নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বিচারক

নতুন বিচারক › বিস্তারিত পোস্টঃ

গরুর কলিজা এক দাম ৬০০টাকা নিলে নেন নাইলে ফোটেন মিয়া

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২


ভাই আপনার কলিজার কেজি কত ? ভাই আমার কলিজার দাম জিঘাইলেন ? ভাই আমার কলিজা
বিক্রি করলে আমি বাঁচমু কেমনে ? আরে ধুর মিয়া আপনের কলিজার কথা কইছে কে ? বলছি আপনার
দোকানে ঝুলিয়ে রাখা গরুর কলিজার দাম কত ?
ও আচ্ছা সেই কথা বলেন ! ভাই গরুর কলিজার এক দাম ৬০০টাকা । কিছু কম হবে না ? ভাই কম হবে না ।
এক দাম ৬০০টাকা নিলে নেন নাইলে ফোটেন মিয়া ।এমনেই বৃষ্টির দিন কলিজার খুব চাহিদা আজ,আর
একটু পর আসলে ৮০০টাকা কেজিও পাবেননা ।ভাই কলিজার দাম ৬০০ হলে গোস্তের দাম কত ?
ভাই গোস্তের দাম ৫০০টাকা কেজি । ভাই গোস্তের দাম কম কেন ? ভাই ঠাণ্ডার দিন বলে আইজকা গোস্তের চেয়ে
গরুর কলিজার দাম বেশি । ও আচ্ছা ঠিক আছে....।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

ওমেরা বলেছেন: তাই নাকি কারন কি ?

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

নতুন বিচারক বলেছেন: মেয়ের কলিজা দিয়ে খিঁচুরী খেতে চেয়েছিল তাই গরুর কলিজা কিনতে যেয়ে শুনি বৃৃষ্টির দিন ঠাণ্ডা বলে কলিজার দাম বেশি।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

ওমেরা বলেছেন: হায় আল্লাহ !! এটা কি বল্লেন মেয়ের কলিজা ------------------------!!!! হি হি হি হি হি হি

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

নতুন বিচারক বলেছেন: মেয়ে গরুর কলিজা দিয়ে খিঁচুরী খেতে চেয়েছিল তাই গরুর কলিজা কিনতে যেয়ে শুনি বৃৃষ্টির দিন ঠাণ্ডা বলে কলিজার দাম বেশি।

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

Al Rajbari বলেছেন: হা হা হা :D :D

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

নতুন বিচারক বলেছেন: :D

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার শেয়ার।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৮

ধ্রুবক আলো বলেছেন: গরুর কলিজার দাম শুইনা নিজের কলিজা কাইপা উঠছে

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০

নতুন বিচারক বলেছেন: আমারো কিন্তু প্রথমে আপনার মতই অবস্থা হয়েছিল।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭

নাইম রাজ বলেছেন: ছয়শত টাকা কেজি ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

নতুন বিচারক বলেছেন: জি তবে আর বলছি কি?

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ৬০০ টাকা কম চাইছে দেশের যে অবস্থা আরেকটু বেশি চাওয়ার ধরকার ছিল।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

নতুন বিচারক বলেছেন: কি বলেন ভাই তাহলে খামু কেমনে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.