![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গী সমস্যা কতটা ভয়ানক সেটা আমরা সবাই বুঝি। কিন্তু সমাধানের ব্যাপারে কেউ আমরা আসল জায়গায় যাচ্ছিনা। প্রথম কথা, এই সমস্যা আইন-শৃংখলা বাহিনী দিয়ে দমন হবেনা। আর, এটা কখনো নির্মুল হয়না। কিছুদিন চুপ থেকে আবার সামনে আসে নতুন রুপে। জঙ্গী তৈরি হওয়ার বীজ রয়েছে আমাদের সবার নিজেদের চেতনায়, সামাজিক প্রভাবে। হঠাৎ করে কেউ জঙ্গী হয়না। আমাদের চারপাশেই রয়েছে অসংখ্য জঙ্গী ভাবাপন্ন মনোভাব। শুধু বোমা ফোটানোর পরেই আমরা তাকে জঙ্গী বলি।
সামাজিক সচেতনা তৈরি করার মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধর্মীয় ব্যাপারে খোলামেলা আলোচনাে সুযোগ থাকতে হবে। ধর্মীয় বিষয়ে প্রশ্ন করার পরিবেশ থাকতে হবে। ধর্মের অবমাননা- এই আওয়াজ বন্ধ করতে হবে। রাখঢাক রেখে ব্যাখ্যা দিলে অনেক কথা আড়ালেই থেকে যায়। আর সেই সুযোগ নেয় জঙ্গী বাদে যারা মোটিভেট করে তারা। তখন সহজেই একজন মানুষ মোটিভেটেড হয়ে জঙ্গী হয়ে যায়। কারণ সে দেখে, আরে তাই তো! এসব তো কোনো মওলানা আগে কখনোই বলেনি! এগুলোই তো আসল সত্য! এরপরেই শুরু হয় 'কাফের' মারতে গিয়ে আত্বহননের অপেক্ষা।
২| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
জংগী সমস্যা সমাধান তো আপনার হাতে, কিছু একটা করেন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
শাহজালাল হাওলাদার বলেছেন: জঙ্গি সমস্যা নয়। সন্ত্রাসী/ উগ্রবাদী সমস্যা।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১
নিউওনডার বলেছেন: আত্নহনন