![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি
মা দিবস
মা'র জন্যেও দিন রয়
সত্যি নাকি ! হ্যা সত্যি তবে
তা পশ্চিমা বিশ্বে বাঙালীর না ।
বাংলায় মা হলো শহীদের নাম-এটা আমার কথা নয় ।
একদম সত্যি বলছি এটা আজাদের !
মা'দের বিশেষ দিনের পক্ষে আমি নই ।
মা'র জন্যে আলাদা দিন ? লাত্তি মারি সেই প্রথাকে
যে প্রথা বিশেষ দিনের নাম করে দূরে সরাতে চায় আমার মা'কে ।
৫২,৭১-এও চেষ্টা করেছিলো কিন্তু পারে নি । আমার মা হলো শহীদ ।
আমার মা তো তুমি । হ্যা তুমি সমাজতন্ত্র ।
আমার মা এখন ঠিক জেগে আছে ,ঘুমের মধ্যে ।
ঘুমের মধ্যেই হয়তো স্বপ্ন দেখছে তার সন্তান লাল পতাকা আকাশে উড়িয়েছে লাল সবুজ পতাকার পাশে ।
আমার মা এখন ঘুমে ।
একদিন আমি আমার মা কে মা ডাকতে চাইনে ।
মা মানে মা । মা মানে তিনশত চৌষট্টি দিন আর একদিন হলো
মাকে হত্যার ষড়যন্ত্রের দিন । যেটি আধুনিক সমাজ নাম দিয়েছে মা দিবস ।
জাককানইবি
রাত ২টা ৫ মিনিট
১৩-০৫-১৮
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
নিহার সরকার বলেছেন: ধন্যবাফ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।