![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি
কমিউনিস্ট
নিকোটিন পোরা ধোয়াতে তুমি ঘুরো !
ফাস্টফুড জুরে তোমার ঘামের গন্ধ !
সীঁথিতে চারুকলার রঙ তুলির লাল রঙ।
যে রঙের মধ্যে লুকিয়ে আছে কমিউনিস্ট
বিপ্লবের সংকেত,
কিন্তু তুমি কমিউনিস্ট হতে পেরেছিলে?
কমিউনিস্ট!!
তোমার বিষুবরেখা টানা অঞ্চলে
গিয়েছি অনেক যার উত্তপ্ত, ক্ষিপ্ত
বাসনা আমায় স্লোগান ধরতে বলে,
বলে গান গাইতে "!
কিন্তু আমি কোন কালেই কমিউনিস্ট
ছিলাম না!
হবার চেষ্টা করছিলাম মাত্র।
যেখানে তুমি, তোমরা জন্মগত কমিউনিস্ট।
মার্ক্স-লেলিনরাও কি তবে জন্মগত
কমিউনিস্ট ছিলেন?
(নেত্রকোনা)
রাত ঃ২টা ১০ মিনিট
২৬আগস্ট ২০১৭.
উৎসর্গ ঃ সেই কমিউনিস্টদের যারা
নিজেরা জন্মগত কমিউনিস্ট। (তবে বিশেষ
একজন আছে, যিনি দেশের বাইরে)
২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
নিহার সরকার বলেছেন: রূপক বলতে পারেন,।
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯
শুভ্র বিকেল বলেছেন: কমিউনিস্ট! তাদের গতিতে ফিরুক।
৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নিহার সরকার বলেছেন: একটু খুলাখুলি বললে ভালো হতো। যদি বলেন আরকি
৫| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নিহার সরকার বলেছেন: একটু খুলাখুলি বললে ভালো হতো। যদি বলেন আরকি
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪২
জাহিদ অনিক বলেছেন: জন্মগত কমিউনিস্ট - রূপক নাকি আক্ষরিক ?