নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদি মানুষ হয়ে কুসংস্কারকে দূর করে প্রগতির লড়াইয়ে সামিল হতে চাই

নিহার সরকার

্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি

নিহার সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার মন্দির

১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩



প্রথম যখন আমি আমার মন্দিরে প্রবেশ করি তখন সময়টা ২০১৫ সাল । আমি হতাশ হয়ে প্রবেশ করেছিলাম কিন্তু সাধনা যে ব্যার্থ হয় না তা আমার মন্দির আমায় শিখিয়েছে । মন্দির আমার পছন্দের তালিকার লাল গোলাপ না দিলেও দিয়েছে শ্বেত গোলাপ , সময়ের টানে তা পরিণত হয়েছে লাল গোলাপে ।
আমার মন্দির আয়তনে ৪২ একর কিন্তু মন মন্দিরে যে এর পরিধি মাপা যাবে না ! আমি প্রেমে পরেছি, হতাশ হয়েছি আবার ঘুরেও দাড়িয়েছি এই মন্দিরেই । আমার মন্দিরে ১৯ টি ঘর । আমি যে ঘরে থাকি সেটি ২০১৫ সালেই হয়েছে আর আমিই সেই ঘরের প্রথম সন্তানের একজন । সেই ঘরে কয়েকজন সাধক আছেন যাদের কাছে দিক্ষা গ্রহণ করি তারা হলেন ঘরের প্রধান তুহিন অবন্ত উনার সাথে আছে আরো দুইজন সাধক একজন মাহমুদা সিকদার আর অন্যজন মনোজ কুমার প্রামাণিক ।
চুড়ুলিয়া মঞ্চ থেকে পেত্নি তলা । কিংবা চাঁদের হাট থেকে মন্দিরের একমাত্র পুকুর বিবর্তনের ঘাট । মন্দিরের প্রসাদ ঘর চক্রবাক থেকে জ্ঞান সাধন চর চর্যাচর্চাতেও ডুব দিয়েছি, আবার ভেসে উঠেছি । মন্দিরের মধ্যখানে হয়ে উঠলো সাধক,শিষ্যের মিলন স্থল জয় বাংলা । সন্ধ্যায় প্রদীপ জ্বেলে সাধনার নতুন মাত্রায় পৌছেছি বারামখানায় । আমি আজ উচ্ছাসিত ,আন্দোলিত । আমার মতো ভক্ত প্রতি বছর মন্দিরে আসে অনেক আসে কিন্তু থাকে কেবল কয়জনা ! নিজ থেকে চাইলেই যে থাকা যায় না, ভালোবাসতে হয় ,ধারন করতে হয় । প্রতি বছর আরো ভক্ত আসুক ব্যার্থতা নয় সফলতার ফুলঝুরি দিয়ে গ্রহণ করবো ।
আমি দিক্ষা শেষেও থাকতে চাই মন্দিরে ! আমার প্রেম,ভালোবাসা, অস্থিত্ব সবটাই মন্দিরের ৪২ একর জুড়ে । ভালো থাকুক মন্দির , প্রতি বছর মন্দির বড় হোক ,অপেক্ষায় থাকবো...
আমার মন্দির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ।

নিহার সরকার
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
১ম ব্যাচ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আরিব্বাস!!! কি মেটাফোর না ইউজ করলেন B:-) ;)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

নিহার সরকার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.