![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি
স্তন নাকি সিঁদুর
রাতের আকাশে খয়ে পরতে দেখেছি তারা
যেমনি করে ঝড় এলে উড়ে যায় কৃষকের ছনের ঘর ।
আর খসে যেতে দেখেছি কপলের লাল টিপ
আর রাত্রি মধুর স্বামীর আদরে স্ত্রীর কপালের লেপটে যাওয়া সিঁদুর !
তেমনি করে খসে যাচ্ছে স্বপ্নের সমাজতন্ত্র ।
কাবলিওয়ালার ঝুড়িতে আর কিছু অবশিষ্ট নেই
যা দিয়ে রক্ষা করবে ছোট্ট রাসেলের পছন্দের আঙ্গুর ভাজা ।
কেবল শূন্য ঝুড়ি নিয়ে ফেরি করে বেরাচ্ছে কাবলিওয়ালা ।
স্বামীর কাছে স্ত্রীর স্তন, নাকি সন্তানের প্রাপ্র মায়ের স্তন থেকে পান করা অমৃত ?
সেই প্রশ্ন করতে শিখেছে ওই ছোট্ট রাসেল ।
ছোট্ট রাসেলও যে আজ কারো স্বামী ।
স্বপ্নের সমাজতন্ত্র আজ রাসেল স্ত্রীর স্তনের মধ্য দিয়েই পান করছে রাসেলের শত্রু বন্ধু ।
বঞ্ছিত হচ্ছে কেবল মায়ের কাছের সেই ছোট্ট রাসেল
যে এখন স্ত্রীর ভালোবাসা নেয় ,লেপটে দেয় স্ত্রীর কপালের লাল সিঁদুর ।
যেমন করে মুছে যাচ্ছে শ্রমিকের ঘাম ।
স্বপ্নের সমাজতন্ত্র আজ শিশু রাসেলের কাছে নয় স্বামী রাসেলের বাহু মূলে বদ্ধ ।
রাত ৩টা
জাককানইবি
৯মে ২০১৮
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫
নিহার সরকার বলেছেন: ধন্যবাদ। মতামতের জন্যে । ভবিষ্যতে স্মরণে থাকবে ।
২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯
তারেক ফাহিম বলেছেন: কবিতার ভাব এত কঠোর।
শিরোনাম ভালো লাগেনি।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
নিহার সরকার বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ভবিষ্যতে স্মরণে থাকবে ।
৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর ভাই, এখানে রাসেলের প্রসঙ্গ কিভাবে আসল, আমি ঠিক ধরতে পারছি না। আপনি কি শেখ রাসেলের কথা বুঝিয়েছেন??
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
নিহার সরকার বলেছেন: না । রাসেল এখানে প্রতীকী চরিত্র ।
৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
শিরোনাম টা শুগু স্তন অথবা সিঁদুর দিতে পারতেন।
'কঠিন' শিরোনাম দিয়ে পাঠক পাওয়া যায় না।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮
নিহার সরকার বলেছেন: ধন্যবাদ । ভবিষ্যতে মাথায় থাকবে । নাম পরিবর্তন করলাম ।
৫| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:১২
মীর সাজ্জাদ বলেছেন: এলোমেলো
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতার শিরোনাম ভালো লাগে নাই। মাঝে মাঝে অতিরিক্ত ম্যাটাফোর উপযুক্ত আবহ সৃষ্টি করে না।