![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিদ্রোহী কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী। তাঁর জন্মজয়ন্তীতে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। অশেষ শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি তাঁর নশ্বর দেহের অবিনশ্বর চেতনার প্রতি। আজ গোটা জাতির এই অমানিশায় দ্রোহী কবি হিসেবে খ্যাত আমাদের এই কবির চেতনায় সবারই উচিত উজ্জীবিত হওয়া, তাঁর চেতনাকে বুকের গভীরে ধারণ করা। আজ সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকতা এবং নারী ও শিশুর উপর বর্বরতার যে সমস্ত নজির সৃষ্টি হচ্ছে, তা এখন জলখাবারের মত স্বাভাবিক ও নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আমাদের, গোটা জাতির এই মুহুর্তে উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে, সাম্যের গান গেয়ে এক হয়ে এই সমস্ত সাম্প্রদায়িক কালো শক্তি ও ধর্ষক, নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা বিদ্রোহী রণক্লান্ত হতে পারি, কিন্তু আমাদের এখন শান্ত হলে, ক্ষান্ত হলে চলবে না। সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে বিদ্রোহ করতে করতে সামনে এগিয়ে যেতে হবে।
বর্তমানে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তাই এই দিনে আসুন আমরা সবাই কবিকে স্মরন করে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে সব অপকর্মের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের দেশের নারীদের প্রতি সমস্ত সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা স্মরণ করি কবির লেখা 'নারী' কবিতার সেই বিখ্যাত চরণগুলী-
"সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহাণ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
..."
সবশেষে একটাই প্রার্থনা- জাগো বাংলাদেশ! ভালো থাকুন সবাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতার সাথে সংগ্রাম করেও উনি ক্লান্ত হয়ে গিয়েছিেলন।