নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাখ্যা আছে কিন্তু উদাহরন নেই এমন একজন মানুষ।

নীলাদ্রী হীমান

ভালোবেসে যে কেউ দেয় নিষ্ঠুর অপবাদ, আমি তাই ভেবে নেবে অর্বাচীনের জন্য আশীর্বাদ।

নীলাদ্রী হীমান › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা নামার পড়ে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

শহরের উজ্জ্বল বাতি, রিকশা বাইক, মানুষের হাটাহাটি
সন্ধ্যা নামলে তবে,শুরু হয় শহরের ছোটাছুটি
কেউ কেউ বাড়ি ফিরে, কেউ যায় রেস্তোরায়, কেউ বা ভিড় জমায়
নগরীর চা দোকানের বেঞ্চে,
শপিং মল্গুলো আলোর ঝলকানী বেড়ে যায়, সন্ধ্যা নামলে পড়ে।
প্রেমিক প্রেমিকারা বের হয়ে আসে আধার নামার পর,
ধীরে ধীরে ভীড় বাড়ে নিষিদ্ধ আবাসিকে,
যে যার কাজে যে যার রাস্তায় অনিয়ত ছুটে
সন্ধ্যা নামার পরে।
সন্ধ্যা নামলে পড়ে, বিষন্ন সুর বেজে উঠে কোথাও কোথাও
সিগারেট ফুকে ফুকে , ফুসফুসে পুড়ে পুড়ে
কেউ কেউ মৃত্যুর দিকে ছোটে।
সন্ধ্যা নামলে তবে, ঘরে ঘরে গৃহীনিরা বসে পড়ে টিভি পর্দায়
কেউ কাদে, কেউ হাসে, সিরিয়ালের অলিক বাস্তবতায়
ওদিকে সন্ধ্যে নামার পরে, ষ্টেশন চত্বরে
রমনা পার্ক , শাহবাগ, কিংবা ওভারব্রীজে
কেউ কেউ বিছানা করে, ঘুমায় কি নিরুত্তাপ সুখে
কি দ্বিধাহীন বেচে থাকা, সমস্থ শহর জুড়ে,
সন্ধ্যে নামার পড়ে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নীলাদ্রী হীমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

নাহিদ আহসান বলেছেন: প্রচন্ড এক মায়া বিরাজ করছে কেমন যেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

নীলাদ্রী হীমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

নীলাদ্রী হীমান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.