নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি আবার নিজেই ভাঙি, আবার গড়ি অশ্রু দিয়ে আমার আমি কে

বিবেকের এর সাথে যুদ্ধ করি তাতেই আমার আমি কে ফিরে পাই আমার বিবেকের আঙিনায়

ক্ষুদ্র ছেলে

প্রবাসী ক্ষুদ্র ছেলে যা পেয়েছি তাতেই অনেক খুশি দেয়ার মতো কিছুই নেই নেয়ার জন্য আসা আপনাদের থেকে ।

ক্ষুদ্র ছেলে › বিস্তারিত পোস্টঃ

মা আমি স্বপ্ন দেখতে আর চাই না

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

মা আমি আর সপ্ন দেখতে চাই না । ভয় হয় মা প্রতিদিনের ভাঙ্গা সপ্ন গুলো আমাকে তাড়িয়ে বেড়াই ।
ডান হাতটা প্যারালাইজড। গায়ে শার্ট নেই। কুমিল্লার বরুরার একটি দোকানে এসেছিলো ভাংতি টাকা নোট করতে। ছেলেটির মার্জিত কথাবার্তা শুনে আমার বন্ধু সাহেদ তার সম্পর্কে জানতে গিয়ে দেখে সে এবারের পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। বিশ্বাস না হওয়ায় রোল নাম্বার নিয়ে নেটে সার্চ করে দেখে এই অবস্থা। বাঁ হাতের লিখাগুলো মুক্তার মতো। বাবা মারা গেছে অনেক আগে। মা অন্যের বাড়িতে কাজ করে। কিন্তু পড়াশুনার প্রতি অদম্য ইচ্ছা তাকে দিয়েছে গোল্ডেন এ প্লাস।
ক্লাশের অন্যান্য বন্ধুদের মা-বাবাকে সন্তানের ভালো রেজাল্টের মিষ্টি বিতরণ করতে দেখে মন খারাপ হয় হাবিবুরের। ছেলের রেজাল্ট শুনে মা খুশি হয়েছে ঠিকই। কিন্তু দরিদ্রতার কারণে মিষ্টি বিতরণ করতে না পারায় পরক্ষনেই মন খারাপ হয়ে যায়। আর মায়ের মন খারাপ চেহারা দেখে কারণটা ঠিকই বুঝতে পারে হাবিবুর।
বাবা মারা গেছে অনেক আগে। সামনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হবে। এতো ভাইবোনের সংসার তার মায়ের পক্ষে একা চালানো কষ্ট হয়ে যাচ্ছে। তাই পিএসসি পরীক্ষার পর থেকে সপ্তায় এক দিন সাহায্যের জন্য বেরোয়। এর আগে কয়েকবার সাহায্য নিয়ে বাড়ি ফেরার সময় টাকাগুলো ছিনতাই হয়েছে। তাই এই দোকানে ভাংতি টাকাগুলো নোট করতে এসেছে।
প্যারালাইজের কারণে হাত সোজা করতে না পারায় সে জামা পরতে পারে না। তাছাড়া শীতেও তার ঠান্ডা লাগে না। খালি গায়ে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে।
পরীক্ষার রাতে অনেক অভিভাবক যখন প্রশ্ন সংগ্রহে ব্যস্ত হাবিবুরের মা তখন অন্যের পাতে খাবার তুলে দিতে রান্না ঘরে ব্যস্ত। দুধ আর হরলিক্স খেয়ে ছাত্ররা যখন পড়াশুনায় ব্যস্ত হাবিবুর তখন সংসারের বোঝা মাথায় নিয়ে সাহায্যের জন্য দোকানে দোকানে হাত পাতে। তারপরও এরা ভালো রেজাল্ট করে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো???X(( X(( X((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.