![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সময় মুখে বলার চেয়ে ইশারাই শ্রেয়। কিন্তু সব ইশারা সমান নয়।
সু এর পাশাপাশি কু ইঙ্গিতও রয়েছে। কয়েকটা ভঙ্গিমা আছে যা সারা পৃথিবীই অশালীন হিসেবে পরিচিত।
ওকে এটা সাধারণত অশালীন নয়। কিন্তু কিছু সময় বিশেষে ঝামেলা পাকাতেই পারে। যেমন ইউরোপে এর মানে হলো গোল্লা দেখানো।
কিন্তু দক্ষিণ আমেরিকা আর মধ্যপ্রাচ্যে এর দ্যোতনা সাংঘাতিক। কখনও কখনও এটি সমকামীদের অপমান করার জন্যও প্রদর্শিত হয়ে থাকে।
মিডল ফিঙ্গার বাকি আঙুল মুড়ে শুধু মধ্যমাটিকে উঁচু করে দেখানোর মানে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এভাবে মধ্যমা দেখানোর মানে ইংরেজি f অক্ষরটিকে দেখানো। আর f অক্ষরটি দিয়ে আসলে Fuck বোঝানো হয়।
বিংশ শতকের পাঙ্ক রক সংগীত শিল্পীরাই জনপ্রিয় করেন এই ইশারাকে।
হর্ন তর্জনি আর কনিষ্ঠা খাড়া করে শিং দেখানো নেহাতই অসভ্যতা। এর অর্থ হচ্ছে ফিলিং হর্নি।
এখন হর্নি টার্মটার পিছনে খেলা করছেন চির পরিচিত এক চরিত্র। তিনি ডেভিল। ডেভিল বা শয়তানের দু’টি শিং রয়েছে।
অনেকের ধারনা এই সব ইশারা রয়েছে বলেই সমাজের বহু চাপ সইয়ে নেওয়া যায়। আবার ব্যবহৃত হতে হতে ওই সব ভঙ্গিমা এতটাই নির্বিষ হয়ে যায় যে দুধের শিশুও সেটা দেখাতে শুরু করে। আর তা দেখে অবিভাবকরাও মজা পান।কিন্তু এদের ইতিহাস নিয়ে কেউ মাথা ঘামান কি? প্রত্যেকটি ভঙ্গির পিছনেই একটি করে আশ্চর্য ইতিহাস রয়েছে। তাই সকলের জন্য ভঙ্গীর ইতিহাস গুলো জানানো হলো ।
ফিগ হ্যান্ড স্লাভিক দেশগুলোয় তর্জনি আর মধ্যমার মাঝখান দিয়ে বুড়ো আঙুল বের করে দেখানের মানে ডুমুর দেখানো। ডুমুর বা ফিগ স্লাভিক সভ্যতায় যৌনাঙ্গের প্রতীক। তুরস্কে অবশ্য এই ভঙ্গির মানে কোনো প্রস্তাব নাকচ করা।
ছবি লেখার সম্পূর্ণ তথসূত্রঃ- ইন্টারনেট ।
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬
নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: জানলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
নতুন গেম বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া ।
৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩০
চিত্রনাট্য বলেছেন: ছবি গুলা দেখে কিন্তু আমার ভালোই লাগছে, অশালীন লাগে নি।
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৫
নতুন গেম বলেছেন: ধন্যবাদ । আপনার নিক নামটি খুবই সুন্দর ।
৪| ১০ ই মে, ২০১৬ রাত ১১:২০
মুসাফির নামা বলেছেন: নতুন কিছু জানলাম।
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৯
ঈশান আহম্মেদ বলেছেন: কিছু জানতে পারলাম।