নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদি মানুষ হয়ে কুসংস্কারকে দূর করে প্রগতির লড়াইয়ে সামিল হতে চাই

নিহার সরকার

্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি

নিহার সরকার › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৩:২৮

খোলা চিঠি...
১০/০৮/২০১৭
প্রিয় বিপ্লবী চেতনার মাতা,
হলুদ খামের শুভেচ্ছা নিও ! খুব অবাক হচ্ছো এতো কিছু থাকতে হলুদ খাম ! হ্যা হলুদ খাম । আমার দেখা তোমার অভিনয়ের খুব গুরুত্ব রাখে এই হলুদ খাম । দামে খুব সস্তা হলেও ওজন অনেক যা তুমি বইতে পারলে না ।হয়তো এই সময়ে পুজিবাদের প্রকৃত প্রেমিক তোমার কাছে মেসেঞ্জার,ভাইবার,whats app । যেখানে হলুদ খাম অনেকটা অভিনয়ের বাইরে গেঁয়ো, তাই না ?
হলুদ খামের প্রয়োজন আসল ঠিকানা আর তোমার স্মার্ট মাধ্যম গুলোর একটা সাজানো গোছানো হলেই হলো । চাকচিক্যের যুগে নষ্ট কলমের মূল্য কেবল আবর্জনা হিসেবে । যেখানে ছাপান্ন হাজার বর্গমাইলে আজাদদের প্রকাশ্যে হত্যা করা হয় সেখানে তোমার অভিনয়টা বাংলা একাডেমির নগ্নতাকে অন্তত হার মানায় না তবে তোমার বলা গল্পটাকে মিথ্যা বলে প্রমান করে ।
আজকি তুমি তসলিমার মতো মৌলবাদিদের কু-নজরে পরেছো নাকি তথাকথিত প্রগতিশীলদের মতো দেশের বাইরে বসে কলাম লিখে যাবে ও না না আমি ভুল বললাম হয়তো একটা উক্তি ছিলো এমন‘বিদ্যা গ্রহনের জন্যে সুদূর চীনে যাও’- আর সেই তুলনায় তো তুমি কাছেই । তবে রেখে যাওয়া প্রদীপের সিঁদুর রাঙা আলোক শিখাকে তুমি অস্বীকার করেছো যার দায় দাস পাড়ার কুকুরের নামে তুমি চালাতে পারো না । ধ্যাত বারবার শুধু ভুল বলেই যাচ্ছি, যেখানে রাষ্ট্রপ্রধান গনতন্ত্রের নাম করে চালাচ্ছে এক প্রকার উন্নয়নের জোয়ার সেখানে তুমি বৃক্ষ আর তোমার মালিক বলে এটা ছোট খাটো বিষয় ,ছোট মানুষ একটু আধটুতো গনতন্ত্র নিয়ে খেলতেই পারে যেমনটা হলিতে আমরা খেলি । সামনে বার তুমি আরো বড় করে খেলবে বড় জায়গা , নতুন ক্ষমতা সবই তোমার …সবই…
তোমার অভিনয়ে একটা গান ছিলো মনে আছে তোমার ! ‘আরেকটু সময় না হয় রহিতে কাছে’ গানটা আর প্রয়োজন হবে না । বালুর ট্রাক, হত্যা ,পুজিবাদের বিচরন এর মতো আর আমার মতো সেকেলে হলুদ খামের দরকার হবে না ।চারদিক বন্ধ করেই মসনদে বসে আছো যেন আমি না আসতে পারি ,তাই না ?
কিন্তু তুমি তো জানোই আমি একটু নাছোরবান্দা অতো সহজে তোমাকে ছাড়ার লোক আমি নই । যে অভিনয় তুমি প্রতিনিয়তো করে যাচ্ছো আর যাকে তুমি আর তোমরা বলো বাস্তবতা ।আর তাই আমার কাছে পুজিবাদে সাজানো মোড়কটা খুলে স্বীকার করে বলতে হবে সেটা ছিলো তোমাদের অভিনয় ।
তুমি আধুনিকতা সমৃদ্ধ সুন্দরবন বিনাশী রামপাল গড়ে তুলো তাতেও বাধা দিবো না কিন্তু স্বীকার করে নাও তুমি অভিনয় করে চলছো ।
অভিনয়ের মধ্যে কতোটুকু ভালো থাকা যায় জানি না তবে তোমার প্রচার মাধ্যমে দেখা যায় ভালোই আছো এগিয়ে যাচ্ছো উন্নয়নের ভিশনে । আমার মনের গোড়া কেটে তুমি ভালো আছো তা ভাবতেও পারছি না কেননা মুক্তির চেতনা যে তুমিই দেখিয়েছিলে , ভালো থেকো পারলে একবার হলুদ খামে তোমার ভালোবাসা নামক অভিনয়ের সত্যতা স্বীকার করো ।
ইতি
আমাকে দেয়া তোমার নাম অনুযায়ি
বিপ্লবী চেতনার পিতা




লেখক পরিচিতিঃ
নিহার সরকার অংকুর
সংস্কৃতি কর্মি ,শিক্ষার্থী
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
[email protected]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

এম আর তালুকদার বলেছেন: হা হা হা। বেশ লিখেছেন।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নিহার সরকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.