নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

প্রত্যেকটা শুভ্র সকাল
তীব্র আর্তনাদ
প্রত্যকটা আনত প্রহর
দুঃসহ যন্ত্রনা
প্রত্যেকটা বর্ণিল বিকেল
বেদনায় নীল।
প্রত্যেকটা বিষন্ন গোধুলী
হৃদয়ের ক্ষরণে লাল
প্রত্যেকটা নির্ঘুম রাত
স্মৃতির রিমান্ড।

প্রত্যেকটা দিন , প্রতীক্ষার ঢেউ
প্রত্যেকটা ছায়ায় আবছা দেখায় কেউ
প্রত্যেকটা মাস তিরষ্কারের করতালি
প্রত্যেকটা বছর,
দিন ,রাত , পক্ষ, মাসের মানব বন্ধন
প্রত্যেকটা যুগ , একেকটা যুদ্ধ
তারপর হাজারো শহীদ।

প্রত্যেকটা সকাল
প্রত্যেকটা দুপুর
প্রত্যেকটা বিকেল
প্রত্যেকটা সন্ধ্যা
প্রত্যেকটা রাত
প্রত্যেকটা মাস
প্রত্যেকতা বছর


একেকটা স্মৃতি
অঝোর কান্না
ভুলের মাশুল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: একেকটা স্মৃতি
অঝোর কান্না
ভুলের মাশুল।
বাস্তব কিছুটা করুণ-বীভৎস

২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

মিথী_মারজান বলেছেন: এখানকার প্রত্যেকটা অক্ষর, একেকটা কষ্ট।
আর প্রত্যেকটা কষ্ট, হতে পারে অনুভবের ভুল, অথবা ভুল ছিলো সময়ের।
প্রতিটি ভুল একেকটা পাপের মত নীলাদ্রী।
মাশুল দিয়ে এর শোধ করতে আজীবন আমরা বাধ্য।
মন খারাপের স্মৃতি কবিতাটিতেও ভালোলাগা রইলো।:)



০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২০

নীলাদ্রী হীমান বলেছেন: মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.