলমহীন নষ্ট ছেলের লালচে কবিতা
সবুজ হৃদয়ে স্থান পেয়েছিল । ।
আমরা স্বাধীন হয়েছি কিন্তু আসলেই কি আমরা স্বাধীন? আমি তো দেখি, আমরা বেশ স্বাধীনতার সাথে অন্যান্য জাতির জীবন যাপন, চিন্তা, সংস্কৃতি অনুকরণ করে আসলে সেই পরাধীনতার মাঝে ছুটে চলেছি। আমাদের নিজস্বতা তো আমি তেমন কোথাও খুঁজে পাই না। আমাদের নিজস্বতাকে বাঁচিয়ে তুলতে একটা বিপ্লব হওয়া দরকার।
জীবন মানেই সংগ্রাম আর সে সংগ্রামের সবচেয়ে বড় হাতিয়ার মানুষের নিজস্বতা, স্বপ্ন ও দৃঢ়তা। নিজের স্বপ্ন , স্বত্বা ও অধিকার রক্ষায় দৃঢ়চেতা সকল বিপ্লবীকে উৎসর্গ করেই এই কবিতা। অনুপ্রেরণায় থাকলো বাংলার স্বাধীনতা যুদ্ধের লাখো বিপ্লবী প্রাণ।
রচনাকালঃ ২রা সেপ্টেম্বর ২০১৬
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩
মেহেদী রবিন বলেছেন: বাঙালির প্রধান সমস্যা তারা শুধু অন্যেরটা নকল করে। অথচ আমাদের আছে কি বিশাল ঐতিহ্য, সংস্কৃতি। এগুলো নিয়ে কাজ করে যদি বিশ্বে ছড়িয়ে দিতে পারি আমরা তো একদিন বাইরের লোকজনই আমাদের অনুকরণ করতো
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১১
সুমন কর বলেছেন: লালচে কবিতা, ভালো হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬
মেহেদী রবিন বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম সুমন দা। ধন্যবাদ এবং শুভেচ্ছা
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩
ডঃ এম এ আলী বলেছেন: কলমহীন নষ্ট ছেলের লালচে কবিতা
সবুজ হৃদয়ে স্থান পেয়েছিল । ।
এর জন্যই তো স্বাধিনতা
অনুভুতির সুন্দর প্রকাশ
শুভেচ্ছা রইল ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০
মেহেদী রবিন বলেছেন: স্বাধীন হয়েও কি আমরা স্বাধীন? এখনো তো আমরা চিন্তা, ভাবনা, জীবন, সংস্কৃতি সর্বক্ষেত্রেই অন্য সব জাতিদের পরাধীন। নিজেদের যা আছে তাই নিয়ে সংগ্রাম করার জন্যে আরেকটা বিপ্লব দরকার
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: সেটাইতো দরকার । এর জন্য চাই প্রজন্ড অাত্ববিশ্বাস ও নীজেদের মর্যাদাবোধ । ধন্যবাদ ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৩
মেহেদী রবিন বলেছেন: আরো দরকার জাতিগত একতা। তাতেও তো দিন দিন ফাটলই ধরছে যেন। আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর হয়েছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৪
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ কবীর ভাই। শুভেচ্ছা থাকলো
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো লেগেছে।+++++
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যে। শুভেচ্ছা
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
জিন্দাপীর বলেছেন: অনেক ভালো লিখেছেন।পড়তে গিয়ে আমার শরীর শিহরণ দিয়ে উঠে।অনেক ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা
৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
নীলপরি বলেছেন: কলমহীন নষ্ট ছেলের লালচে কবিতা
সবুজ হৃদয়ে স্থান পেয়েছিল । ।
অল্প কথায় অনেক কিছু বলেছেন । ভালো লাগলো ।
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
মেহেদী রবিন বলেছেন: আবেগের গভীরতা স্বল্প কথাই পছন্দ করে মন্তব্যে ধন্যবাদ। শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলার মানুষের অদম্য প্রতিরোধের কোন ভারী অস্ত্র লাগে না। মনোবল আর একাগ্রতা দিয়ে বারবার বাংগালি প্রমাণ করেছে এ জাতি মাথা নোয়াবার নয়!
দেশেরটানে লেখা কবিতায় প্লাস+++