নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদি মানুষ হয়ে কুসংস্কারকে দূর করে প্রগতির লড়াইয়ে সামিল হতে চাই

নিহার সরকার

্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি

নিহার সরকার › বিস্তারিত পোস্টঃ

রাত ৮টায় ভাষণ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

রাত ৮টায় ভাষণ

কুপি জ্বলে উঠে আবার নিভে যায়
ওই প্রান্ত থেকে ছুটে আসা বাতাসে।
আমি বাতাসে ভাসছি, চারদিকে ধোঁয়া নাকি বালু
বুঝে উঠার আগেই সব অন্ধকার দেখছি।
চোখ খোলে দেখি আমি হাসপাতালে!
চারদিকে অনেক মানুষ,
সেই মানুষ গুলো কিন্তু আমায় দেখতে আসেনি।
আমার মতো অনেক অন্ধকার দেখা মানুষ গুলো
শুয়ে আছে হাসপাতালের বেডে।
রাত ৮টায় ভাষন দিবেন প্রধানমন্ত্রী!
আবার চোখ বন্ধ!
আর ওই লাল পতাকা ওয়ালারা প্রেসক্লাবে সামনে কেবল বলেই যাচ্ছে
করছে না কিছুই.....
কাল সকালেই দেখি পাশে অনেক লোক
আমাকে তাদের সন্তান পরিচয় দিচ্ছে কার কাছে যেন!
তাদের হাতে একটি খাম দিলো এক মহিলা
আমি কেবল ঝাপসা চোখে দেখলাম
কিন্তু চিনতে পারলাম না।
হয়তো রাত ৮টায় বক্তব্য দেয়া সেই নারী।
পরদিন আর সন্তান দাবি করা সেই জনক জননী কে দেখলাম না।
আমায় বেওয়ারিশ বলে নিয়ে গেলো কারা যেন..
আমার লাশ দাফন করা হলো গোরস্তানে।
তারা খোজও নিলো না আমার লাশটা শ্মশানে যাবার কথা ছিলো।
স্বর্গে যাওয়া কি তবে হলো না?
আমি সব দেখছি। আমি স্বর্গে না নরকে বুঝতে পারছি না। কেবল দেখে যাচ্ছি।
দেখে যাচ্ছি ওই লাল পতাকা ওয়ালারে কেবল বলেই যাচ্ছে কিছু করছে না।টিভিতে দেখাচ্ছে তাদের তারা বলেই যাচ্ছে। আমার আর শ্মশানে যাওয়া হলো না।

জাককানইবি
রাত ১২টা ৩০মিনিট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.