নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন গেম

নতুন গেম › বিস্তারিত পোস্টঃ

ব্লগগুলো এই ডিজিটাল যুগের একটি নতুন ট্রেন্ড!

০২ রা মে, ২০১৬ রাত ৩:৩৪


ব্লগ হলো একটি প্লাটফর্ম বা এমন একটি জায়গা যেখানে চাইলে আমরা আমাদের মনের ভাবনাগুলো অথবা মুক্ত মতামতগুলো কোন বাঁধা বিপন্ন ছাড়াই অতি সহজে প্রকাশ করতে পারি । সারা বিশ্বে বর্তমান এই ইন্টারনেটের যুগে ব্লগ কমিনিউটি সকল বয়সের সকল শ্রেনীর লোকের কাছে একটি জন প্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে ।

তবে আরেকটি কথা এটা তাদের জন্যই যারা সব সময় জীবনে ঘটে নানা ঘটনাগুলো ডাইরী রূপে বন্দী করে বা নোট করে রাখতে চান তাদের জন্য জন্য বিশ্বের বিভিন্ন ব্লগ সাইটগুলো দিয়েছেন নানান ভাবে সুযোগ সুবিধা । ব্লগ বেশ কয়েক ধরনের আছে যেমন আপনি যদি চান আপনার লেখাগুলো অন্য কেউ পড়তে পারবে না সে ক্ষেত্রে আপনি চাইলে আপনার মন মতো সেটিং করে নিতে পারেন । আর ওইরকম সেটিং করার জন্য প্রথমে আপনাকে ব্লগপোস্ট না হলে ওয়ার্ডপ্রেস নামক জনপ্রিয় ব্লগ সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে । এ দুটো ব্লগ লেখার জন্য সব থেকে জনপ্রিয় সাইট তবে এগুলো ছাড়াও আরো বিভিন্ন মাধ্যম আছে আপনি চাইলে আপনার লেখালেখী চালিয়ে যেতে পারেন । যেমন গুগল আছে টুইটা ও ফেসবুক ইত্যাদি সাইটগুলোতেও চাইলে ব্লগ লেখা যায় ।

এছাড়াও যারা বানান নিরভুল ভাবে লেখেন তারা চাইলে আমাদের দেশে যেমন সামহোয়্যারইন ব্লগ,আমার ব্লগ , আমার বাংলা ব্লগ, বকলম,
সচালয়তন,একুশে ব্লগ,টুডে বাংলা ,মুক্তমনা , ইত্যাদি বাংলা মিউনিটি ব্লগ সাইট আছে সেগুলোতে লেখতে পারেন । অনেকের মনে প্রশ্ন জাগতে যে ব্লগে কি লেখমু ? বা ব্লগে কি সবাই লেখতে পারে ? তাদেরকে বলছি ব্লগে আপনি আপনার জীবনের বর্তমান ও পিঁছনে ঘটে যাওয়া নানান সৃত্বিময় ঘটনাগুলো শেয়ার করতে পারেন । এ ছাড়াও ভবিষৎ আপনার কি চিন্তা ভাবনা তাও শেয়ার করতে পারেন ।তা ছাড়াও আমরা অনেকে গল্প কবিতা ইতিহাস বিভিন্ন ধরনের নাটক মুভি ও গানও রিভিউ করে লেখা যায় ।

এক কথায় মনের সকল চিন্তাধারা প্রকাশ করা যাবে তবে সেগুলো মান সম্পন্য এবং অশ্লীন ভাষা মুক্ত হতে হবে ।
এছাড়াও আপনি আপনার নাগরিক দায়িত্ব হিসেবে বিভিন্ন কম্পানী নানান ধরনের সামগ্রী তৈরি করছে আপনি চাইলে বা সেই সামগ্রী সম্পর্কে আপনার ধারনা থাকলে আপনি সেই সব সামগ্রী নিয়ে কন্টেন্ট তৈরি বা সচেতনমূলক পোস্টও দিতে পারেন । যাতে করে বিপণনকারী বা বিক্রয়কারী ও সামগ্রী প্রস্ত্তুতকার তারাও একদিকে যেমন তাদের তৈরি বা ব্রান্ডের মার্কেট এবং ভালো মন্দ সম্পর্কে ধারনা রাখতে পারলো অন্যদিকে ক্রেতা বা ক্রয়কারীরা বা ব্যবহারকারীরাও ওই সামগ্রীগুলোর সম্পর্কে সচেতন থাকলো । অন্যদিকে আপনার লেখার মাধ্যমে আপনারও নাগরীক দায়িত্বপালন করা হলো ।


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ ভোর ৫:৪০

ভাবনা ২ বলেছেন: অতি উপকারী একটি লিখা পরলাম । ভাল লেগেছে । ধন্যবাদ সুন্দর পোষ্টির জন্য ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৪

নতুন গেম বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য ও পোষ্টি পড়ার জন্য ।

২| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:০৩

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৫

নতুন গেম বলেছেন: ধন্যবাদ ।তেমন কিছু আসলে গুছিয়ে লেখতে পারিনি ।

৩| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাদেরকে বলছি ব্লগে আপনি আপনার জীবনের বর্তমান ও পিঁছনে ঘটে যাওয়া নানান সৃত্বিময় ঘটনাগুলো শেয়ার করতে পারেন । এ ছাড়াও ভবিষৎ আপনার কি চিন্তা ভাবনা তাও শেয়ার করতে পারেন ।তা ছাড়াও আমরা অনেকে গল্প কবিতা ইতিহাস বিভিন্ন ধরনের নাটক মুভি ও গানও রিভিউ করে লেখা যায় ।

আমি একমত। ধন্যবাদ নতুন গেম।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৯

নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভাইসাব ।

৪| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:৩৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন সহমত ।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৮

নতুন গেম বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই ।

৫| ০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪১

আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো ।তয় আমার যা মন চায় তাই লেখী । আর সে জন্য মডুরা আমারে খালী ব্যন করে । :)
এইযে আইজ দেখমু নতুন পোস্ট দিতে না পারলে আবার আরেকটি নতুন নীক খুলমু । :)

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৮

নতুন গেম বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই ।

৬| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩১

কাঁচাঝাল বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৯

নতুন গেম বলেছেন: ধন্যবাদ ।

৭| ০২ রা মে, ২০১৬ রাত ৮:০৭

হাটহাজারির তইন বইলচি বলেছেন: এই ব্লগগুলাতে বেশরিয়াতি কাজ চলতে আছে, তেঁতুল বেশি খাওয়া হইতে আছে। এই ব্লগগুলাতে নারী পুরুষের অবাধ মিলামিশা অবিলম্বে বন্ধ করতে হইবে।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:২০

নতুন গেম বলেছেন: আমি আবার ওগুলো কম বুঝি ।

৮| ০৬ ই মে, ২০১৬ রাত ২:০৩

বিষাক্ত আমি বলেছেন: খুব ভালো বলেছেন।ধন্যবাদ

০৮ ই মে, ২০১৬ সকাল ৯:২৯

নতুন গেম বলেছেন: গুরুত্ব দেয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.