![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোস্টটি এখন থেকে প্রায় ৬৫ বা ৭০ বছর আগে বা ১৯৫৫ থেকে ১৯৬০ সালের ভিতরের হজের কিছু দুর্লভ ছবি দেয়া হল ।তখনকার সময় বিভিন্ন দেশ থেকে মুসলিমরা কিভাবে হজ করতেন বা যেতেন এবং নামাজ পড়তেন তারপর তারা কোরবানী কিভাবে দিতেন এবং মক্কা শরীফ কেমন ছিল এরকম নানান বিষয় ছবি গুলোর মাধ্যমে তুলে ধরা হল এই পোস্টের মাধ্যমে। যদিও এগুলো আমার নিজের তোলা ছবি না,ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি । ছবিগুলো দেখে ভালো লাগল তাই ব্লগে শেয়ার করলাম।
ছবি ১
এখানে দেখা যাচ্ছে তখন তারা নদী পথে বা সাগর পথে যে স্টিমার বা পানি জাহাজ দিয়ে হজে যেতেন সে জাহাজ থেকে তারা নামছেন ।
ছবি ২
এটা মনে হচ্ছে তখনকার দিনের ছোট উড়জাহাজ ।
ছবি ৪
এখানে দেখা যাচ্ছে তখন তারা কিভাবে হজ ক্যাম্পে রান্না করতেন তার ছবি ।
ছবি ৫
এখানে তারা প্রচন্ত রোদে ছাতা মাথার উপরে ছায়া দিয়ে বসে আছেন ।
ছবি ৬
ছবি ৭ এখানে তাদের নামাজের দৃশ্য
ছবি ৮
এটা সম্ভবত তাদের হজ মাঠে চলাফেরার ছবি। ছবি ৯ তখন তারা হজে যেতেন এধরনের গাড়িতেও চরে।
ছবি ১০ কোরবানির জন্য পশু কিনছেন ।
ছবি ১১ কাবা শরীফে তওয়াফ করছেন হাজিরা
ছবি ১২ সাফা মারওয়া পাহাড়ে পাথর নিক্ষেপ করছেন হাজিরা।
তখনকার সময় হজে যাতায়েত এবং মালামাল বহণ করার জন্য ঘোড়া এবং ঘোড়ার গাড়ি ব্যবহার
করা হতো ।
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নতুন বিচারক বলেছেন: ওটা সম্ভবত প্রথমদিকে কাবাশরীফের স্থানে যে পাথর রাখা হয়েছিল ।
২| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছবিগুলো দেখতে পেয়ে।
শুভেচ্ছা রইল।
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।
৩| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো দেখার সুযোগ করার জন্য ধন্যবাদ
৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ওটা সম্ভবত প্রথমদিকে কাবাশরীফের স্থানে যে পাথর রাখা হয়েছিল । !!!!!!!!!!!!!!!!!!!!!!!
ওটা সম্ভবত মাকামে ইব্রাহিম !
এত প্রসদ্ধি একটা ধর্মীয় বিষয়ে নিশ্চিত হয়ে লিখুন। অথবা জানার জন্য আহবান জানান। এটাই বোধকরি সবচে যুক্তিসংগত!
১২ নং ক্যাপশনটাও ভুল। সাফা মারওয়া পাহাড়ে কংকর মারে না, ওখানে সাঈ করে বা দৌড়ায়!
কংকর নিক্ষেপ করে -মিনায়।ওখানে চিহ্ণিত জামারায় বা শয়তানের ওয়াসওয়াসা দেবার স্থান গুলোতে। যা ছোট মধ্যম এবং বড় নামে তিনটি নামে অভিহিত।
আর অনুগ্রহ করে সাধারন টাইপো গুলোতে নজর দিন।
দারুন সব পুরানো ছবি দিয়ে স্মৃতিকে জীবন্ত করায় ধন্যবাদ।
৫| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৬
ঢাকার লোক বলেছেন: ১১ নম্বর ছবিতে মনে হচ্ছে জামারাতে পাথর মার্চে হাজিরা,আর ১২ নম্বরে আরাফার ময়দানে জাবাল এ রহম এর পাদদেশে হাজীদের সমাবেশ
৬| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২৩
মামুন ইসলাম বলেছেন: টাইপোগুলো ঠিক করেনিন।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
আমি চির-দুরন্ত বলেছেন: কিন্তু প্রথম ছবি আর ১১ নং ছবির মধ্যে একটা সাংঘর্সিক ব্যাপার দেখা দিচ্ছে। তারা কিসের চারদিকে তাওয়াফ করছেন(১১ নং ছবিতে)??