নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসেই যখন পড়েছেন, কিছুটা সময় নাহয় নষ্টই করলেন

নিদ্রালু

যখন ঘুমের দরকার, মানে রাতে সাধারণত ঘুম আসেনা। আবার সকালে যখন অফিস যেতে হবে তখন খুবই ঘুম পায়, বড় কষ্টে আছি।

নিদ্রালু › বিস্তারিত পোস্টঃ

“ফাইবার টু দি হোম” (FTTH)--- প্রেক্ষিত বাংলাদেশ। (এক)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

WiMax নিয়ে দুই পর্বের আমার কাঁচাহাতের লেখাটা দেখলাম অনেকেই পছন্দ করেছেন।সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই লেখা।

বিষয় “ফাইবার টু দি হোম” (FTTH)



ঢাকা শহরের অলি-গলি বা মেইনরাস্তা দিয়ে যখন চলেন, একটু লক্ষ্য করলেই নিশ্চয়ই খেয়াল করবেন, বিদ্যুতের খুটিগুলোর সাথে শত শত তারকুন্ডলী ঝুলে আছে, পাঁকিয়ে আছে। দেখে মনেহয় মাকড়শার জাল বা বটগাছের শিকড়। বিরক্তিভরা চোখে একবার তাকিয়ে দেখা ছাড়া অনেকেই চিন্তা করে দেখিনা এগুলো কিসের তার হতে পারে? কেনই বা খামোখা এগুলো আগাছার মত ঝুলে নগরের সৌন্দর্যে কলঙ্ক ছিটাচ্ছে।

তাহ্লে কিসের তার এগুলো?

আপনি যে ইন্টারনেটের লাইন ব্যাবহার করে আমার এই লেখাটি পড়ছেন, হতেপারে সেই লাইনটি ঝুলছে কোন একটা খুটির সাথে। আবার কাল ডাচবাংলা ব্যাংক থেকে যে ATM ম্যেশিনে টাকা তুললেন, সেই ম্যেশিনটি যে তার দিয়ে সংযুক্ত তাও হয়ত এইমুহুর্তে কোন কাক বহন করছে। যে কেবল টা আপনার টিভির সাথে যুক্ত তার দশা এর চেয়ে খারাপ বই ভালো না। কালো রঙয়ের যে কেবল গুলোকে আমরা ঝুলতে দেখি তার অধিকাংশই অপটিক্যাল ফাইবার কেবল অথবা কো-এক্সিয়াল কেবল।



প্রধানত দুইধরনের প্রতিষ্ঠান এই তারগুল ব্যাবহার করে। এক আই এস পি, দুই ক্যেবল টিভি অপারেটর। একটা সময় ছিল যখন আপনার ইন্টারনেট সংযোগটা ছিল কপার ক্যেবল দিয়ে আর এখন হয়ত অপটিক্যাল ফাইবার অথবা কিছুদুর ফাইবার পরে কপার। আবার শুরুর দিকে ক্যেবল টিভি ব্যাবসা কন্ট্রোল করত পাড়া বা মহল্লা ভিত্তিক কিছু মাস্তান গোছের লোকজন। তখন সবার নিজেদের ব্যাক্তিগত ডিস্ থাকত, থাকত নিজেদের স্বতন্ত্র নেটওয়ার্ক। এখন আর সেটি সম্বভ নয় কারন পে চ্যালের সংখ্যা এতবেড়েছে যে একা কোন ক্যেবল অপারেটরের পক্ষে সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে। ২০০০ সালের দিকে দেখাযায় একেএকে সব ছোটছোট কেবল অপারেটর মার্জ করতে শুরু করে। আর এখনত ঢাকা শহরে হাতে গোনা কয়েকটা ক্যাবল অপারেটর আছেমাত্র।



যাইহোক, এতকথা বলার উদ্দেশ্য, কেবল অপারেটররা নিজেদের প্রয়োজনে তাদের বিশাল একটা ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলেছে। মেইন যে হাব আছে সেখান থেকে অপটিক্যাল কেবল দিয়ে পাড়ায় পাড়ায় সিগনাল পৌছে দেয়া হয়। পরে সেখান থেকে কো এক্সিয়াল ক্যেবলের মাধ্যমে আপনার বাড়িতে।

অন্যদিকে আই এস পি গুলোও তাদের নিজেস্ব ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলেছে।



এবার আসুন আসল কথায়। “ফাইবার টু দি হোম” ব্যাপারটা কি? আমি সাধারনত ট্যাকনিক্যাল ব্যাপারে তেমন আলোচনা করতে পছন্দ করিনা। এখানেও করবনা। সোজা কথায় আপনার বাসায় একটি অপটিক্যাল ফাইবারের কানেকশন থাকবে এবং আপনি তার মধ্যমে কিছু নিদৃষ্ট সেবা পাবেন। কি কি হতে পারে সেই সেবা?



