![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মানবতাবাদি মনুষ হওয়ার প্রচেষ্টায় ব্রতি
(১)
সমুদ্র গণতান্ত্রিক, রাষ্ট্র নয়!
গণতন্ত্র একজনও মানে নি যা মানে সমুদ্র।
সমুদ্র মন্ত্রী, উপ-মন্ত্রী,প্রধানমন্ত্রী কিছুই বুঝে না।
কেবল উত্তাল হতেই ভালোবাসে।
সমুদ্র গণতন্ত্র বুঝে যা বুঝেনা রাষ্ট্র।
রাষ্ট্রে নোট এর বিনিময়ে ফাইল পাস হয়,জীবিত ব্যক্তি মৃত আর মৃত ব্যাক্তি হয় জীবিত।
সমুদ্র কোন বিনিময়ে হয় না। অনিয়ম হলেই একটানে নিয়ে যাবে। বললাম না সমুদ্র গণতন্ত্র বুঝে সে আবার ক্ষানিক বাদে ফিরিয়ে দিবে। সে হোক মন্ত্রী,উপ-মন্ত্রী, প্রধানমন্ত্রী।
সমুদ্র গণতন্ত্রের উদ্ভাবক!
তার লিখিত কোন তত্ত্ব নেই কিন্তু সত্য চিরন্তন তার গণতন্ত্র।
গণতন্ত্রের তাত্ত্বিক মানেই ব্যবসায়ী, বই বেচে গণতন্ত্র শেখাবেন।
সমুদ্র বেচে শেখায় না, দেখিয়ে শেখায়।
সৃষ্টির একমাত্র গনতান্ত্রিক দৃষ্টান্ত সমুদ্র।
এর বাইরে যেই বলবে গণতান্ত্রিক সেই সব থেকে বড় ভন্ড।
লাল,সাদা,সবুজ কালা সবকিছুতেই দুই নাম্বার, কিন্তু সমুদ্রে দুই নাম্বার নেই।
সরকারি ভবনে থাকে তেলের গোডাউন সমুদ্রে তা ভাসতে পারে না।
লেখক,বুদ্ধিজীবী, সাংবাদিক সব আজ নেপথ্যের দালাল কেউ সমুদ্র হতে চায় নি।
চেয়েছে কাগজের নোট, বাধাই করা মানপত্র আর বড় কোন চাকর হবার সুযোগ।
আমি রাষ্ট্রদ্রোহী হতে পারি মেনে নিতে পারি তোমার দেয়া সকল শাস্তি যদি তুমি সমুদ্র হোও!
সমুদ্র হবে তুমি?
সমুদ্র রাজনীতি বুঝে,বুঝে অর্থনীতি যা তোমার ওই-
নেতারা বুঝে না।
পল্টন,ধানমন্ডি, মতিঝিল,গুলশান যাই বলো না কেন ওরা কোন দিন সমুদ্র হতে চায় নি।
ওই যে লাল সূর্যের কথা বলে যে ন্যায্য কথা বলে সেও নেপথ্যে সেই সমুদ্রেরই বিরুদ্ধে দাঁড়ায়।
সমুদ্র গণতন্ত্র বুঝে, তার যৌবন বার্ধক্যেও সে গণতান্ত্রিক,
যা রাষ্ট্র নয়।
জাককানইবি
রাত-১২টা৩০মিনিট
(সমুদ্রের গণতন্ত্র নিয়ে আরো লিখা আসবে।এটিই প্রথম )
২| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৯
মাহমুদুর রহমান বলেছেন: আপনার কথাগুলোর সাথে সহমত।
৩| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা প্রতিদিন সমুদ্রের বারোটা বাজাচ্ছি
৪| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫২
নিহার সরকার বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩
নিহার সরকার বলেছেন: হুম,তা ঠিক
৬| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩
নিহার সরকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।