নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসেই যখন পড়েছেন, কিছুটা সময় নাহয় নষ্টই করলেন

নিদ্রালু

যখন ঘুমের দরকার, মানে রাতে সাধারণত ঘুম আসেনা। আবার সকালে যখন অফিস যেতে হবে তখন খুবই ঘুম পায়, বড় কষ্টে আছি।

নিদ্রালু › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য বিষয়ক একটি অসাধারণ সাইট

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯



ছোটবেলায় মা খালাদের দেখতাম নানান ধরনের ঘরোয়া টিপস, সাজগোজের টিপস, ঘর সাজানোর টিপস এর জন্য ঘরে পাশের দেশের ম্যাগাজিন সানন্দা রাখতেন। তারপর ধীরে ধীরে সানন্দাও পুরনো হতে লাগলো, দামও বাড়লো অনেক। আমাদের দেশে এখনো পর্যন্ত ঠিক মেয়েদের পছন্দের ম্যাগাজিন বের হয়েছে বলে মনে হয়না। বেশিরভাগ ফ্যাশন ম্যাগাজিনগুলো যেন একেকটা রঙ্গিন ছবির এ্যালবাম। দামও মাঝে মাঝে মনে হয় আকাশছোঁয়া। তাই একখানা পরিপূর্ণ ফ্যাশন ম্যাগাজিনের অভাব রয়েই গিয়েছে। এখন নানান ধরনের ওয়েবসাইট তৈরি হয়েছে ফ্যাশন সচেতনদের জন্য। ইংরেজদের দেশে এই ওয়েবসাইট গুলো দারুন চলে। আমাদের দেশে এখন হাটি হাটি পা পা। তবে বাংলায় সাজগোজ বিষয়ক খুব ভালো একটা ওয়েবসাইট তৈরি হয়েছে বেশ কিছুদিন হল। অল্প কয়েকদিনেই এটি অসম্ভব জনপ্রিয়তাও পেয়েছে।

এই ওয়েবসাইটটির মুল বৈশিষ্ট্য হল বেশ গোছানো, ফোকাসড। কোন রকম গসিপ টাইপ সংবাদ এরা প্রকাশ করেনা। পাঠকদের মতামত নিয়ে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে ওয়েবসাইট টি কে আরো উন্নত করার। এতে কয়েকটি বিভাগে পাঠকদের জন্য নানান ধরনের ফিচার প্রকাশ করা হয়ে থাকে। যেমন ঃ সৌন্দর্য পরামর্শ, প্রসাধনী বিষয়ক পরামর্শ, খাদ্য ও স্বাস্থ্য, সোনামনির যত্ন ইত্যাদি। সবচেয়ে নতুন এবং আকর্ষণীয় যে বিভাগটি চালু হয়েছে তা হল ভিডিও টিওটরিয়াল। অর্থাৎ আপনাকে ভিডিওর মাধ্যমে মেকাপ করাটা একেবারে হাতেকলমে শিখিয়ে দেয়া হচ্ছে এখানে। এইসব নতুন নতুন ব্যাপারগুলোর কারনে মে মাসের মাঝামাঝিতে আত্নপ্রকাশ করা ওয়েবসাইটটির ফেসবুক পেজে এখন প্রায় ৭৫০০০ মানুষ লাইক দিয়ে সংযুক্ত আছে।

ভাবতে ভীষণ ভালো লাগছে যে সাজগোজ বিষয়ক টিপস পেতে হলে আর দাম দিয়ে ম্যাগাজিন কিনতে হবেনা বা ইংরেজি ওয়েবসাইট গুলোর দ্বারস্থ হতে হবেনা। নিজের দেশি ভাষায় দেশি ওয়েব পোর্টালেই এখন সমস্ত টিপস পেয়ে যাবো।

চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ওয়েবসাইটটিতে । সাজগোজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে 'সাজগোজ'https://www.facebook.com/shajgojbd

সাইটের ঠিকানা ঃ http://www.shajgoj.com

- আইনান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

এনিগমা বলেছেন: hmm nice.

২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

এনিগমা বলেছেন: hmm nice.

৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

আরিফ আহমেদ বলেছেন: সাইট টা ডিজাইন করেছে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.