![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী ক্ষুদ্র ছেলে যা পেয়েছি তাতেই অনেক খুশি দেয়ার মতো কিছুই নেই নেয়ার জন্য আসা আপনাদের থেকে ।
নিপুণ তার বন্ধুদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হইছে সেই সকালে
এখন ফেরার নাম নেই !
নিপুণ বন্ধুদের সাথে দেখা করে রাতে আসতেছে হঠাৎ একজন পিছন থেকে বলছে একা একা যেয়ো না ।
হঠাৎ পিছনের কথাতে সে চমকে উঠে ! একটু আগে তো কেউ ছিল না তাহলে এই লোক কে ?
গভীর ভাবনার মধ্যেই থমকে দাঁড়ালো সে ।
একটু আগেই যে লোক কথা বলল তাকে দেখা যাচ্ছে না কেন?
কিছুক্ষণের মধ্যেই যেন কয়েকঘণ্টা চলে গেলো ।
ভয়ে তার শরীর ঘেমে ভিজে যাওয়ার উপক্রম অতঃপর লোকটি সামনে আসলো আরে এত স্বাভাবিক মানুষ তাহলে এত ভয় পেলাম কেন?
লোকটি সামনে তবু ও তার চেহারা যেন অস্পষ্ট !
সাহস করে জিজ্ঞাসা করলোঃ
ভাই আপনার বাড়ি কোথায় ?
লোকটিঃ এই তো সামনেই
আবার ও ভয় সামনে তো জঙ্গল !
তাহলে এই লোকের বাড়ি কি ভাবে হয় !
লোকটিঃ আপনার বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা করলেন বুঝি?
নিপুণঃ হ্যা তা আপনি জানলেন কিভাবে?
লোকটি আরে নাহ, আমি তো এমনিতেই ধারণা করেই বললাম।
কিন্তু নিপুণ ভয়ে কাঁতর!
অনেক সাহস যুগিয়ে নিপুণঃ
আচ্ছা সামনে তো জঙ্গল তা আপনার বাড়ি কি জঙ্গলের ঐপারে ?
এতক্ষণ নিপুণ কথা তো বলছিল কিন্তু এখন দেখে তার আসে পাসে কেউ নেই।
আজব ব্যপার তো এখনই যে সাথেই ছিল সে লোক গেলো কোথায়?
ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ।
তবু ও সাহস যুগিয়ে জোরে বললঃ আপনি কোথায় ?
অনেকদূর থেকে আওয়াজ আসলো এই তো আমি আসছি তুমি যেতে থাকো আমি যার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছিলাম সে এখানে তার সাথে এখন একটু গল্প করছি ।
নিপুণ আঁতকে উঠলো কিছুক্ষণ আগে যে লোকের সাথে কথা বলছিলাম সে লোক তাড়াতাড়ি এত পিছিয়ে রইল আমি বুঝতে ও পারলাম না !
ভাবছে আর আসতে আসতে সামনে যাচ্ছে হঠাৎ কেউ পিছন থেকে গায়ে হাত রাখে আচমকা আতকিয়ে উঠে বলে কে? সেই লোক বলেঃ আমি নিপুণ আমি মানে ?
আপনি না কিছুক্ষণ কথা বলছিলেন মনে হচ্ছিলো তিন কিলোমিটার দূর।সেই লোক আরে না আমি তোমার কথাই শুনছিলাম তুমি দেখো নাই? নিপুণের ভয়ে গা থরথর করে কাঁপছে কি হচ্ছে এসব ! নিপুণ জবাব দিলো হ্যা আমি এমনিতেই বললাম আর কি
ভয়ে ভয়ে কখন যে সে বাড়ির সামনে এসে গেছে সে নিজে ও টের পায়নি লোকটি তখন ও সাথে নিপুণঃ কি ব্যাপার আপনার বাড়ি তো পিছনেই রইয়ে গেছে আর আমি তো বাড়ি এসে গেলাম তা আপনি বাড়ি না গিয়ে আমার সাথে আসলেন কেন?
লোকটিঃ তুমি ভয় পাবে দেখে এগিয়ে দিতে আসলাম ।
তখন ও লোকটির চেহারা অস্পষ্ট তাই নিপুণ মনে সাহস যুগিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি আসলে কে ?
লোকটিঃ অনেকদিন আগের কথা তোমার নিশ্চয় মনে আছে যে এই রাস্তাই একজন পাগল ঘুরাফেরা করতো,
নিপুণঃ হ্যা মনে আছে তখন আমি এত ছোট্ট না যে মনে থাকবে না ,
আমার খুব ভাল মনে আছে তা তার সাথে আপনার দেখা কবে হল?
লোকটিঃ সেই পাগল কিভাবে মারা গিয়েছিল ?
নিপুণঃ রোড এক্সিডেন্টে কিন্তু আপনি কেন ? এসব জিজ্ঞাসা করছেন সেটা তো বলুন !
লোকটিঃ সেই পাগলই আমি, তোমাকে আমার খুব ভাল লাগতো আর তুমি অনেক ভালবাসতে আমাকে, তুমি ভয় পাচ্ছিলে দেখে এগিয়ে দিতেই আসলাম ।
সব কথা শুনার আগেই নিপুণ অজ্ঞান ।
[ফটো গুগল থেকে নেয়া]
©somewhere in net ltd.