নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়াজ মোহাম্মদ খান

নিয়াজ মোহাম্মদ খান › বিস্তারিত পোস্টঃ

উপদেশ - অপদেশ

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০

আরে মরার জ্বালা-

থামাবে কে পরদেশের উপদেশের ঠ্যালা?

দিনে রাতে সকাল দুপুর , মুখে মধুর হাসি,

নেতা পাতি নেতার দ্বারে কড়া নারে আসি।

কঠিন রকম মিটিং করে কতো রকম গীতি,

পেপার পাতায় , টেলিভিষন দেখায় তাদের নিতি।

মধুর কথা , হাজার বুলি – উপদেশের ঝোলা,

যেন সকল চিন্তা ওদের মোদের জন্য তোলা।

আচ্ছা বলো কি কাম ওদের মোদের নিয়ে খেলে-

নিজের দেশের কতনা কাজ সেসব কিছু ফেলে।

কানে কানে একটু শোনো- বলছে লোকে ওরে-

রুদ্ধদ্বারে শাসায় ওরা মোদের নেতাদেরে।

বলে নাকি মানতে হবে ওদের সকল কথা,

নইলে ওরা বুঝিয়ে দেবে অভাব , জ্বালা , ব্যাথা।

এইযে মোদের নেতা নেত্রী , হায়! অবসাদ ভরা,

মেরুদণ্ড নেই যে কারো, শুধুই জরায় ধরা।

নিজের চিন্তা করতে যদি পারতো নিজে সবে,

বিদেশীদের চোখ রাঙানী দেখতে কি আর তবে?

আছে সময় চলো এখন ওদের কথা ছেড়ে ,

ঘুরে দাঁড়াই নিজের পায়ে আবার নতুন করে।

পা চাটাদের দল যারা ঐ ওদের লেজে থাকে-

তাদেরকেও করবো যে ত্যাগ- শপথ এখন থেকে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৭

আইরিন সুলতানা বলেছেন: বেশ ভাল লেগেছে ছন্দে ছন্দে উপহাস ।

এই লাইনটা একটু খানি ঘুরিয়ে সাজিয়ে নিলে বেশ পড়া যায়--

সকল চিন্তা ওদের যেন মোদের জন্য তোলা।

অথবা

সকল চিন্তা যেন ওদের মোদের জন্য তোলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.