ট্রিপল প্লে বলে একটা টার্ম চালু আছে। মানে ভয়েস, ভি ডি ও এবং ডাটা একসাথে আপনি পেতে পারেন একই কানেকশন থেকে। তবে ভয়েসের সেবা দেবার ব্যাপারটা আমি বাদ দিলাম কারন অনেক জটিলতা আছে এ ব্যাপারে। কিন্তু অন্যদুটি সেবা খুব সহজেই প্রদান করা সম্বভ বলে আমি মনেকরি।



যা করতে হবে

সাধারণত যারা কেবল টিভি সেবাদেয় তাদের আই এস পি লাইসেন্স এবং দক্ষতা কোনটিই নেই আবার উল্টোটাও সত্যি। তাই যেটা করতে হবে তা হল বড়সাইজের কোন একটা আই এস পি এবং কেবল অপারেটরকে যৌথভাবে কাজকরতে হবে তাহলে লাইসেন্সের ব্যাপারে কোন আইনগত জটিলতা থাকার কথা নয়।

বর্তমানে কেবল অপারেটর মেইন ফিডার লাইনগুলো অপটিক্যাল ফাইবারের কিন্তু বাড়ীতে যে ক্যেবটা এসেছে সেটা আবার কো এক্স। এই ক্যেবল টুকুই চেঞ্জ করতে হবে। ফইবার অপটিক্যাল ক্যেবলগুলো সাধারণত ৪ পেয়ার থেকে শুরু করে ১২, ১৬, ৩২, ৪৮, ৯৮...আরো অধিক পেয়ারের হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক পেয়ার মাত্র ব্যাবহৃত হয় এবং বাকিগুলো ফাকা পড়ে থাকে।



দুইভাবে এই ফাইবারকে ব্যাবহার করা যেতে পারে। চাইলে এমনভাবে নেটওয়ার্ক ডিজাইন করা যায় যেখানে কিছু পেয়ার ফাইবার কেবল টিভির জন্য আর বাকিগুলো ইন্টারনেট সেবার জন্যে ব্যাবহার করা যায়।একই ক্যাবল দিয়ে দুটি স্বত্যন্ত্র নেটওয়ার্ক। এভাবে নেটওয়ার্ক তৈরী করলে অনেক ধরলের জটিলতা এড়ানো সম্বভ। এবং খরচও তুলনামুলক ভাবে কম পড়বে।



আবার PON (Passive Optical Network) নামে এক ধরনের প্রযুক্তি আছে যেখানে টিভি, ভয়েস, ডাটা সবছু একসাথে পাঠানো হয়। এটারও কিছু সুবিধা আসুবিধা আছে। তবে মোদ্দাকথা হোল, যেভাবেই হোক, আমার বাড়িতে একটা লাইন আসবে যেটাদিয়ে আমি কেবল টিভি এবং ইন্টারনেটের চাহিদা একসাথে মেটাতে পারব। যেহেতু একই তারের সাহায্যে দুইধনের সেবা পাওয়া যাবে তাই স্বভাবতই এতে খরচ কম হবার কথা। খরচের ব্যাপারটা আগামী পর্বে আলোচনা করার ইচ্ছা আছে। তবে একাটা ব্যাপার বলে রাখি মাত্র ১০/১৫ টাকায় আপনি একমিটার অপটিক্যাল ফাইবারের কেবল কিনতে পারবেন। আর দিন দিন আনুষাঙ্গিক যন্রাংশের দামও হাতের নাগালে আসছে। ফাইবার অপটিক ক্যাবলের আর একটা বড় সুবিধা হোল কেউ চুরি করেনা কারন রিসেল ভ্যালু নেই।



শুধু ঢাকা বা বড় বড় শহরই না চাইলে অনেক উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এইভাবে ইন্টারনেট সেবা পৌছেদেয়া সম্বভ। আমি দেখেছি অনেক অনেক প্রত্যন্ত অঞলে কেবল টিভি পৌঁছেগেছে। সেগুলোকেও চাইলে ফাইবার টু টি হোম নেটওয়ার্কের আওতায় এনে গ্রামে-গঞ্জে খুবসহজেই এবং অল্প খরচে ইন্টারনেট সেবা দেওয়া সম্বভ।



(চলবে)

মন্তব্য ২৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

যুগান্তকারী বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

নিদ্রালু বলেছেন: ধন্যবাদ যুগান্তকারী।

আপনার নামটা পছন্দ হয়েছে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

দ্বিতীয় পরিচয় বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম। +

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

নিদ্রালু বলেছেন: তাড়াতাড়ি ছাড়তে পারব আশা রাখছি।

আপনাকে ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

...অসমাপ্ত বলেছেন: হুমম... "এফ টি টি এইচ" ...খুব চমৎকার একটা কনসেপ্ট। ...কম খরচে লাস্ট মাইল সলুশ্যন এর জন্য পারফেক্ট। ...ঢাকায় সম্ভবত গ্রামীন-সাইবারনেট এরিকসনের টেকনোলজিতে "এফ টি টি এইচ" এর কাজ করে যাচ্ছে।
...সব প্রভাইডার যদি এক হয়ে সার্ভিস লাইনে একটা কমন ব্যাকবোনে যেত, তাহলে ব্যবহারকারীরা খুব উপকৃত হত। কোয়ালিটি অফ সার্ভিস আর কস্ট দুটোর দিকেই।
এ আই ইউ বি'র কোন কনফারেন্সে ...এ নিয়ে ব্রাকনেটের একটা দারুণ প্রেজেন্টেশান দেখেছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

