![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা আপনি..
+-------------------+-------------------+
স্বাধীনতা আপনি
ফুটপাতে কাঁদা ভিখারির লাল মূত্র,
স্বাধীনতা আপনি
এখনো চলমান ব্রাহ্মণ-জিহাদি-শুদ্র।
স্বাধীনতা আপনি
এদেশে 'ডিভাইড এন্ড রুলস'এর রিমেক,
স্বাধীনতা আপনি
ধর্ষিতা তৈরীর অবাধ্য চামড়ার পেরেক।
স্বাধীনতা আপনি
ধর্মকে পড়ানো রাজনীতির আলখাল্লা,
স্বাধীনতা আপনি
'ডেমোক্রেসি'নামক আর্টিফিশিয়াল জেল্লা।
স্বাধীনতা আপনি
নব্য সৃষ্ট বাংলারত আর বাংলাস্তান,
স্বাধীনতা আপনি
গ্রন্থের হুকুমে করা সকল মুস্কিলআসান।
স্বাধীনতা আপনি
ক্রীড়াস্টেডিয়ামে নিসৃত অতিরিক্ত দেশপ্রেম,
স্বাধীনতা আপনি
মায়ের অশ্রুস্নাত নিহত ছেলের ফ্রেম।
স্বাধীনতা আপনি
অবৈধ পথে ভিপিএনের জয়জয়কার,
স্বাধীনতা আপনি
হাটু বুদ্ধিওয়ালা আইনের সমাহার।
স্বাধীনতা আপনি
উচ্চশিক্ষিত হয়েও কূপমন্ডুকতায় ভোগা,
স্বাধীনতা আপনি
পাখি ড্রেসের অভাবে গায়ে আত্মহত্যা মাখা।
স্বাধীনতা আপনি
মসীর উপর অসীর কতল আগ্রাসন,
স্বাধীনতা আপনি
সভ্য সংস্কৃতির ইরেক্টাইল ডিসফাংশন।
স্বাধীনতা আপনি
ইতিহাস ভুলে পুনঃ একত্রের আহবান,
স্বাধীনতা আপনি
ডিসেম্বরের চৌদ্দকে 'চোদ্দ' করার শ্লোগান।
স্বাধীনতা আপনি
'সংখ্যালঘু' নামক লাঞ্ছিত বেওয়ারিশ কুত্তা,
স্বাধীনতা আপনি
নিরাপত্তার ফাঁদে হাজার ফেলানি হত্যা।
স্বাধীনতা আপনি
আপগ্রেটেড মধ্যযুগীয় বর্বরতা,
স্বাধীনতা আপনি
নষ্টের শাসনে চলা ঘাতক দেশমাতা!
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
আপেক্ষিক অয়ন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
গেম চেঞ্জার বলেছেন: সামুতে স্বাগতম!