![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালো আছি অর্থ সমাজে একজন ভালো আছে । মনের আনন্দের জন্য লিখি ।
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না),
হয়ে গেলে “হাঁসজারু” কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে “বাহবা কি ফুর্তি!
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।”
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি!
জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি, সেও চায় উড়িতে।
গরু বলে, “আমারেও ধরিলো কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?”
হাতিমির দশা দেখ , তিমি ভাবে জলে যাই,
হাতি বলে, “এই বেলা জঙ্গলে চল ভাই”।
সিংহের শিং নেই, এই তার কষ্ট
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
নিউজপ্রিন্ট বলেছেন: অপু দ্যা গ্রেট, ভাই ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
সুকুমার রায় একজন ছিল । ওনার বই প্রায়ই পড়ি । এই ছড়া গুলো মন খারাপ কে ভাল করে দেয় ।