নিদ্রালু বলেছেন:

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩

নিদ্রালু বলেছেন: "কম খরচে লাস্ট মাইল সলুশ্যন এর জন্য পারফেক্ট" যথার্থই বলেছেন। তবে কমন ব্যাকবনের ব্যাপাটার একটা উদ্দ্যোগ বি টি আর সি নিয়েছে সম্প্রতি।

আর আই এস পি গুলো কিন্ত যথেষ্ট সচেতন এব্যাপারে। সমস্যা মনে হয় ক্যেবল অপারেটের দিকে।
তবে লাভের আশা দেখলে তাদেরকে নিয়ে একসাথে কাজকরা কঠিনকিছু হবেনা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৬

মদন বলেছেন: এটাও প্রিয়তে যুক্ত হলো...

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯

নিদ্রালু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার ওয়াইম্যাক্সের লেখায় আপনার স্পীড বিষয়ক প্রশ্নর জবাবটা দেখেছিলেন বস?

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
গুছিয়ে ভালো লিখেছেন... খুব সহজে ইন্টিগ্রেটেবল সলিউশান হতে পারে এটা আমাদের জন্য...

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

নিদ্রালু বলেছেন: হ্যা আসলেই একেবারে সোজা।

চাইলে একমাসের মধ্যে ঢাকা শহরের উল্লেখযোগ্য অংশ FTTH নেটওয়ার্কের আওতায় আনা সম্বভ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৪

নিদ্রালু বলেছেন: ইদানিং কোন লেখা দেখছিনা যে ব্যাস্তনাকি?

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

দ্বিতীয় পরিচয় বলেছেন: ব্যাপারটা কি আসলেই এত সোজানাকি? তাহলে এখনও কেউ করছেনা কেনো??

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৯

নিদ্রালু বলেছেন: কেনো যে কেউকরছেনা সেটা আমারও প্রশ্ন। তবে আমি সিওর এটা করা তেমন কোন ব্যাপারনা। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি কেউ না কেউ শুরু করবেন।

আর সুযোগ থাকলে আমিই করতাম ;)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪

তনুজা বলেছেন: ------------------------(এতগুলো মাইনাস )
কেন?
আতিকুল হক এর ব্লগে ব্যাখ্যা আছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৫

নিদ্রালু বলেছেন: আমার আত্মপক্ষ সমর্থনও আছে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

আতিকুল হক বলেছেন: ব্যাপারটা খুব কঠিন না হলেও বেশ কিছু নীতি নির্ধারনী কাজ আছে। আমেরিকায় এখন কেবল টেলিভিশন, ইন্টারনেট এবং ফোন এক সংযোগে দেয়াটা বেশ চলছে। এতে গ্রাহক পর্যায়ে খরচটাও কমে আসে আর মেইনটেনেন্সের খরচটাও কমে। আমাদের জন্য এটা খুব ভালো উদ্যোগ হতে পারে কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে?

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮

নিদ্রালু বলেছেন: ভয়েসটা বাদদিলে আমার মনে হয়, আইনগত জটিলতা অনেক কমে যাবে।


যদি তোর ডাকশুনে কেউনা আসে তবে একলা চলোরে, চলেন আমরাই শুরু করে দেই......;);)

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

আপেল বলেছেন: সাথে আমারে নিয়েন যাদও আমার কিছুই নাই...

Diploma in computer Engineering last Year Last semester.

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১০

নিদ্রালু বলেছেন: আপনার আগ্রহ দেখে ভাল লাগল। তবে যাদের ইচ্ছা আছে তাদের সামর্থ নাই। আবার যাদের সামর্থ আছে তাদের হয়ত ইচ্ছা নাই অথবা যানেন না।

আফ টপিকঃ
কোথায় ডিপ্লমা করছেন?

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

আপেল বলেছেন: BOGRA... MY INSTITUTE NAME IS........;

NORTH BANGLE INSTITUTE OF COMPUTER TECHNOLOGY , BOGRA (NICT)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

নিদ্রালু বলেছেন: ভাল লাগল। এখন অনেক যায়গায় ভাল পড়াশুনার সুযোগ সৃষ্টি হচ্ছে। আশাকরি ভালকরে পড়াশুনা শেষকরে ভাল কিছু করবেন।

আপনার জন্য শুভকামনা থাকল।

১৩| ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫

ইসতিয়াক বলেছেন: চমৎকার লেখা।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১০

শিবলী বলেছেন: এখন এই কাজটাই করছে ফাইবার এট হোম
http://www.fiberathome.net/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.