নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বিচারক

নতুন বিচারক › বিস্তারিত পোস্টঃ

বিয়ের দেনমহর যেন বিয়ের নামে ব্যবসা না হয়ে দাঁড়ায়

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬


ইসলাম মতে মহর বা মোহর হলো বিবাহের সময় কনের দাবিকৃত অর্থ বা সম্পদ যা বর বা বরের পিতার পক্ষ থেকে কনেকে প্রদান করতে হয়। এটি প্রদান করা বাধ্যতামুলক। মহরের মাধ্যমেই পুর্নাঙ্গ বিয়েকে বৈধ করা হয়। এবং এটা কনের হক ও পূর্ণ অধিকার,আর এই মহর বা দেনমহরের অর্থ,অল্ঙকার বা সম্পদ এক মাত্র কনের ইচ্ছা মতই খরচ করতে হয়,এ অর্থের উপরে অন্যকারো হস্তক্ষেপ চলবে না। প্রাচীন আরবে যৌতুক দেয়ার প্রথা চালু ছিল কিন্তু নবুয়াত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ তাআলার নির্দেশে যৌতুক প্রথাকে নিষিদ্ধ করেন এবং দেনমহরপ্রথা চালু করেন। ইসলামে মহরের কোন সীমারেখা নেই। সর্বনিম্ন সাড়ে আঠারো তোলা রৌপ্য বা কনের মতামত অনুযায়ী তার সমমূল্যের অর্থ বা সম্পদ কনেকে তার সম্মতি অনুযায়ী মোহর হিসেবে প্রদান করা যাবে। মোহর বাকি না রেখে যথাসাধ্য আদায় করতে বলা হয়েছে যেন কনের মহর প্রাপ্তি নিশ্চিত হয়। বিয়ে একটি সামাজিক বন্ধন। ইসলাম নারী পুরুষের মধ্যে সুন্দর এবং পবিত্র জীবনযাপনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওযার ব্যবসস্থা করেছে । তবে এই পবিত্র সম্পর্কটি নিয়েও আজকাল দেনমহরের প্রথাটিকে
অনেক কনের বাবা মা বা আত্মীয়স্বজনরা একটি ব্যবসা মুলচাবি বানাচ্ছেন ।আমি আগেই বলেছি দেনমহরের অর্থ সম্পদের ওপর শুধু মাত্র
কনের হক,এবং এটা বরের জন্য বাধ্যতামূলক,আর সে জন্যই যখন বিয়ে বাড়িতে আমরা যখন মহর নিয়ে আলোচনা করি তখন যেন এ বিষয়টি নিয়ে বর এবং কনের মতামত নিয়ে ধার্য করি । আরেকটি বিষয় লক্ষ রাখতে হবে আমাদের এখানে বরের ইনকামসোর্স কত বা বর
কতটুকো মহর দিতে পারবেন ।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

পাপের বোঝা বলেছেন: হুম, সহমত এটা যেন বেশী কঠিন না হয়ে যায়। কিন্তু কে শোনবে কার কথা, কনেরা তো তাদের বান্ধবীদের দেনমোহরের সাথে তুলনা করে মোহরানার দাম বলে। যদিও সবাই একরকম না।

০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

নতুন বিচারক বলেছেন: কষ্ট করে পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ ।

২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথা বলেছেন ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

নতুন বিচারক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি দেনমোহরে আটকা খাইছেন নাকি?? আমার তো তাই মনে হচ্ছে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

নতুন বিচারক বলেছেন: ঠিক এমনই ।

৪| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

গোফরান চবি বলেছেন: সহমত।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

নতুন বিচারক বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.