নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

Like A November Rain

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৭



When you come
Come like a mid November rain
So sudden in my days and nights
That they will be drenched again
Thinking not about wrongs or rights.
With those little drops rolling on greens
And blacks to revive them in beauty,
You hold me there erasing away my sins
To make a man beyond my past penalty.
When you leave, like a November rain
Leave your sighs and sadness to me
As a memento of our farewell,
I will call them the northern breeze
And the ballad of Winter tale.


12:45 a.m. ... ... ... ... 5.11.2016

Picture Credit: Google

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
A melodious poetry that tuches the heart like gentle breeze. But pardon me, recheek some errors like tail which should be tale and in line seven And should be like and.

However, its a beautiful romantic poetry. Carry on. Three star Plus +++.

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪

মেহেদী রবিন বলেছেন: Thanks for correction. Edition has been made. :)
It's always a pleasure to have your comments. :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: Wow...।

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

মেহেদী রবিন বলেছেন: A single wow is good enough when it's come from you. :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫২

অরুনি মায়া অনু বলেছেন: ইংরেজি কবিতা খুব একটা লেখেনা ব্লগে কেউ। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চমৎকার লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২২

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ। হঠাৎই এলো। ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো

৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২০

মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে। আপাততঃ ভাল লাগার কথাটুকু "লাইক" দিয়ে জানিয়ে গেলাম। কাল সকালে পুনরায় পড়ে মন্তব্য করার আশা রাখছি।

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

মেহেদী রবিন বলেছেন: আপনার ভালো লাগায় থাকতে পেরে সত্যি ভালো লাগছে। অপেক্ষায় রইলাম

৬| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: To make a man of more than my past penalty - এই লাইনটার অর্থ ঠিকভাবে বুঝতে পারিনি।
কবিতার শেষ পাঁচটি চরণ খুব ভাল লেগেছে। কবিতায় একটা বিরহী কিন্তু মিষ্টি আমেজ ফুটে উঠেছে।
ছবিটার সূত্র উল্লেখ করলে কিংবা এ সম্পর্কে কিছু কথা রেখে গেলে ভাল হতো।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

মেহেদী রবিন বলেছেন: past penalty দিয়ে আসলে অতীত ভুলের শাস্তি বা গ্লানিতে পরযবাসিত মানুষকে বোঝাতে চেয়েছি এবং November rain যেমন বছরের অতিবাহিত সিংহভাগ সময়ের স্মৃতি মুছে দিয়ে নতুন ঋতুতে বছরকে প্রবেশ করায় তেমনি সে যেন অতীতের গ্লানিতে দণ্ডিত মানুষকেও সব পাপ মুছে দিয়ে নতুন মানুষে পরিণত করে তারই আহ্বান জানানো হয়েছে লাইনটিতে।
আমার পোস্টকৃত সকল ছবিরই উৎস গুগল। প্রথম দিকে দিতাম। আপনি যেহেতু বললেন, আজ থেকে আবার দিবো। ধন্যবাদ সুন্দর মন্তব্যটিতে।

৭| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

প্রথমকথা বলেছেন:


Very beautiful present, finishing from the beginning is very nice.

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

মেহেদী রবিন বলেছেন: Thank you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.