![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী ক্ষুদ্র ছেলে যা পেয়েছি তাতেই অনেক খুশি দেয়ার মতো কিছুই নেই নেয়ার জন্য আসা আপনাদের থেকে ।
জ্বলছি আমি জন্ম থেকেই
জন্ম থেকে জ্বলছি বলে
সুযোগ পেলেই জ্বালাও
রাগে ক্ষোভে আগুন যতো
আমার উপর ফালাও।
পিকেট কর মনের সুখে
ঢিলটা আমার মাথায়
আমি পুড়ি হরতালে তাই
মালিক খায় বাঁশ।
মারছো আমায় পোড়াচ্ছ আমায়
দোষ কি ? আমার জানাও
ভণ্ডনীতির (রাজনীতির) এই
কষাঘাতে দিচ্ছ কেন ? বলি আমায়
আমি গাড়ি যাত্রী টানি,
মাল টানি তো সবার ।
রাজনীতির এই খেলায় বল
জ্বলবো আর কত বার ?
ক্ষমতার এই লড়াই থেকে
দাও না রেহাই এবার
আমরা শুধু নিশ্চিতে চাই
সুযোগ যাত্রী সেবার ।
আমি ব্লগে একদম নতুন অনেক ভুল হতেই পারে ক্ষমার দৃষ্টিতে রাইখেন
ধন্যবাদ সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
ক্ষুদ্র ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১
ফ্জলূল করিম বলেছেন: শুভ কামনা রইল।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
ক্ষুদ্র ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
আপনাকে চেনা চেনা লাগছে মনে হয় ফেসবুকে দেখেছি
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
নীল আতঙ্ক বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম।