নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি আবার নিজেই ভাঙি, আবার গড়ি অশ্রু দিয়ে আমার আমি কে

বিবেকের এর সাথে যুদ্ধ করি তাতেই আমার আমি কে ফিরে পাই আমার বিবেকের আঙিনায়

ক্ষুদ্র ছেলে

প্রবাসী ক্ষুদ্র ছেলে যা পেয়েছি তাতেই অনেক খুশি দেয়ার মতো কিছুই নেই নেয়ার জন্য আসা আপনাদের থেকে ।

ক্ষুদ্র ছেলে › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা চাই

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

ক্ষমতার জন্য সব কিছুই জায়েজ জনতার জন্য নয়।

জানমাল বিনষ্ট, অঘোষিত হরতাল কার জন্য ??

জনতা কি চায় তা কি কেউ কখনও জানতে চেয়েছে নাকি জানার প্রয়োজন মনে করেছে ??

বেচে আছি বলেই গণতন্ত্র দরকার, মরে গিয়ে গণতন্ত্র দিয়ে কি করব ??

আমি ও ফকির হলাম দেশে আকাল পড়লো ।

গত সাত বছর পরে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এখন সেই অনাকাঙ্ক্ষিত হরতাল ।
একবার দেশে যাওয়ার জন্য যে কত ধরণের এরকম অনাকাঙ্ক্ষিত বাঁধা অতিক্রম করতে হয়
তা বলার নয় !
আজ ও সেই অপেক্ষা কবে শুনবো আর নেই হরতাল নামক হয়রানী ,হত্যা, ভাঙচুর ।
প্রতিদিন ঘুম থেকে উঠেই এই দুয়া করি আল্লাহ্‌ তুমি এই দেশের জন্য কিছু কর । :(( :((
এই ক্ষমতার লড়াই আর কত?
আর কতরক্ত চাই আপনাদের ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

কাবিল বলেছেন: হুম ঠিকই বলেছেন



ভাল থাকবেন

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

ক্ষুদ্র ছেলে বলেছেন: ধন্যবাদ ভাই আপনি ও ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.