![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছু দিন হলো পিয়াল, আর মিতুর বন্ধুত্ব সম্পর্কটি গড়ে উঠেছে ।প্রথম প্রথম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
থাকলেও পরে পিয়াল মিতুকে অন্য ভাবে ভালোবাসতে শুরু করে । পিয়াল বহু দিন থেকে ভাবছে মিতুকে তার ভালোবাসার কথা জানাবে,
কিন্তু কোন ভাবেই অনেক ভাবনার পরেও জানাতে পারলো না পিয়াল সে যে মিতুকে ভালোবাসে সে কথা ।
একদিন রাতে পিয়াল বিছানায় একা একা শুয়ে ভাবলো কালকে যে করেই হোক মিতুকে বলতে হবে
আমি যে তাকে ভালোবাসি ।
পরদিন বিকেলে প্রতিদিনের মতো পিয়াল মিতুর সাথে
দেখা করার জন্য বাহিরে বেরহলো । ওরা প্রতিদিন যেখানে বসে আড্ডা দেয় পিয়াল সেখানেই যেয়ে মিতুর অপেক্ষায় বসে আছে ।বেশ কিছুক্ষন একা বসে থাকতে থাকতে পিয়াল বিরক্ত হয়ে মিতুকে ফোন দিলো, ফোনের ওপার থেকে ফোনটি রিসিব করা হলো কিন্তু মিতু কিছু বলার আগেই পিয়াল বলতে শুরু করলো, হ্যালো মিতু কি হলো আজ এখনো আসছো না কেন ? সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি ।প্লীজ মিতু তারাতারি চলে আসো আজ না আমি তোমাকে একটি কথা বলবো
যে কথাটি আমাদের বন্ধুত্ব হবার পর থেকে বহু দিন ভেবেও তোমায় বলতে পারিনী সে কথাটি আজ তোমায় বলবো ।
ফোনের ওপার থেকে কেউ একজন বলে উঠলো বেশি দেরী করে ফেলেছো বাবা ।কাল রাতে মিতুর বাবার বন্ধুর ছেলের সাথে মিতুর বিয়ে হয়েগেছে মিতু এখন
তার শশুরবাড়ি ।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৩
নতুন গেম বলেছেন: যাকে ভালই বাসবেন তাকে আগেই বলা ভালো ।ধন্যবাদ ।
২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০১
এম কে মিশুক বলেছেন: ভালোবাসার কথা বলার সাহস সবার থাকে না।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৫
নতুন গেম বলেছেন: আর সাহস না থাকলে ভালোবাসার ধরকার কি ।
প্রেম করতে বুকে সাহস রেখে এগিয়ে যেতে হয় ।
৩| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৭
কানিজ রিনা বলেছেন: ছেলেটা ব্যাক্তিত্ব্যবান বটে।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৫
নতুন গেম বলেছেন: গল্প নাটকের নায়ক নায়িকারা এমনি হয় । ধন্যবাদ
৪| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৩
বিপরীত বাক বলেছেন: একটুর জন্যে !
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৬
নতুন গেম বলেছেন: অল্পের জন্য এগিয়ে যেতে পারলো না । ধন্যবাদ ।
৫| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:০৯
হুকুম আলী বলেছেন: দারুণ ঘটনা।
০৮ ই মে, ২০১৬ সকাল ৯:২৪
নতুন গেম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার কথা বুঝি আগে আগে বলাই ভাল