![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি
তসলিমার হাতে লেখা রুদ্র কে দেয়া সেই চিঠি হয়তো নয় । সেই চিঠির প্রাপক ছিলো না । আবার ছিলো না এটাও বলা যাবে না । প্রাপক ছিলো কিন্তু ঠিকানা ছিলো না । আমার ক্ষেত্রে হয়তো দুটোই আছে । আবার কোনটিই নেই । তবে মনের অন্তরালে শিশির তুই আছিস , থাকবি । তুই হয়তো এই খোলা চিঠি দেখবি না । ফার্মগেটে পার্কে বসে সন্ধায় মুঠোফোনে কথা বলা চাঁদের সাথে সাথে আকাশে বিমান দেখার কথাও হয়তো আর বলা হবে না । হয়তো তোর দেয়া শেষ কেটবেরী চকলেট টার জন্যই চোখের কোনায় জল এসে যায় । জল এসে যায় তোর অগাদ বিশ্বাসের প্রতি আমার অমর্যাদা করায় । তুই ভালো থাকিস । ইলেক্ট্রনিকের যুগে মুঠো ফোন বা হলদে খামে হয়তো চিঠি দিতে পারবো না , কিন্তু খোলা আকাশে চিঠি তো দিতে পারবো ?
চিঠি উড়িয়ে দিলাম যদি পাস তবে ভেবে নিস রাহুল তোরই আছে ।
ইতি
তোর ঝগরাটে রাহুল
©somewhere in net ltd.